
17/07/2024
Breaking news :
গুগল মেপ -এ রংপুরের পার্কের মোরের নাম পরিবর্তন করে 'শহীদ আবু সাঈদ চত্বর' করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই)কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।
পুলিশ একপর্যায়ে গু/লি করা শুরু করে।পুলিশের গু/লিতে নি/হ/ত হন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ছাত্র আবু সাইদ। পরবর্তীতে শিক্ষার্থীরা গু/লিবিদ্ধ হওয়া স্থানটির নাম 'শহিদ আবু সাইদ চত্বর' ঘোষণা করে।
#আবুসাইদ #ছাত্রলীগ