10/09/2025
আইআইইউসি কুরআ'নিক সায়েন্সেস ক্লাবের আয়োজনে "প্রশ্নোত্তরে সিরাতুন্নবী (স:)"প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
আইআইইউসি কুরআ'নিক সায়েন্সেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাচাইকৃত ১০০ ছাত্র এবং ১০০ ছাত্রী প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত "প্রশ্নোত্তরে সিরাতুন্নবী (স:) প্রতিযোগীতার আয়োজন করা হয়।তারই প্রেক্ষিতে অদ্য সকাল ১০:০০ টায় আই ইই ইউ সি সেন্ট্রাল অডিটোরিয়ামে এক প্রাণবন্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
কুর'আনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. শফিকুর রহমান আল আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান।
বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন আফফান ইন্টারলাইনিংস লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, শরিয়াহ অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. রশিদ যাহেদ,সাবেক ডিন প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানী, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আযহারী,সিরাত প্রতিযোগীতার আহ্বায়ক ড. মো: আলী হোসাইন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মইনুদ্দিন আল আযহারী সহ ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
কুর'আনিক সায়েন্সেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও ক্লাব দায়িত্বশীলদের পরিচালনায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়
উক্ত অনুষ্ঠানে পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকে ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।