09/02/2025
আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা শিক্ষা কোর্স
মেয়াদকাল: কোর্সের মেয়াদ ৬ মাস
কোর্স শুরু: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
ক্লাস স্থান: IIUC ক্যাম্পাস
ভাষার চারটি দক্ষতা(রিডিং, রাইটিং স্পিকিং ও লিসেনিং) এর অনুশীলন
🔰যেসকল দক্ষতা অর্জনের লক্ষ্যে কোর্সটি প্রস্তুত করা হয়েছে–
♦️কোরআন-হাদিস অর্থসহ বুঝতে পারা
♦️আরবি বইসমূহ হরকত ছাড়া পড়া
♦️আরবি কথোপকথনের বিশেষ অনুশীলন
♦️আরবি ফ্রি হ্যান্ড রাইটিং এর বিশেষ অনুশীলন
🔰 সম্মানিত শিক্ষক মন্ডলী ও সহকারী শিক্ষকগণ:
👉 প্রফেসর ডক্টর বি.এম মফিজুর রহমান আল আজহারী
Professor, Department of Qur'anic Science & Islamic Studies, IIUC.
👉 আ.ফ.ম নুরুজ্জামান
Chairman,
Department of Da’wah and Islamic Studies, IIUC.
👉 ডক্টর মাহমুদুল হাসান
PhD, University of Chittagong.
Former Chairman, Department of Arabic language & Literature, IIUC.
👉ডক্টর আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার
PhD, University of Malaya, Malaysia.
Lecturer, Department of Science of Hadith & Islamic Studies.
👉 মোহাম্মদ নাজিম উদ্দীন
Lecturer, Department of Qur'anic Science & Islamic Studies, IIUC.
👉 শরীফ উদ্দীন পাটোয়ারী
Lecturer, Department of CGED, IIUC.
🔰কোর্সটি যাদের জন্য -
১. যারা কুরআন-হাদিস বুঝতে চান।
২. যারা গ্রামারের জটিলতা ছাড়া খুব সহজে আরবি শিখতে চান।
৩. যারা মাদ্রাসায় লেখাপড়া করেও আরবিতে দুর্বল।
৪. যারা গ্রামারে দক্ষ হলেও আরবি বলতে পারেন না।
৫. যারা স্কিলস হিসেবে অন্যান্য ভাষার মতো আরবি ভাষাও শিখতে চান।
🔰কোর্সটিতে ভর্তির যোগ্যতা:
QSIS, DIS, SHIS এবং ALL ডিপার্টমেন্ট এর ছাত্র হতে হবে ।
💲কোর্স ফি: কোর্স ফি মাসিক ৩০০ টাকা মাত্র।
⛔বিঃদ্রঃ
👉 ৮০% এর উপরে ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
👉 কোর্স শেষে প্রথম ৩ জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
👉 হলের বাহিরে অবস্থানরত ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে শহরে রাত ৭টা এবং ৯টায় ট্রন্সপোর্টের ব্যাবস্থা থাকবে।
🌐রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXKs1SzegB7NW5qjTcFvPNmm0aaU4PmjsIGw8X8h2xcHfC1g/viewform?usp=header
☎️ সার্বিক বিষয়ে যোগাযোগ:
📳 01965549550
Md Shahidullah (Vice President, IIUC Career Club)
📳 0 1788-589089
সিয়াম মনোওয়ার (GS, QSIS Club)
📳 0 1813-570089
আয়োজনে : IIUC CAREER CLUB
সহযোগীতায় : IIUC QSIS,SHIS, DIS ALL CLUB