IIUC Outline

IIUC Outline বিশ্ববিদ্যালয়ের জরুরী সকল তথ্য পেতে পেইজে ফলো দিয়ে সাথে থাকুন।

ছুটির বিজ্ঞপ্তি
27/09/2025

ছুটির বিজ্ঞপ্তি

24/09/2025
আইআইইউসি কুরআ'নিক সায়েন্সেস ক্লাবের আয়োজনে "প্রশ্নোত্তরে সিরাতুন্নবী (স:)"প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান স...
10/09/2025

আইআইইউসি কুরআ'নিক সায়েন্সেস ক্লাবের আয়োজনে "প্রশ্নোত্তরে সিরাতুন্নবী (স:)"প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

আইআইইউসি কুরআ'নিক সায়েন্সেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বাচাইকৃত ১০০ ছাত্র এবং ১০০ ছাত্রী প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত "প্রশ্নোত্তরে সিরাতুন্নবী (স:) প্রতিযোগীতার আয়োজন করা হয়।তারই প্রেক্ষিতে অদ্য সকাল ১০:০০ টায় আই ইই ইউ সি সেন্ট্রাল অডিটোরিয়ামে এক প্রাণবন্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুর'আনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান ড. শফিকুর রহমান আল আযহারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান।
বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন আফফান ইন্টারলাইনিংস লিমিটেড এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. নজরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, শরিয়াহ অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. রশিদ যাহেদ,সাবেক ডিন প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানী, প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আযহারী,সিরাত প্রতিযোগীতার আহ্বায়ক ড. মো: আলী হোসাইন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মইনুদ্দিন আল আযহারী সহ ডিপার্টমেন্ট ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।

কুর'আনিক সায়েন্সেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও ক্লাব দায়িত্বশীলদের পরিচালনায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হয়
উক্ত অনুষ্ঠানে পুরুষ ও মহিলা উভয় বিভাগ থেকে ১০ জন করে মোট ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

09/09/2025

ভিপি—সুফিয়া কামাল হল
সাদিক ১২৭০
আবিদ ৪২৩
উমামা ৫৪৭

09/09/2025

অমর একুশে হল
সাদিক কায়েম ৬৪৪
আবিদুল ইসলাম খান ১৪১
আব্দুল কাদের ৩৬

ক্লাসরুম সংকটের কারণে কুর'আনিক সাইন্স ডিপার্টমেন্টের ছাত্রদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী চলছে।
26/08/2025

ক্লাসরুম সংকটের কারণে কুর'আনিক সাইন্স ডিপার্টমেন্টের ছাত্রদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচী চলছে।

ক্লাস বর্জনের ডাক দিয়েছে কুর'আনিক সাইন্স ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা।
25/08/2025

ক্লাস বর্জনের ডাক দিয়েছে কুর'আনিক সাইন্স ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা।

আগামী ২১শে আগস্ট, অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন University of Dhaka এর মাননীয় উপাচার্য ড. নি...
19/08/2025

আগামী ২১শে আগস্ট, অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন University of Dhaka এর মাননীয় উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

CRPS এর চেয়ারম্যান, IIUC এর প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল-আযহারী স্যার ভার্সিটি ও মাহফিলে যাতায়াত পথে ও অন্য অবসর সময় ...
04/08/2025

CRPS এর চেয়ারম্যান, IIUC এর প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল-আযহারী স্যার ভার্সিটি ও মাহফিলে যাতায়াত পথে ও অন্য অবসর সময় কাজে লাগিয়ে ৫৪ বছর বয়সে হাফিজে কুরআন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।

Notice for Seat Allocation of Male Students in the Hazrat Uthman (R) Hall
03/08/2025

Notice for Seat Allocation of Male Students in the Hazrat Uthman (R) Hall

30/07/2025

গ্রুপে কয়েকজন উদ্যমী মডারেটর নিয়োগ দেওয়া হবে, আগ্রহীরা তাদের ডিপার্টমেন্ট, সেমিস্টার ও আইডি কমেন্ট বক্সে জানান।

Result of Admission Test of Bachelor Programs held on July 24, 2025 .   Semester: Autumn 2025
27/07/2025

Result of Admission Test of Bachelor Programs held on July 24, 2025 . Semester: Autumn 2025

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when IIUC Outline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share