08/08/2025
🌿⛵ অ্যামাজনের বুকে এক ভিন্ন অভিজ্ঞতা...
নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে ট্রলারে করে এগিয়ে চলা, চারপাশে গভীর সবুজ অরণ্য, আর মাঝে মাঝে চোখে পড়া স্থানীয় মানুষের সহজ-সরল জীবনযাপন—সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী! 🌳🌊
এই যাত্রায় শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, মানুষের হৃদয়ের উষ্ণতাও ছুঁয়ে গেছে মনকে। 💚
অ্যামাজনের জলে যেমন গভীরতা, তেমনি এ অঞ্চলের মানুষের চোখে দেখা যায় প্রাণের বিশুদ্ধতা। 🌅
ভ্রমণ কখনও শুধু দূরত্ব মাপা নয়—এটা অনুভবের গল্প, আত্মার খোঁজ... আর এই ট্রলার ভ্রমণ ছিল তেমনই এক নিরব, অথচ হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা।
#ভ্রমণ_দিনলিপি 🌿🛶✨