12/11/2025
শিক্ষক শব্দটার মধ্যে অন্যরকম একটা সম্মান জড়িয়ে আছে কিন্তু উনাদের মত কিছু কিছু শিক্ষকদের জন্য এখন পুরো শিক্ষক জাতিকেই মানুষ খারাপ ভাবে কথা শোনাচ্ছে 😭।
আসলে কেউ যদি নিজের সম্মান ধরে না রাখতে পারে তাহলে অন্যরা কিভাবে সম্মান করবে 😥
আপনারা দাবি জানাচ্ছেন ভালো কথা তার মানে তো মিডিয়ার সামনে যা ইচ্ছে তাই একটা মনগড়া কথা বলে দিলেই হলো না উনারা যে কি ধরনের কথা বলতেছে সেটা কি ওনার একবারও চিন্তা করে 😭।
কোন আইসক্রিম খাওয়া আর দেশি মুরগি খাওয়া কোন বিষয় না কিন্তু উনাদের কথা শুনে মনে হচ্ছে দেশি মুরগি আর কোন আইসক্রিমের দাম লাখ টাকা 😭
আফসোস এই ধরনের শিক্ষকদের জন্য যারা পেশাটাকে এরকম অসম্মানের জায়গায় নিয়ে এসেছেন 😭