Islamic status

Islamic status মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান”।”

____বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

😏
20/04/2024

😏

টাকা মুক্ত ভেজাল🙂
19/04/2024

টাকা মুক্ত ভেজাল🙂

🥀Today's Best photo🥀today's best photo ❤❤❤❤❤❤❤
19/04/2024

🥀Today's Best photo🥀today's best photo
❤❤❤❤❤❤❤













এ লেখাটি কারও জন্য নয়, শুধু নিজের উপলদ্ধির জন্য। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷ কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জন...
19/04/2024

এ লেখাটি কারও জন্য নয়, শুধু নিজের উপলদ্ধির জন্য।

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় ৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে বলী দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

Collect : pradip saha dip

19/04/2024

চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ।
ঠিক তেমনি।
নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।
জুম্মা মোবারক,..... 🕋🖤🥀

19/04/2024

নিজেকে পুরো জগতের সামনে শক্তিশালি মজবুত হিসেবে উপস্থাপন করতে চাইলেও, সেই আল্লাহ তো ঠিকই জানেন ভেতরে ভেতরে আপনি কত দূর্বল!

যখন আপনি হতাশায় ভুগেন, সান্ত্বনা দেয়ার মত কেউই থাকে না পাশে, তার ভালবাসার হাত সেই সময়ও আগলে রাখে আপনাকে। মানুষকে খুশি করা তো অনেক কঠিন, তার রাগ ভাঙানো আরও কঠিন। কিন্তু সেই মহান সত্তা অল্পতেই সন্তুষ্ট, বড় বড় অপরাধ করার পরও তাঁর ক্ষমার দরজা খোলাই থাকে, সর্বক্ষণ।

কখনো কখনো যে অপরাধ করেননি সেই অপরাধেও মানুষ আপনাকে শাস্তি দিবে। আর তিনি! বড় বড় অন্যায়কেও মাফ করে দেন। পুরনো কথা মনে করিয়ে খোটা দেন না কখনো, করেন না তিরষ্কার।

হাজারো তিক্ততায় ঘেরা সম্পর্কগুলো যখন বেশি প্রিয় মনে হয়, যখন ভুলে যাই তাঁকে, তখনো তিনি ডাকতে থাকেন পরম মমতায় -

"আছে কেউ ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব!"

লিখেছেনঃ- রিযওয়ানুল কবির সানিন





Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801870282824

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Islamic status publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Islamic status:

Partager