কুরআন ও হাদিসের আলো।

কুরআন ও হাদিসের আলো। কুরআন ও হাদিসের কথা জানতে Like / Follow দিয়ে সাথেই থাকুন।

জাযাকাল্লাহু খাইরান 🥰
(1)

27/09/2025

সহজে ধনী হবার জন্যে আমরা মিথ্যা বলি!
আল্লাহুম্মাগফিরলী
🤲

27/09/2025

মা বলে, তোর ভাগ্য ভালো যে আমার মতো মা পেয়েছিস, কথাটা কিন্তু সত্যি!
🤲

18/09/2025

যে হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত থাকে, সে কখনো একাকীত্ববোধ করে না।

"আলহামদুলিল্লাহ"

18/09/2025

আর নিশ্চয়ই তোমার রবের নিকটই শেষ গন্তব্য।
(সুরা নাজম: ৪২)
ইয়া আল্লাহ!🤲

09/09/2025

অভাবী হও, তবু নিচু স্বভাবের হইও না।

07/09/2025

চন্দ্রগ্রহণ 😱
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

06/09/2025

নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।
(সূরা ইনশিরাহ)

"আলহামদুলিল্লাহ"

30/08/2025

“তোমার খারাপ সময়ে অনেকেই হয়তো তোমাকে
ভাঙতে চাইবে, কিন্তু তোমাকে উঠে দাঁড়াতে হবে।”
তবেই তুমি সফল হবে।
"ইনশাআল্লাহ"

26/08/2025

✅সম্ভব হলে ল পড়েন, জুডিশিয়াল মাজিস্ট্রেট হতে পারলে যোগদান ৬ষ্ঠ গ্রেডে। প্রথম প্রমোশনে যাবেন চতুর্থ গ্রেডে।✌️

বিচারক হিসেবে জীবনযাপনে মর্যাদা ত রয়েছেই।❤️

✅এতোদূর না যেতে পারলে শুরু করে দেন ডিপ্লোমা, সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নামে একটা পদ আছে ১০ম গ্রেডে।✌️

মোটামুটি ২২-২৩ বছর বয়সেই দ্বিতীয় শ্রেণীর চাকুরীজীবী হওয়ার সুযোগ পাবেন।
✅এতোকিছু মন না চাইলে ভর্তি হয়ে যান নার্সিং-এ, এই পদের চাহিদা কভু শেষ হবেনা। বর্তমানে সরকারি চাকুরীজীবি হিসেবে নার্সের মর্যাদাও দ্বিতীয় শ্রেণিতে (১০ম গ্রেড)!✌️

✅এর কিছুই সম্ভব না হলে এসএসসি/ইন্টারমেডিয়েট শেষ করে লেবার ভিসায় পারি দেন বিদেশে, হারভাঙ্গা পরিশ্রম করে হলেও যৌবন থাকতে টাকা-পয়সার মালিক হতে পারবেন।

⚠️❎অন্যদিকে, উচ্চশিক্ষার স্বপ্নে জেনারেল পড়াশোনা করবেন তো মরবেন, জীবন-যৌবনের রস-কষ সব বের করে কখনো ২০ তম গ্রেডের অফিস সহায়ক, কখনো ১৪তম গ্রেডের উচ্চমান সহকারী; কেউ কেউ ১৩তম গ্রেডে সহকারী শিক্ষক (খুব কমের কপালেই লাগতে পারে প্রথম-দ্বিতীয় শ্রেণী।) কেউবা এনটিআরসির প্রিলি-রিটেন-ভাইভা শেষ করে স্রেফ ১২,৫০০ টাকার মোট বেতনের সহকারী শিক্ষক। জীবন আর চলেনা তখন, বয়সও পেরিয়ে যায় ৩ বাচ্চার বাপ-মা হওয়ার।

❗উচ্চশিক্ষার কোনো মর্যাদাই বাস্তবিকপক্ষে থাকেনা, যদি না আপনার নামের পিছনে চাকুরীর পদমর্যাদা ভারী হয়।

23/08/2025

স্বপ্ন পূরণ করুন
কাউকে না জানিয়ে
কারণ মানুষ আপনাকে পেছন থেকে টেনে ধরবে।
বাস্তব সত্য ✅

23/08/2025

প্রয়োজন ফু'রি'য়ে গেলে, মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ।
আল্লাহুম্মাগফিরলী
আমীন 🤲

13/08/2025

“আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।”
(বাকারা: ১৫৩)

"আলহামদুলিল্লাহ"

Address

Patenga
Chittagong
4204

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন ও হাদিসের আলো। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category