Isha's Vlog

Isha's Vlog Assalamualaikum ✨
Please Follow My Page ❤️
Thank You Everyone
(4)

মৃত স্ত্রীর মেসেঞ্জার ঘাটাঘাটি করে যা জানতে পাই সেই প্রতারণা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিনা!!!!!আমার বয়স ২৮.৫ বছর। স্ত...
21/09/2025

মৃত স্ত্রীর মেসেঞ্জার ঘাটাঘাটি করে যা জানতে পাই সেই প্রতারণা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিনা!!!!!

আমার বয়স ২৮.৫ বছর। স্ত্রীর বয়স ২৪ ছিল। ১১ মাসের বৈবাহিক জীবন এর পর গত ৩ মাস আগে মৃত্যুবরণ করছে রোড এক্সিডেন্টে। আমার জীবন এ আমার স্ত্রীই ছিল আমার হৃদপিণ্ড, আমার প্রথম ভালোবাসা, প্রথম নারী যাকে নিজের থেকেও বেশি ভালবাসতাম, care করতাম ,স্ত্রীও আমাকে ভালোবাসা দেখাতো, যদিও আমার থেকে কম।

তার চলে যাওয়ার পর অনেক আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম। কোনো ভাবেই মেনে নিতে পরছিলাম না, সারাদিন আমাদের কাটানো সুন্দর স্মৃতি তার ছবি এইগুলা নিয়েই মগ্ন থাকতাম।
অফিস এর কাজেও ঠিকমতো ফোকাস করতে পারছিলাম না। এই ৩ মাস তার জন্য অনেক অনেক অনেক অনেক দান সদকা আর প্রায় প্রতি নামাজে তার জন্য নামজ এর পর কান্নাকাটি করে দুয়া করতাম। তাকে ঢাকায় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ পড়াতাম।

কিন্তু ৪ দিন আগে স্ত্রীর এর মোবাইলের গ্যালারি ঘেঁটে হঠাৎ কিছু সন্দেহ হওয়ার পর তার মেসেঞ্জার ঘেঁটে জানতে পারি যে তার ডিপার্টমেন্টের এক ছেলে তার এক্স ছিল। তার সাথে আমার স্ত্রীর ২.৫ বছরের সম্পর্ক ছিল। ছেলে তার সমবয়সী আর বেকার হওয়ায় তাদের বিয়ের জন্য রাজি হয়নি আমার স্ত্রীর পরিবার। তারপর আমার হ্যান্ডসাম বেতনের জব দেখে বিয়ে দেয় তার পরিবার আমার সাথে। কিন্তু মেইন সমস্যা হচ্ছে আমার স্ত্রী বিয়ের পরেও আবেগে পড়ে দিনের পর দিন তার এক্স এর সাথে রিলেশনে ছিল।

সারাদিন একসাথে থাকতো ইউনিভার্সিটিতে। আমাকে মিথ্যা বলে তারা একসাথে ঘুরতে যেতো, রেস্টুরেন্টে যেতো, আমার কাছে সেমিস্টার এর রিটেক এর কথা বলে এক্সট্রা হাজার হাজার টাকা নিয়ে সেই ছেলেকে চলার জন্য দিত আমার স্ত্রী কারণ সেই ছেলের পরিবারের অবস্থা এতটা ভালো ছিল না। । সবচেয়ে ভয়াবহ কথা হচ্ছে যে তাদের মধ্যে বিশ্রী, নোংরা *** চ্যাটও আমি খুঁজে পেয়েছি স্ত্রীর টেলিগ্রাম নম্বর লগ ইন করে।

হয়তোবা তাদের মধ্যে শারীরিক সম্পর্কও থাকতে পারে, একটু একটু আভাস পেয়েছি তাদের কথা বার্তার মাধ্যমে। এখন আমি এইটা কোনোভাবেই মেনে নিতে পারছিনা তাকে সারাদিন বদদোয়া দিচ্ছি , তার প্রতি আমার বিচ্ছিরি ঘৃ~ণা আসছে, আমার টাকা দিয়ে ভার্সিটিতে পড়ে আমাকেই ঠকিয়েছে।

ইচ্ছা করছে থুথু দিতে। প্রচণ্ড ঘৃণা মানসিক কষ্ট আমি আর নিতে পারছিনা। তার পরিবার কে জানাবো সব?

-ঈষৎ পরিমার্জিত, সংগৃহীত।

20/09/2025

বাচ্চা হওয়ার পরে একজন মাকে পাগল বানানোর জন্য তার চার পাশের মানুষই যথেষ্ট।

#একজন #পাগল #তার

19/09/2025

বাড়ি বানানোর সময় bathroom এর সুইচটা অবশ্যই বাথরুমের ভিতরে রাখবেন প্লিজ

শুভ রাত্রি
13/07/2025

শুভ রাত্রি

এভাবেই Prank করলাম গাইজ 🤣🤣🤣
13/07/2025

এভাবেই Prank করলাম গাইজ 🤣🤣🤣

09/07/2025

শিয়া রা কি করে একবার দেখে যান 🥵

13/10/2024

Good night 🥰

13/10/2024

Ki ranna hocche aj?

13/10/2024

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Isha's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share