Petora

Petora Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Petora, Digital creator, Chittagong.

'Petora' পোষা প্রাণীদের মজার ছবি ও ভিডিওর আদান-প্রদান! এখানে আপনার প্রিয় পোষ্যদের খুনশুটি, অদ্ভুত মুহূর্ত এবং অবাক করা সব শিকারের গল্প শেয়ার করুন। চলুন, পোষা প্রাণীদের মাধ্যমে হাসি ও আনন্দ ছড়াই!

এটা কোনো ঘুম না, এটা রাজকীয় ‘চিল মোড’।আমি যুলমা—এই দোকানের অঘোষিত মালিক!
19/04/2025

এটা কোনো ঘুম না, এটা রাজকীয় ‘চিল মোড’।
আমি যুলমা—এই দোকানের অঘোষিত মালিক!

রমজান মাসের এক সন্ধ্যা। ইফতারের পর রাস্তাঘাট বেশ ফাঁকা, মানুষজন তখনো ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করেছে। কেউ হাঁটছে, কেউ...
12/03/2025

রমজান মাসের এক সন্ধ্যা। ইফতারের পর রাস্তাঘাট বেশ ফাঁকা, মানুষজন তখনো ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করেছে। কেউ হাঁটছে, কেউ দোকানে আসছে, কেউবা তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। আমিও দোকানের সামনে দাঁড়িয়ে চারপাশটা দেখছিলাম।

ঠিক তখনই কোণার দিকে চোখ পড়ল—একটা সাদা-কালো বিড়াল জড়সড় হয়ে বসে আছে। শরীর শুকনো, চোখে ভয় আর ক্লান্তির ছাপ স্পষ্ট। মনে হলো, ক্ষুধার কষ্টে এসেছে, কিন্তু মানুষজন দেখে ভয় পাচ্ছে।

মায়া হলো। দোকানে আগে থেকেই কিছু ক্যাটফুড রাখা ছিল, সেগুলো বের করে ওর সামনে রাখলাম। প্রথমে একটু পিছিয়ে গেল, সন্দেহভরা চোখে তাকাল। তারপর ক্ষুধার তাড়নায় ধীরে ধীরে এগিয়ে এসে খেতে শুরু করল। খাওয়ার পর যেন ওর চোখেমুখে একরকম প্রশান্তির ছাপ ফুটে উঠল। খাওয়া শেষ করেই একবার আমার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল।

পরদিন আবার ঠিক ইফতারের পর হাজির! রাস্তা তখনো ফাঁকা, মানুষজন দোকানে আসা-যাওয়া করছে, আর সেই সাদা-কালো বিড়ালটা ঠিক আগের জায়গাতেই বসে আছে। এবার আর অতটা ভয় লাগছিল না ওর চোখে। আবার ক্যাটফুড দিলাম, খাওয়ার পর দেখি, সে আমার পায়ের সঙ্গে গা ঘষতে শুরু করেছে! একদিন আগেও যে আমাকে দেখে ভয় পাচ্ছিল, সে আজ যেন আপন হয়ে গেছে। দোকান বন্ধ করা পর্যন্ত বাইরে বসে থাকল, যেন এখানেই তার জায়গা তৈরি হয়ে গেছে।

এভাবে কয়েকদিন চলল। এরপর একদিন দেখি, শুধু সন্ধ্যায় নয়, সকালেও হাজির হচ্ছে! দোকানের চারপাশে ঘুরছে, আমার পেছন পেছন হাঁটছে। খাবার খেয়ে দোকানের এক কোণে রাখা রেকের নিচে গিয়ে আয়েশ করে শুয়ে পড়ল। যেন সে বুঝে গেছে, এখানে সে নিরাপদ, এখানে তার আশ্রয়।

রাত বারোটার পর যখন দোকান বন্ধ করি, তখন সে আমাদের সঙ্গে বের হয়ে যায়। কিন্তু সকালে আবার ফিরে আসে, ঠিক আগের মতোই। একসময় মনে হলো, সে আর পথের বিড়াল নেই, বরং আমাদের দোকানেরই একজন নীরব সদস্য হয়ে উঠেছে।

ওর সাদা-কালো রঙের দিকে তাকিয়ে একটা নাম দিলাম— "যুলমা"।

রমজানের এক ইফতারের পর থেকে শুরু হওয়া এই গল্প এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। যুলমা শুধু আর একসময়কার ক্ষুধার্ত পথের বিড়াল নয়, সে আমাদের পরিবারেরই এক নীরব সদস্য, আমাদের দোকানের অবিচ্ছেদ্য এক সঙ্গী!

খাঁচার বন্দি মেছো বিড়াল: আমাদের মনুষ্যত্ব কোথায়?বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে গেলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেখা ...
25/02/2025

খাঁচার বন্দি মেছো বিড়াল: আমাদের মনুষ্যত্ব কোথায়?

বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে গেলে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মেলে। সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর স্বচ্ছ জলের লেক—সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক করুণ চিত্র, যা হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়, অথবা আমরাই ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করি।

একটি মেছো বিড়াল, খাঁচায় বন্দি। পর্যটকদের মনোরঞ্জনের জন্য তাকে আটকে রাখা হয়েছে সেখানে। দিনের পর দিন অসংখ্য মানুষ আসে, বিড়ালটিকে দেখে, ছবি তোলে, কেউ কেউ একটু আগ্রহ বাড়িয়ে খাঁচার গা ঘেঁষে দাঁড়ায়। কিন্তু কিছু মানুষ কেবল দেখেই সন্তুষ্ট হয় না। তারা বিড়ালটিকে উত্যক্ত করে, তার কষ্ট দেখেই যেন আনন্দ পায়। কেউ খাঁচায় ঢিল ছোড়ে, কেউবা লাঠি দিয়ে খোঁচা দেয়, যেন সে একটু নড়ে চড়ে ওঠে, কষ্টে চিৎকার করে। এক সময় হয়তো বিড়ালটি চেষ্টা করত পালানোর, চেষ্টা করত প্রতিবাদ করার, কিন্তু এখন আর করে না। অভ্যস্ত হয়ে গেছে সে। খাঁচার এক কোণায় চুপটি করে বসে থাকে, তার ক্লান্ত চোখ দুটো যেন আমাদের সভ্যতার নগ্ন সত্যটা দেখিয়ে দেয়।

এই খাঁচার নিচে জমে থাকা ইটের স্তুপই বলে দেয়, কতবার সে এভাবে নৃশংসতার শিকার হয়েছে। একবার নয়, দুইবার নয়, প্রতিদিন!

কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিড়ালটিকে এখানে বন্দি করে রাখা হয়েছে? কীভাবে তার যত্ন নেওয়া হচ্ছে? আদৌ কি তাকে সঠিক খাবার, পর্যাপ্ত যত্ন দেওয়া হয়? নাকি সে কেবল পর্যটকদের আনন্দের জন্য বন্দি এক জীব, যার অনুভূতি, কষ্টের কোনো মূল্য আমাদের কাছে নেই?

আমরা কি কখনো ভেবে দেখেছি, খাঁচার ভেতরের এই প্রাণীগুলো আমাদের বিনোদনের জন্য নয়? তারা কোনো শোপিস নয়, সার্কাসের জোকারও নয়, যাদের আমরা খেয়ালখুশি মতো কষ্ট দেবো আর মজা নেবো! তাদেরও অনুভূতি আছে, কষ্ট আছে, ভয় আছে। তবুও আমরা এসব ভাবি না, ভাবতে চাই না। আমরা কেবল আনন্দ চাই, বিনোদন চাই, আর সে আনন্দ পেতে যদি একটা প্রাণীকে বন্দি করে কষ্ট দিতে হয়, তাতেও যেন আমাদের কোনো দ্বিধা নেই!

এই ঘটনা শুধু বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে সীমাবদ্ধ নয়, দেশের বহু পর্যটন কেন্দ্রে এভাবেই বন্যপ্রাণীদের বন্দি করে রাখা হয়। অথচ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বন্যপ্রাণী ধরা, বন্দি করে রাখা বা কষ্ট দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু এসব আইনের তোয়াক্কা না করেই বছরের পর বছর এমন অন্যায় চলে আসছে।

কর্তৃপক্ষের প্রতি প্রশ্ন রইল—এই মেছো বিড়ালটি কেন বন্দি? তাকে কি সঠিক যত্ন দেওয়া হচ্ছে? আদৌ কি এই বন্দিদশা তার জন্য উপযুক্ত? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন আমাদের নিজেদের প্রতি—আমরা মানুষ হব কবে?

ছবি তুলেছেন: Syeda Anannya Faria

23/02/2025

আর যা কিছু করেন, কখনোই অরেঞ্জ বিল্লুদের সঙ্গে শয়তানি করতে যাবেন না। কারণ, এইসব কাজে তারা দু’ধাপ এগিয়ে!

একদিন হঠাৎ কয়েকজনের কাছ থেকে খবর পেলাম, একটা ছোট্ট বিড়াল রাস্তায় পড়ে আছে। শুনে তো কৌতূহল জাগল! কিছুক্ষণের মধ্যে এক ভদ্রল...
06/02/2025

একদিন হঠাৎ কয়েকজনের কাছ থেকে খবর পেলাম, একটা ছোট্ট বিড়াল রাস্তায় পড়ে আছে। শুনে তো কৌতূহল জাগল! কিছুক্ষণের মধ্যে এক ভদ্রলোক আমার দোকানের সামনে এনে হাজির করল তাকে। দেখলাম, ছোট্ট, নাদুসনুদুস বিড়ালটা কেমন অসহায় চোখে তাকিয়ে আছে, যেন বলতে চাইছে— "বাঁচাও, বাঁচাও! আমায় কেউ ভালোবেসে নিয়ে যাও!"

আমি আর দেরি না করে ফেসবুকে একটা পোস্ট দিলাম, যাতে দ্রুত নতুন একটা পরিবার পাওয়া যায়। পোস্ট দেওয়া মাত্রই একজন আগ্রহ দেখালেন, আমি তাকে দিয়ে দিলাম বিড়ালটাকে। ভাবলাম, এবার নিশ্চিন্ত! কিন্তু বিধি বাম— কিছুদিন পর বুঝতে পারলাম, নতুন মালিক ওর যত্ন নিতে পারছেন না ঠিকমতো। আরে বাবা, বিড়াল কি শুধু নামেই পোষা যায়? আদর-যত্নও তো লাগে!

তাই আবার এক নতুন মিশন শুরু করলাম— "সেরা মালিক খোঁজো অভিযান!" অবশেষে এক সত্যিকারের প্রাণীপ্রেমীর খোঁজ পেলাম, যিনি আদর করে তাকে গ্রহণ করলেন। এবার বিড়াল মহাশয়ও বেশ সুখে আছে! তার নতুন নাম দেওয়া হয়েছে "টুনটুন"— নামের মতোই সে চঞ্চল আর দুষ্টু!

আমি মাঝেমধ্যে দেখতে যাই, আর টুনটুন আমাকে দেখলেই "হুজুর আসসালামু আলাইকুম!" ভঙ্গিতে পায়ের সাথে ঘষাঘষি শুরু করে দেয়। কেমন যেন একটা অভিযোগ ঝরে পড়ে তার আচরণে— "তুমি আমায় এনে দিলে ঠিকই, কিন্তু দেখতে আসো এত দেরি করে!" এরপর শুরু হয় আদর খাওয়ার পালা। নতুন মালিকের কাছে সে এখন দারুণ সুখে আছে, আর আমিও নিশ্চিন্ত, টুনটুনের ঠাঁই এবার একদম ঠিক জায়গাতেই হয়েছে!

অবহেলার রাস্তায় পড়ে থেকেও ছোট্ট প্রাণটি মায়ার ছোঁয়া খুঁজে ফিরছিল। সত্যিই, মানুষ কি কখনো এতটা নির্দয় হতে পারে?আলহামদুলিল্...
09/01/2025

অবহেলার রাস্তায় পড়ে থেকেও ছোট্ট প্রাণটি মায়ার ছোঁয়া খুঁজে ফিরছিল। সত্যিই, মানুষ কি কখনো এতটা নির্দয় হতে পারে?

আলহামদুলিল্লাহ, এখন বিড়ালটি সুস্থ আছে। এক দয়ালু ব্যক্তি তাকে দত্তক নিয়েছেন এবং একটি ভালো বাসার আশ্রয় দিয়েছেন।

যে ছিল ঘরের আদরের, আজ সে রাস্তায় অসহায়। 🐾বাসায় আদরে পালিত এই বিড়ালটিকে অমানবিকভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। প্রাণীরা আম...
07/01/2025

যে ছিল ঘরের আদরের, আজ সে রাস্তায় অসহায়। 🐾

বাসায় আদরে পালিত এই বিড়ালটিকে অমানবিকভাবে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। প্রাণীরা আমাদের ভালোবাসা আর যত্নের অধিকার রাখে।

তিন তাসের রহস্য! 🤔🎭 যখন সবাই বলে, ‘একসঙ্গে ছবি তোলো,’ আর ফলাফল হয় একেবারে অন্যরকম! 📸😂
03/01/2025

তিন তাসের রহস্য! 🤔🎭
যখন সবাই বলে, ‘একসঙ্গে ছবি তোলো,’ আর ফলাফল হয় একেবারে অন্যরকম! 📸😂

31/12/2024

আসছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন নিয়ে আমরা সবাই আনন্দিত, কিন্তু চলুন একটু থেমে ভাবি আমাদের চারপাশের নিরপরাধ পশুপাখিগুলোর কথা। আতশবাজি কিংবা উচ্চ শব্দে করা উদযাপন আমাদের জন্য আনন্দের হলেও, এই শব্দগুলো ওদের জন্য হয়ে ওঠে আতঙ্কের উৎস।

তাদের করুণ চোখে আমাদের প্রতি যে অসহায় চাহনি, সেটাই আমাদের মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা। তাই আসুন, এবারের থার্টি ফার্স্ট নাইট উদযাপনে এমন কিছু করি যাতে আনন্দের সাথে তাদের নিরাপত্তাও নিশ্চিত হয়।

সবাইকে মানবিক ও সচেতন উদযাপনের আহ্বান জানাই। এই পৃথিবীটা আমাদের সবার—মানুষ, পশু-পাখি সবাই মিলে। শুভ থার্টি ফার্স্ট নাইট!

পথ শুধু মানুষের নয়, নিরীহ প্রাণীরাও এর যাত্রী। গতি কমান, সতর্ক থাকুন—আপনার সচেতনতা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প...
14/12/2024

পথ শুধু মানুষের নয়, নিরীহ প্রাণীরাও এর যাত্রী। গতি কমান, সতর্ক থাকুন—আপনার সচেতনতা তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

ভালোবাসার বাঁধনে বাঁধা আমরা তিনজন – আমি, তুমি, আর আমাদের ছোট্ট রাজা! ❤️👑🐾
03/12/2024

ভালোবাসার বাঁধনে বাঁধা আমরা তিনজন – আমি, তুমি, আর আমাদের ছোট্ট রাজা! ❤️👑🐾

এত পাখি মিটিং ডেকেছে, জানি না আমার ডিনার প্ল্যান নিয়ে আলোচনা হচ্ছে কিনা!
25/11/2024

এত পাখি মিটিং ডেকেছে, জানি না আমার ডিনার প্ল্যান নিয়ে আলোচনা হচ্ছে কিনা!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Petora posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share