Mishuk Mizan Official

Mishuk Mizan Official Content Creator, Passionate Traveler, Explorer! WellCome To my Page!

23/08/2025

Refreshing with natural beauty

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে-প্রধান অতিথি : জনাব ড. মোঃ জিয়াউদ্দীন,                    ...
28/07/2025

বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে-

প্রধান অতিথি : জনাব ড. মোঃ জিয়াউদ্দীন,
বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম
বিশেষ অতিথি : জনাব মোঃ আহসান হাবিব পলাশ
বিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
: জনাব ফরিদা খানম
জেলা প্রশাসক চট্টগ্রাম
: জনাব সাইফুল ইসলাম সানতু
বিপিএম(বার),পুলিশ সুপার চট্টগ্রাম
সভাপতি : জনাব ড. মোল্ল্যা রেজাউল করিম
বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল

আয়োজনে: চট্টগ্রাম উত্তর বন বিভাগ
সহযোগিতায়: জেলা প্রশাসন, চট্টগ্রাম

রক্তের জন্য ফোন করুন নিন্মলিখিত নাম্বারে -ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা-হে আরশের মালিক আল্লাহ... তুমি রক...
21/07/2025

রক্তের জন্য ফোন করুন নিন্মলিখিত নাম্বারে -
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা-
হে আরশের মালিক আল্লাহ...
তুমি রক্ষা করো 🤲

বউ জামাইকে রিলস দেয়, জামাইও বউকে রিলস দেয়। বউ পাঠায় স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বের ভিডিও, জামাই খুঁজে খুঁজে পাঠায় স্...
15/06/2025

বউ জামাইকে রিলস দেয়, জামাইও বউকে রিলস দেয়। বউ পাঠায় স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বের ভিডিও, জামাই খুঁজে খুঁজে পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য।

কেউ কারোরটা দেখে না! বাচ্চার দিকে খেয়াল নেই তাদের কারো। বাচ্চাও সারাদিন মোবাইল দেখে — কখনো বাপেরটা, কখনওবা মায়েরটা। সে এখন মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে ঘুমায় না, মোবাইল না দিলে বাথরুমও করে না।

এভাবেই চলছে জামাই বউয়ের সংসার!

07/06/2025
19/04/2025

ধনী হওয়া মানেই সবসময় বাইরে চাকচিক্য বা লোক দেখানো নয়। আসলে, যাদের নীরবে ধনী হতে দেখা যায়, তারা সাধারণত খুব সাধারণ জীবনযাপন করেন। এই মানুষগুলো সাফল্যের পিছনে ছোটেন না; বরং নিয়মিত ছোট ছোট অভ্যাসের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে বড় সাফল্য পান।
চলুন জেনে নিই, কীভাবে কিছু নীরব অভ্যাস মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে:

১. আগে নিজের জন্য রাখুন।

ধনী হওয়ার পথে যারা এগিয়ে থাকেন, তারা খরচের আগে সঞ্চয় করেন। মাস শেষের অপেক্ষা নয়, বেতনের একটা নির্দিষ্ট অংশ তারা সরাসরি সঞ্চয় বা বিনিয়োগে জমা করেন।
অটোমেটিক ট্রান্সফার সেট করে রাখেন, যেন সঞ্চয়টা নিজের অজান্তেই হয়ে যায়। সঞ্চয় করার কাজে তারা অ্যাপ, নোটবুক বা এক্সেল শীট ব্যবহার করেন, কিন্তু মূল লক্ষ্য একটাই, দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো।

২. জ্ঞানে বিনিয়োগ করুন।

শুধু চাকরির আয়েই তারা সন্তুষ্ট নন। তারা নিজেদের দক্ষতা বাড়াতে, ট্রেন্ড জানা ও বাজারের চাহিদা বোঝার চেষ্টা করেন।
বিভিন্ন কোর্স, ব্লগ, বই কিংবা অভিজ্ঞদের অনুসরণ করে দক্ষতার মাধ্যমে নিজের মূল্য বাড়ান । ফলে নতুন সুযোগ এলে তারা সেটা লুফে নেন।

৩. ধৈর্য ধরুন।

এই যুগে যেখানে সবকিছু গতিশীল, সেখানে নীরবে ধনী হওয়া মানুষগুলো অপেক্ষা করতে জানেন।
তারা জানেন, এখন না কিনে ভবিষ্যতে বিনিয়োগ করলে, লাভটা অনেক বড় হতে পারে। নতুন ফোন বা ফ্যাশন আইটেমের বদলে তারা বিনিয়োগে মন দেন।

৪. আয়ের উৎস বাড়ান।

একটা মাত্র চাকরি ঝুঁকিপূর্ণ হতে পারে— এই সত্যটা তারা মেনে নেন।
ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, রিয়েল এস্টেট কিংবা বিভিন্ন স্থানে বিনিয়োগ করে নানাভাবে আয় বাড়ান।
একটা আয়ের উৎস বন্ধ হলেও অন্যটা যেন চালু থাকে, এতে আর্থিক চিন্তা কম হয়।

৫. স্বাস্থ্যকর সামাজিক সম্পর্ক তৈরি করুন।

তারা এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা নিজেও উন্নতিতে আগ্রহী। এতে তারা নতুন নতুন ধারণা, তথ্য বা সুযোগ পেয়ে যান।
সবাইকে বদলানো সম্ভব নয়, কিন্তু সঠিক পরিবেশ তৈরি করলে নিজেদের লক্ষ্য ঠিক রাখা সহজ হয়।

৬. সাধ্যের মধ্যে জীবনযাপন করুন।

দেখানোর জন্য নয়, নীরবে ধনী হওয়া মানুষদের গায়ে বিলাসিতার ছাপ থাকে না বা তারা তাদের সম্পদ দেখিয়ে বেড়ান না। তারা সাধারণ গাড়ি চালান, কম খরচে ঘুরতে যান, এবং বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেন।
এই অভ্যাস তাদের হাতে অতিরিক্ত অর্থ রাখে যা ভবিষ্যতে বড় বিনিয়োগে কাজে আসে।

৭. উন্নতির প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে সমন্বয় করুন।

তারা ইনকাম, খরচ, সঞ্চয়, বিনিয়োগ—সবকিছুর হিসেব রাখেন। ভুল হলে সেটাও বুঝে দ্রুত ঠিক করেন।
স্প্রেডশিট হোক বা মোবাইল অ্যাপ, ট্র্যাকিংয়ের অভ্যাস তাদের আরও আত্ম-সচেতন করে তোলে।

৮. এখনি শুরু করুন।

ধনী হওয়ার জন্য নিখুঁত সময়ের দরকার নেই- এই সত্যটা তারা বুঝেন।
সুযোগ এলেই কাজ শুরু করেন। ছোট হলেও পদক্ষেপ নেন। নিখুঁত হওয়ার চেয়ে উন্নতি তাদের কাছে বেশি জরুরি।

ধনী হওয়া মানে বড়সড় কিছু নয়, বরং নিয়মিত ছোট অভ্যাসের চর্চা।
নিজেকে প্রাধান্য দেন, শেখার আগ্রহ রাখেন, ধৈর্য ধরেন, আয় বাড়ান, সঠিক পরিবেশে থাকেন, হিসেব রাখেন, এবং সুযোগ এলে কাজে লাগান।

এই অভ্যাসগুলো আজই শুরু করা সম্ভব। উপায়গুলো অনুসরণ করে ধীরে ধীরে এগিয়ে যান এক নতুন অর্থনৈতিক ভবিষ্যতের দিকে।
________________
সূত্র: দৈনিক জনকণ্ঠ

এসএসসি পরীক্ষা-২০২৫ সর্বশেষ সংশোধিত সময়সূচি। শুভকামনা রইল!
09/04/2025

এসএসসি পরীক্ষা-২০২৫ সর্বশেষ সংশোধিত সময়সূচি।
শুভকামনা রইল!

07/04/2025

এঁরাই নাকি বাটা জুতা চুরি করে ফিলিস্তিনের হয়ে যুদ্ধে যাবে! তোরা মানুষ হবি কবে? বাইঞ্চু** কোথাকার😡

10/03/2025

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা, যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু করেছে। দেশের যেকোনো স্থানে এসব ঘটনা ঘটলে নিচের হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে পুলিশের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর।

হটলাইন নম্বরগুলো হলো : ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

08/03/2025

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই

Address

Agrabad
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mishuk Mizan Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mishuk Mizan Official:

Share