27/05/2024
🍁 যে মানুষটা আজ তোমার চলে যাবার কথাটা ভাবতেই হাউমাউ করে কাঁদে,
সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে একফোটা জল আনবে না 🌿
🍁 যে মানুষটা তোমার সাথে আজ একবেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মত ছুটে বেড়ায়,
সেই মানুষটা একদিন কয়েকমাস একটানা কথা না হলেও আর বিন্দুমাত্র অস্থিরতাবোধ করবে না 🌿
🍁 যে মানুষটা আজ তোমার অনলাইনে একঘন্টা আনেক্টিভ দেখলে অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইনে ডেকে নেয়,
সেই মানুষটা তোমার কয়েকটা দিন আনেক্টিভ থাকলেও তোমাকে একটা কলও দিবে না 🌿
🍁 যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকেও অসুস্থ মনে করে,
আল্লাহপাকের কাছে দুই হাত তুলে প্রার্থনা করে কখন সুস্থ হবে তুমি?
সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুস্থতায়ও বিন্দুমাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না 🌿
🍁 মানুষ বদলে যায়, ভীষনভাবে বদলে যায়।
বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালবাসাকে
যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে,
তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় 🌿
🍁 বিশ্বাস করো, কেউ কখনো চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে।
কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয়,
তার হৃদয় নিংরানো ভালবাসা গুলোকে যখন কেউ অবলিলায় অস্বীকার করে,
ঠিক তখনি মানুষটা পাল্টে যায় 🌿
🍁 নিজেকে আর প্রমান করাতে চায় না,
মানুষটা কতটা তোমায় ভালবেসেছিলো 🌿
🍁 এত মায়া, এত ভালবাসা, এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসন্মান করে,
অস্বীকার করে, তখন কলিজাটা ছিড়ে যায় জানো তো?সত্যিই কলিজাটা ছিড়ে যায়।
রাগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেকরকমভাবে কথা বলা যায়,
তাকে যা খুশি তাই বলা যায়,
কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালবাসাকে অস্বীকার, অসন্মান করলে,
সেই মানুষটা আর নিজের মধ্যে থাকে না 🌿
🍁মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায়,
নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় 🌿
🍁 আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায়,
তখন মানুষটার কাছে শত আর্তনাদ,
শত আহাজারি, শত অনুরোধে তার মনটাকে আর গলানো যায় না 🌿
🍁 একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না 🌿
-----🌹🌹----
Saima Farzana Blog
SaimSaima Farzana BlogzSaima Farzana BlogSaima Farzana BlogSaima FarzanaSaima Farzana