Saima Farzana Blog

Saima Farzana Blog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saima Farzana Blog, Digital creator, Chittagong.

আসসালামু আলাইকুম🥰শুভ সকাল সবাইকে 🌿☕❤️
25/06/2024

আসসালামু আলাইকুম🥰
শুভ সকাল সবাইকে 🌿☕❤️

মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ।কারো কাছো কোন আবদার করা বারণ।মধ্যবিত্তের কাঁদতে মানা।প্রয়োজনে হাত পাততে মানা।             ...
17/06/2024

মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ।কারো কাছো কোন আবদার করা বারণ।মধ্যবিত্তের কাঁদতে মানা।প্রয়োজনে হাত পাততে মানা।












তুমি ভাবতেছো মেয়েটা কেনো রিপ্লাই দেয়না?'অন্য কাউকে পেয়ে গেলো নাকি?'আসলে মেয়েটা যা করতেছিলো 🙂©
17/06/2024

তুমি ভাবতেছো মেয়েটা কেনো রিপ্লাই দেয়না?'অন্য কাউকে পেয়ে গেলো নাকি?'
আসলে মেয়েটা যা করতেছিলো 🙂

©

জীবনে শখ আহ্লাদ এভাবেই পূরন করতে হয় 🙂
17/06/2024

জীবনে শখ আহ্লাদ এভাবেই পূরন করতে হয় 🙂

06/06/2024

রাত বারোটার পর,, ছেলেদের কথা বার্তার ধরন বদলে যায় 🐸

খোলা আকাশ, দখিনা বাতাসহৃদয়ে কয়েকশ কবিতা বন্দীদূরে ভেসে যায় চেনা এই আকাশহাওয়ার সাথে আমার সন্ধি।
02/06/2024

খোলা আকাশ, দখিনা বাতাস
হৃদয়ে কয়েকশ কবিতা বন্দী
দূরে ভেসে যায় চেনা এই আকাশ
হাওয়ার সাথে আমার সন্ধি।

❤️ হায় পুরুষ !!পুরুষ সবচেয়ে বেশি ভয় করে যে প্রাণীটিকে তার নাম " নারী"!!পুরুষ সবচেয়ে অবিশ্বাস করে যে প্রাণীটিকে তার ন...
30/05/2024

❤️ হায় পুরুষ !!
পুরুষ সবচেয়ে বেশি ভয় করে যে প্রাণীটিকে তার নাম " নারী"!!
পুরুষ সবচেয়ে অবিশ্বাস করে যে প্রাণীটিকে তার নাম "নারী"!
পুরুষ সবচেয়ে ঘৃনা করে যে প্রাণীটিকে তার নাম নারী 🌹
পুরুষ সবচেয়ে বেশি ভালবাসে যে‌ প্রাণীটিকে তার নাম নারী ❣️
পুরুষ সবচেয়ে চোখে চোখে রাখতে চায় যে প্রাণীটিক তার নাম নারী ❣️
💗💗💗
পুরুষ যার জন্য সবচেয়ে বেশি চোখের জল ফেলে তার নাম নারী 🌹
পুরুষ যাকে‌ সবচেয়ে বেশি সন্দেহ করে তার নাম নারী 🌹
পুরুষ যাকে সবচেয়ে বেশি কামনা করে তার নাম নারী 🌹
পুরুষ যে‌ প্রাণীটির জন্য সবকিছু বিসর্জন দেয় তার নাম নারী 🌹
পুরুষ রাত জেগে যে প্রাণীটির জন্য কবিতা লেখে তার নাম নারী 🌹
❤️❤️❤️
পুরুষ সবচেয়ে সেরা গিফট কিনে যার জন্য সে এক নারী 🌹
পৃথিবীতে যত‌ ফুল তার বেশীর ভাগ উপহার দেয় পুরুষ তার প্রিয় নারীকে!🌹
পুরুষ বিরহে তপ্ত অশ্রু বিসর্জন দেয় যার জন্য সে আর কেউ নয়‌ সেও এক নারী 🌹
পুরুষ জীবনে যত কিছু করে, সে কেবল তার সখের নারীর জন্য‌ই করে !🌹
🌺🌺🌺
একজন পুরুষ যাকে মনের মতো করে সাজায় সে একজন নারী!!🌹
পুরুষ যার জন্য সিংহাসন ত্যাগ করে সেও একজন নারী 🌹
পুরুষ যার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে সেও একজন নারী !🌹🌹🌹
❣️
আবার এই পুরুষ হায় ধর্ষণ করে এই নারীকেই !!
নারীকে সবচেয়ে বেশি অসম্মানীত করে যে প্রাণী তার নাম পুরুষ !!
পুরুষ সেই প্রাণী যে‌ তার প্রিয় নারীকে পাওয়ার জন্য পৃথিবী তন্ন‌ তন্ন করে খুঁজে আনে নীলপদ্ম!! .…….…আবার
সেই পুরুষ‌ই নারীর উপর যে অমানুষিক নির্যাতন, নৃশংসতা চালায় তার তুলনা ইতিহাসে বিরল !!
পুরুষের কাছে নারী যেন এক বিভ্রমের নাম !!
❤️💗❣️
তবুও চলমান জীবনে নারী পুরুষ জীবন প্রবাহে একে অপরকে নিয়ে এগিয়ে চলেছে! উভয়ে উভয়ের জন্যই শুভকামনা নিয়ে ,, শান্তি সুখের পরশ মাখিয়ে এগিয়ে যাক সেই আমাদের অন্তরের বাসনা।।

🍁 যে মানুষটা আজ তোমার চলে যাবার কথাটা ভাবতেই হাউমাউ করে কাঁদে,সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণ...
27/05/2024

🍁 যে মানুষটা আজ তোমার চলে যাবার কথাটা ভাবতেই হাউমাউ করে কাঁদে,
সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে একফোটা জল আনবে না 🌿

🍁 যে মানুষটা তোমার সাথে আজ একবেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাগলের মত ছুটে বেড়ায়,
সেই মানুষটা একদিন কয়েকমাস একটানা কথা না হলেও আর বিন্দুমাত্র অস্থিরতাবোধ করবে না 🌿

🍁 যে মানুষটা আজ তোমার অনলাইনে একঘন্টা আনেক্টিভ দেখলে অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইনে ডেকে নেয়,
সেই মানুষটা তোমার কয়েকটা দিন আনেক্টিভ থাকলেও তোমাকে একটা কলও দিবে না 🌿

🍁 যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকেও অসুস্থ মনে করে,
আল্লাহপাকের কাছে দুই হাত তুলে প্রার্থনা করে কখন সুস্থ হবে তুমি?
সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুস্থতায়ও বিন্দুমাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না 🌿

🍁 মানুষ বদলে যায়, ভীষনভাবে বদলে যায়।
বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালবাসাকে
যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে,
তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় 🌿

🍁 বিশ্বাস করো, কেউ কখনো চায় না সব থেকে প্রিয় মানুষটার কাছে এতটা কঠোর হতে।
কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয়,
তার হৃদয় নিংরানো ভালবাসা গুলোকে যখন কেউ অবলিলায় অস্বীকার করে,
ঠিক তখনি মানুষটা পাল্টে যায় 🌿

🍁 নিজেকে আর প্রমান করাতে চায় না,
মানুষটা কতটা তোমায় ভালবেসেছিলো 🌿

🍁 এত মায়া, এত ভালবাসা, এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসন্মান করে,
অস্বীকার করে, তখন কলিজাটা ছিড়ে যায় জানো তো?সত্যিই কলিজাটা ছিড়ে যায়।
রাগান্বিত হয়ে একটা মানুষের সাথে অনেকরকমভাবে কথা বলা যায়,
তাকে যা খুশি তাই বলা যায়,
কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালবাসাকে অস্বীকার, অসন্মান করলে,
সেই মানুষটা আর নিজের মধ্যে থাকে না 🌿

🍁মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায়,
নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় 🌿

🍁 আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায়,
তখন মানুষটার কাছে শত আর্তনাদ,
শত আহাজারি, শত অনুরোধে তার মনটাকে আর গলানো যায় না 🌿

🍁 একদমই আর পুরনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না 🌿

-----🌹🌹----
Saima Farzana Blog

SaimSaima Farzana BlogzSaima Farzana BlogSaima Farzana BlogSaima FarzanaSaima Farzana

27/05/2024

মশারির ভেতরে আমিও থাকি, মশাও থাকে। মশারও তো উচিত একদিন দায়িত্ব নিয়ে মশারি টাঙানো!

- কবিতা হয়ে এসো আমার শহরে; তোমাকে আবার নতুন করে পড়তে চাই। 💙SSaima Farzana BlogFSaima Farzana BlogBSaima Farzana Blog
27/05/2024

- কবিতা হয়ে এসো আমার শহরে; তোমাকে আবার নতুন করে পড়তে চাই। 💙

SSaima Farzana BlogFSaima Farzana BlogBSaima Farzana Blog

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saima Farzana Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share