22/10/2025
একটা জিনিস মনে রাখা জরুরী- যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবেনা, সে দুঃখ তোমারও কাউকে দেওয়া উচিত নয়। অবহেলা পেলে, তোমারও যেমন ব্যথা হয়, যাকে দিচ্ছো- তার'ও কি কম?
যে শব্দ শুনলে, তোমার ভেতরে এসে আঘাত করে; সেই একই শব্দ অন্যের জন্য খরচ করো না। যখন কাউকে আঘাত করবে, ঘৃণা করবে, অবহেলা করবে, উপেক্ষা করবে কিংবা অবজ্ঞা করবে; মনে রেখো একদিন এসব তোমার জীবনেও ফিরে আসবে। ঘৃণার বিনিময়ে ঘৃণার চাষাবাদই হয়। অবহেলা ও অবজ্ঞার বিনিময়ে তুমি একদিন এমন জীবনই পাবে। অন্যের অসহায়ত্বে তোমার যে আনন্দ হয়, তোমার অসহায়ত্বে একদিন তুমিও হবে একা এবং নিঃসঙ্গ। প্রয়োজনে কেউই থাকবেনা। কাউকেই পাশে পাবেনা।
জীবন এমন এক আশ্চর্য দেয়াল ঘড়ি- সবকিছু ঘুরে ফিরে আসে। আজ অথবা কাল। প্রকৃতি কাউকেই ক্ষমা করেনা। করেনি কখনো।
মানুষের কাছ থেকে যে আচরন তুমি পেতে চাইবে, তোমাকে সেই আচরন করার চর্চা করতে হবে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই ফেরত আসে; যেখানে বিনিয়োগ করছো, সেখান থেকে না হলেও- কোথাও না কোথাও থেকে জীবন তোমাকে তার বিনিময় ফিরিয়ে দিবে। জীবনের কাছ থেকে কেউ খালি হাতে ফিরেনি। কিছু না কিছু জীবন ঠিকই হাতের মুঠোয় দিয়ে দেয়। হাত খুলে যে জিনিস পাবে, বুঝে নিবে- তুমিও কাউকে না কাউকে সে জিনিস দিয়েছিলে।
আমাদের জীবনের প্রতিটি জিনিসই ঘুরেফিরে আসে। আজকের অবস্থা অবশ্যই একদিন একশত আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে। যেখানে মানুষকে দাঁড় করিয়েছিলে; জীবন একদিন তোমাকেও সেখানে দাঁড় করিয়ে দিবে।
অপেক্ষা করো-
যা ছড়িয়ে দিয়েছো; তা একদিন তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে।