Saha's Daily Dose

Saha's Daily Dose Live in the moment, capture it forever because memory stay but people’s doesn't! Fashion | lifestyle | vlog | memes
(3)

“When life gives you tangerine” দেখে একটা জিনিস শিখলাম women should never settle for less! ধনী হোক গরীব হোক একটা ছেলে যদ...
07/11/2025

“When life gives you tangerine” দেখে একটা জিনিস শিখলাম women should never settle for less!
ধনী হোক গরীব হোক একটা ছেলে যদি চায় তোমার জন্য সব করতে পারবে। সবার সাথে লড়তে পারবে, কখনো রেগে বা'জে কথা তো দূরে থাক, কাউকে বলার সাহস টুকু দিবে না।
Actually these kind of drama is showing us how a man should be!
ভালবাসি সবাই বলতে পারে কিন্তু কতজন তোমার হ্যাপিনেস এর জন্য সব করতে পারে? তোমার খারাপ লাগা টাও যে বুঝবে। দিন শেষে একটা জিনিস ই যার কাছে ম্যাটার করবে যে “Are you happy?”

-কিন্তু পানসে জীবন আমার দু-চোখের বালি।
31/10/2025

-কিন্তু পানসে জীবন আমার দু-চোখের বালি।

28/10/2025

প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে আমার নিজস্ব একটা স্টান্ডার্ড আছে;হোক সেটা ফ্রেন্ডস,সিনিয়র, জুনিয়র অথবা অন্যকেউ।

I expect the same treatment I give.

যদি আমি কাওকে আমার দিক থেকে একটা স্পেশাল জায়গা দেই, আমি তাদের থেকে ঠিক সেটাই আশা করি।

যে কোনো সম্পর্কে আপস এন্ড ডাউনস থাকবে এটাই স্বাভাবিক;আমি অপেক্ষা করি,অবজার্ব করি আর ধৈর্য্য ধরি।কিন্তু এত কিছুর পরেও যদি আমার মনে হয়, যে পজিটিভ এনার্জি আমার পক্ষ থেকে যাচ্ছে সেটা রিটার্ন আসছে না, আই বিগিন টু ডিসটেন্স মাইসেল্ফ।

I slowly take back the place once I gave them!

আমি এটা কখনোই মানবোনা যে তারা আমার কাছে স্পেশাল অথচ আমি তাদের কাছে বাকি আর দশটা মানুষের মতোই!🖤

26/10/2025
25/10/2025

-Sometimes i look at people and think, actually is that the s*erm that won?🥴

আপতত এইটাই নিলাম,হোক ৬ লাখ টাকা, আমার জন্য এগুলো কোন ব্যাপারই না। এক আঙ্গুলের ব্যাপার এগুলো।ছয় লাখ টাকা এটা কি কোন ব্যাপ...
24/10/2025

আপতত এইটাই নিলাম,
হোক ৬ লাখ টাকা, আমার জন্য এগুলো কোন ব্যাপারই না। এক আঙ্গুলের ব্যাপার এগুলো।ছয় লাখ টাকা এটা কি কোন ব্যাপার? এর বেশি হইলেও আমার কোন সমস্যা নাই। পরেরবার আরো বড় এবং ভারী ওজনের একটা নিয়ে নিব। বলেন তো আপনারা এই ডিজাইন টা কেমন হয়েছে?
আসলে এর চেয়ে ভালো কোন ডিজাইন পাইনি তাই ডাউনলোড করতে পারিনি 🫤🙂

Copy

Miss the beloved soul! 💔
24/10/2025

Miss the beloved soul! 💔

Ok byee!🫣
23/10/2025

Ok byee!🫣

22/10/2025

Dedicated to my crush! 🫣
Tmra kew dekba nah., chok off rakho baccha ra😴

22/10/2025

একটা জিনিস মনে রাখা জরুরী- যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাইবেনা, সে দুঃখ তোমারও কাউকে দেওয়া উচিত নয়। অবহেলা পেলে, তোমারও যেমন ব্যথা হয়, যাকে দিচ্ছো- তার'ও কি কম?

যে শব্দ শুনলে, তোমার ভেতরে এসে আঘাত করে; সেই একই শব্দ অন্যের জন্য খরচ করো না। যখন কাউকে আঘাত করবে, ঘৃণা করবে, অবহেলা করবে, উপেক্ষা করবে কিংবা অবজ্ঞা করবে; মনে রেখো একদিন এসব তোমার জীবনেও ফিরে আসবে। ঘৃণার বিনিময়ে ঘৃণার চাষাবাদই হয়। অবহেলা ও অবজ্ঞার বিনিময়ে তুমি একদিন এমন জীবনই পাবে। অন্যের অসহায়ত্বে তোমার যে আনন্দ হয়, তোমার অসহায়ত্বে একদিন তুমিও হবে একা এবং নিঃসঙ্গ। প্রয়োজনে কেউই থাকবেনা। কাউকেই পাশে পাবেনা।

জীবন এমন এক আশ্চর্য দেয়াল ঘড়ি- সবকিছু ঘুরে ফিরে আসে। আজ অথবা কাল। প্রকৃতি কাউকেই ক্ষমা করেনা। করেনি কখনো।

মানুষের কাছ থেকে যে আচরন তুমি পেতে চাইবে, তোমাকে সেই আচরন করার চর্চা করতে হবে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই ফেরত আসে; যেখানে বিনিয়োগ করছো, সেখান থেকে না হলেও- কোথাও না কোথাও থেকে জীবন তোমাকে তার বিনিময় ফিরিয়ে দিবে। জীবনের কাছ থেকে কেউ খালি হাতে ফিরেনি। কিছু না কিছু জীবন ঠিকই হাতের মুঠোয় দিয়ে দেয়। হাত খুলে যে জিনিস পাবে, বুঝে নিবে- তুমিও কাউকে না কাউকে সে জিনিস দিয়েছিলে।

আমাদের জীবনের প্রতিটি জিনিসই ঘুরেফিরে আসে। আজকের অবস্থা অবশ্যই একদিন একশত আশি ডিগ্রি কোণে ঘুরে যাবে। যেখানে মানুষকে দাঁড় করিয়েছিলে; জীবন একদিন তোমাকেও সেখানে দাঁড় করিয়ে দিবে।

অপেক্ষা করো-
যা ছড়িয়ে দিয়েছো; তা একদিন তোমাকেই ফিরিয়ে দেওয়া হবে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Saha's Daily Dose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share