Md Arshad ullah

Md Arshad ullah 🖤ভালো কিছু করতে চাই এন্ড ভালো কিছু দেখতে চাই🖤🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

06/04/2025

اللَّهُمَّ انْصُرْ إِخْوَانَنَا فِي فِلَسْطِينَ وَغَزَّة، اللَّهُمَّ اشْفِ جَرْحَاهُمْ، وَارْحَمْ شُهَدَاءَهُمْ، وَثَبِّتْ أَقْدَامَهُمْ، وَقَوِّ إِيمَانَهُمْ، وَارْفَعْ عَنْهُمُ الْبَلَاءَ وَالضَّرَّاءَ، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

06/04/2025

গাজা ও ফিলিস্তিন সম্পর্কে কোরআন ও হাদীসে এ অঞ্চলের গুরুত্ব, ফজিলত এবং ভবিষ্যৎ সংক্রান্ত কিছু ইঙ্গিত রয়েছে।
১. কোরআনে ফিলিস্তিনের উল্লেখ:
(ক) আল-কুদস ও আশ-পালেস্টাইন অঞ্চলের পবিত্রতা:
সূরা আল-ইসরা (১৭:১):
“পবিত্র তিনি, যিনি তাঁর বান্দাকে রাতের একাংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চারপাশ আমি বরকতময় করেছি...”
— এখানে “মসজিদুল আকসা” মানে জেরুজালেমে অবস্থিত মসজিদ, যা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। এর আশেপাশের অঞ্চলকেও বরকতময় বলা হয়েছে।
(খ) সূরা আল-আম্বিয়া (২১:৭১):
“আর আমি তাকে (ইব্রাহিম আ. কে) এবং লূতকে সেই ভূখণ্ডের দিকে রক্ষা করে নিয়ে গিয়েছিলাম, যা আমি জগৎবাসীর জন্য বরকতময় করেছিলাম।”
— এটি ফিলিস্তিন অঞ্চলকে বোঝায়, যা বহু নবীর আবাস ছিল।
২. হাদীসে ফিলিস্তিন ও গাজা:
(ক) শাম অঞ্চলের ফজিলত:
হাদীসে “শাম” অঞ্চল (যার মধ্যে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন অন্তর্ভুক্ত) কে বহুবার ফজিলতপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
হাদীস:
“তোমরা শাম দেশকে ধর (অর্থাৎ সেখানে অবস্থান করো), কারণ তা আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান।”
— (আবু দাউদ, হাদীস: ২৪৮৩)
(খ) জিহাদ ও রক্ষা:
হাদীস:
“আমার উম্মতের একটি দল সব সময় সত্যের উপর অবিচল থাকবে... এবং তারা আল-কুদস (জেরুজালেম) ও তার আশেপাশে থাকবে।”
— (মুসলিম: ২৪৭৩)
এতে ফিলিস্তিনে মুসলিমদের স্থায়ী প্রতিরোধ ও সংগ্রামের ভবিষ্যদ্বাণী রয়েছে।
৩. ভবিষ্যৎ ও কিয়ামতের সময়ের প্রেক্ষাপট:
(ক) দাজ্জাল ও ফিলিস্তিন:
হাদীসে দাজ্জালের শেষ সময়ের অবস্থান ও তার বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলা হয়েছে।
হাদীস:
“দাজ্জাল যখন শামের দরজায় আসবে, তখন ঈসা (আ.) তাকে হত্যা করবেন বাব-লুদ নামক স্থানে।”
— (মুসলিম, হাদীস: ২৯৩৭)

05/04/2025

.
اللهم كن لإخواننا في غزة وفلسطين، اللهم سدّ جوعهم، وآمِن روعهم، وارحم ضعفهم، واشفِ مرضاهم، وداوِ جرحاهم، وانصرهم نصرًا عزيزًا
اللهم عليك بالظالمين، فإنهم لا يعجزونك، اللهم فرق جمعهم، وشتت شملهم، وزلزل أقدامهم، واجعل دائرة السوء تدور عليهم.

16/01/2025

বয়ান❤️❤️

15/01/2025

মাশা-আল্লাহ...
আজ ১৫ই জানুয়ারী'২৫ ইং সিলেটের জমিনে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, রইসুল কুবরা, শামসুল উলামা, আহলে সুন্নাত ওয়াল জামাত এর উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ১৭তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে জনতার ঢল।।

31/12/2024

নগর জুড়ে কেয়ামত হচ্ছে ,মনে হচ্ছে জাহান্নামের খণ্ডিত চিত্র দেখছি।

31/12/2024

২৪ পাওয়া না পাওয়া ও দুঃখ সুখের মধ্যেই সমাপ্তি, ২৫ যেনো আল্লাহর নিয়ামতে ভরপুর ও অসমাপ্ত সকল বিষয়ে সফলতা দান করে সেটাই প্রত্যাশা।
সকলকে ২৫ এর আগমনে শুভেচ্ছা জানাচ্ছি।

19/12/2024
18/12/2024

রাত পোহালেই প্রাণের দরবার ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফে আরম্ভ হতে যাচ্ছে উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী(দঃ) ও মুনিরুল উলুম বারীয়া ইসলামিয়া মাদ্রাসার ২৪ তম বার্ষিক সভা উপলক্ষে আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল।
এতে সকলের প্রতি দাওয়াত রইল।

18/12/2024

সাদপন্থাী ও জুবায়ের পন্থী কোনটি হয়েন না,আল্লাহ ও রাসূল পন্থী হয়ে যান।
তাহলে দেশে জঙ্গি হবেনা,মসজিদে আকাম হবেনা, মসজিদ আগুন ও কোরআন পড়ানো হবে না, বায়তুল মোকাররমেও মারামারি বন্ধ হবে।

Address

চট্টগ্রাম, বাংলাদেশ
Chittagong
4350

Telephone

+8801832748213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Arshad ullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Arshad ullah:

Share