P for Podcast

P for Podcast দ্বীন, ব্যবসা ও জন্মভূমি
এই তিনে মোর বিচরণ

06/09/2025

যে দিনে তিনি এই দুনিয়ায় আগমন করেছিলেন, ঠিক সেই দিনেই তিনি আমাদের মাঝ থেকে বিদায়ও নিয়েছেন। 💔

সম্পূর্ণ আলোচনা লিঙ্ক কমেন্টে.....

01/09/2025

মেডিকেলে ন্যায্য সুবিধা পাওয়ার জন্য হলেও শরী য়া হ প্রয়োজন!
সকল মাজ লু মের মুক্তির জন্য হলেও শরী য়া হ প্রয়োজন!

[ পরিস্থিতি দেখে হঠাৎ কথাগুলো বলা, তাই কথা এলেমেলো শুনাতে পারে + আশেপাশে মানুষ থাকায় কিছুটা অস্বস্তি কাজ করছিলো তাই ক্যামেরার এঙ্গেল ঠিক ছিলো না, দুঃখিত।৷ ]

21/08/2025

Ai কে কাজে লাগিয়ে বিশ্ব যখন বিলিয়ন ডলার কামাই করছে,তখন আমাদের বাঙালীরা Aiকে দিয়ে ১ থেকে ১ কোটি গুণাতে ব্যস্ত। তারপর আবার কান্নাকাটিও করবে Ai কুব কারাফ, চবার তাকরি কেয়ে দিবে!

20/08/2025

" কোটিপতি সাহাবী " বইটি বাজারে আসার পরই তুমুল সমালোচনা হয়েছিলো সাহাবীদের সাথে কোটিপতি শব্দটি নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে "কোটিপতি" শব্দটাতে কী সমস্যা? এটা কি অসম্মানজনক শব্দ? অনেকে হয়তো এটাতে পুঁজিবাদের গন্ধ পাবেন। কিন্তু এই পুঁজিবাদ মানে কী? টাকা কামানো মানেই কি পুঁজিবাদ? তাহলে তো কিছু সাহাবীর সম্পদও ছিলো বর্তমান টপ বিলিনিয়ারদের চেয়েও বেশি, সেক্ষেত্রে? কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় জাস্ট জানতে চাচ্ছি এই শব্দতে সমস্যা কোথায়?

মুদ্রার বিপরীতে আরো কিছু বিষয় আছে, যেগুলোর অনেকগুলো আমার নিজেরই বিপরীতে যাবে। আমরা অনেকেই বিজনেসে নামি, বিলিনিয়ার হওয়ার কথা বলি দ্বীনি খেদমতের উদ্দেশ্যে। মানে আমি বড় ব্যবসায়ী হলে দ্বীনের অমুক তমুক খেদমত করতে পারবো, এটা হবে, সেটা হবে ব্লা ব্লা ব্লা। ওয়েল, সুন্দর নিয়ত। কিন্তু যেই আমরা বড় ব্যবসায়ী হওয়ার পরে দ্বীনের বড় বড় খেদমত করবো, তাঁদের দ্বীনের বর্তমান হালত কী? বড় না হোক এখন কি দ্বীনের ছোট ছোট খেদমত করতে পারছি? নিজেদের বড় অফিসে যেই দ্বীন প্রতিষ্ঠা করবো সেই দ্বীন কি নিজের ছোট্ট শরীরে প্রতিষ্ঠা করতে পেরেছি? থিউরিটিক্যালি সবকিছু ঠিক আছে, বিলিনিয়ার হতে সমস্যা নেই, কিন্তু প্র্যাক্টিক্যাল কাজকর্ম কি আমার থিউরির সাথে সামঞ্জস্যপূর্ণ? আমার লিবাস, কাজকর্ম কি আমার সেই থিউরির সাথে যাচ্ছে নাকি পুরো বিপরীতে গিয়ে ধীরে ধীরে স্যুটেড-ব্যুটেড হচ্ছে দিনদিন?

এই ধরেন, জামশেদ মজুমদার বা ন্যাচারোর আল আমিন ভাইকে কি কেউ কখনো ব্যবসায় রেস্ট্রিকশন দিয়েছে যে ইসলাম এরকম কোটি টাকা কামানোতে নিরুৎসাহিত করে বলে? করে নি, কারণ তাঁরা নিজেদের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত করে অলরেডি সেটার বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছেন। আশা করা যায় ভবিষ্যতে আরো বড় হলেও তাঁরা একই পজিশন ধরে রাখতে পারবেন। আমার,আপনার অবস্থাও কি একই নাকি বিজনেস বড় হওয়ার পর দ্বীনের খেদমতের আশায় বসে আছি? তাহলে আমার,আপনার অবস্থা তো এমন হলো যে আমি আপাতত অনৈসলামিক, ইসলামের সাখে সাংঘর্ষিক কাজকর্ম করলেও ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠিত করবো — এমনই। তাহলে আমি,আপনি প্রথম দলের অপরাধী হয়ে দ্বিতীয় দলের বিপরীতে অবস্থান নিই কী করে? এটা কি আমাদের ডাবল স্ট্যান্ডার্ডবাজি নয়?

যাক, অনেক লিখে ফেললাম, কনক্লুশনে আসি। পোস্টের শুরুর ও শেষের দুটো অবস্থানেই সমস্যা আছে বলে মনে করি৷ প্রথমদলের থিউরি বা চিন্তার দীন্যতার সমস্যা আর দ্বিতীয় দলের প্র্যাক্টিকাল লাইফে নিজের থিউরি প্রয়োগ করতে না পারার সমস্যা। আমিও ভুল হতে পারি, কেউ সংশোধনী।দিলে এবং আমি সত্যিই ভুল হয়ে থাকলে আমি অবশ্যই সংশোধন করে নিবো ইং শা আল্লাহ।

12/08/2025

Goal ক্লিয়ার থাকলে Passion অটোমেটিক আসবেই! Md Minhaz Uddin. P for Pocast.

11/08/2025

এক্টিভলি কাজ করার জন্যই পেইজটা খুলেছিলাম গতবছর, তবে ব্যস্ততার কারণে কন্টিনিউ করতে পারি নি। তবে চিন্তা করেছি এখন থেকে আবার টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করবো বিজনেস সম্পর্কিত, তবে খুব বেশি ইডিট বা জাঁকজমক করার সুযোগ হয়তো হবে না কারণ নিজের বিজনেস, লার্নিং নিয়েই প্রচুর ব্যস্ততা যায়। কী বলেন আপনারা?

23/05/2025

দ্বীন কিংবা বিজনেস বড় কিছু করতে হলে এই ৩ টা রুলস ফলো করতেই হবে!

15/01/2025

গতবছর Dawah Association কর্তৃক এন্টি-ভ্যালেন্টাইন ডে ক্যাম্পেইনে আমরা এই কথাগুলো বলেছিলাম। বছর না যেতেই এই কথাগুলোর বাস্তব প্রতিফলন দেখতে হলো আমাদের। প্রগতি-স্বাধীনতার আড়ালে ডাস্টবিনে মুখ থুবড়ে পড়ে থাকে নিথর বাংলাদেশ।

কাছে আসার গল্প থেকে শুরু করে যত ধরণকে অশ্লীলতার মিনার রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের সংস্কৃতি এবং সামাজিক ক্যাম্পেইন পরিচালনা করতে হবে।

পাশাপাশি নিকট ভবিষ্যৎতে অশ্লীলতার গডফাদার ভ্যালেন্টাইন ডে'কে কেন্দ্র করে প্রত্যেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লিফলেট-পোস্টারিং এবং সচেতনতামূলক দাওয়াতি ক্যাম্পেইন পরিচালনা করতে হবে, ইনশাআল্লাহ।

05/01/2025

অনেকে ব্যবসায়িক আইডিয়া খোঁজেন। মূলত, ব্যবসায়িক আইডিয়া আপনি নিজেই পেতে পারেন, সেটি হলো - আপনার আশেপাশের মানুষের প্রয়োজন বা অভাব পূরণ করুন। সেটিই আইডিয়া৷

মনে পড়ে, একবার একটি ঘটনা ভাইরাল হয়েছিল? এক স্টেডিয়ামে খেলা চলাকালীন, এক বাবা ঝাল করে মুড়ি বিক্রি করছিলেন, আর তার অদূরেই তার ছেলে পানি বিক্রি করছিল।

আপনি এভাবে মার্জ করে বা সম্পূরক স্টাইলে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায়ীরা তাদের কাস্টমারকে টার্গেট করে, আর আপনি কাস্টমার বানাবেন ব্যবসায়ীদের। ধরুন, আপনি বোতল বিক্রি শুরু করলেন—কাচের বা প্লাস্টিকের। তেল, মধু বিক্রেতাদের জন্য আপনার বোতল হয়ে যাবে অপরিহার্য।

এই ভাবে, অন্যান্য ব্যবসায়ীরা আপনার প্রতিদ্বন্দ্বী হবে না, বরং আপনার ক্লায়েন্ট হবে, আপনার উপর নির্ভরশীল হবে।

যদি আপনার সাধ্য থাকে, আপনি নিজের বোতল তৈরি করতে পারেন। ফ্যাক্টরি দিতে পারেন, আর যদি না থাকে, তবে ম্যানুফ্যাকচারিং লেভেলে সোর্স করতে পারেন। কিন্তু আপনাকে হতে হবে সেই বোতল বিক্রেতা।

আমার এক সিনিয়র ভাই একসময় বোতল বিক্রি করতেন। একদিন তিনি দেখলেন, মানুষ তার কাছ থেকে বোতল কিনে লেভেল (মোড়ক) প্রিন্টের জন্য প্রেসে যায়। তখন তিনি ডিজাইনার নিয়োগ দিয়ে নিজের প্রেস সেট আপ করলেন। এরপর দেখলেন, কেউ বোতল এবং লেভেল তার কাছ থেকে কিনে কার্টুনের জন্য অন্য কোথাও যায়। তখন তিনি কার্টুন ফ্যাক্টরি খুললেন। আর পরে দেখলেন, মানুষ কার্টুন করে ট্রান্সপোর্ট খুঁজে, তখন তিনি কাভার্ড ভ্যান কিনলেন।

এভাবে তিনি সময়ের চাহিদা বুঝে ব্যবসাকে পূর্নতা দান করলেন।

যখন আমের সিজন আসে, সবাই আমের ব্যবসা করে। আপনি তখন ক্যারেট, কাগজ বা ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করতে পারেন। এতে আপনার কম্পিটিটর কম থাকবে, আর অন্যরা আপনার উপর নির্ভরশীল হবে।

এভাবেই, ব্যবসায় মানুষের প্রয়োজন ও অভাব পূরণ করতে হয়। বিশ্বাস করুন, আমার কাছে অনেক কাজের খোঁজ আছে, নিত্য নতুন আইডিয়া রয়েছে, কিন্তু আমি সেগুলো নিজে ইমপ্লিমেন্ট করতে পারি না। কারণ অনেক ক্ষেত্রে আমার ফিন্যান্সের অভাব, আবার কিছু ক্ষেত্রে আমার "যোগ্য" মানুষটার অভাব।

আমার কাছে যোগ্যতা বলতে - অনেক বড় বুকের পাটা, অনেক তাওয়াক্কুল। অনেক পরিশ্রম করতে পারা, মানসিক ও শারীরিক ভাবে। রিল্যাক্স মুডে কাজ ফেলে রাখা নয়।

যেভাবে আমি ভাবি, আমার টিমের সদস্যরা অনেক সময় সেভাবে ভাবতে পারেন না। আর টিম মনের মত না হলে লিডার একক চেষ্টায় সফল হতে পারে না৷

আপনি খোঁজ নিলে জানবেন, প্রতি মাসে মোবাইল কোম্পানিগুলো কোটি টাকার কাগজের বক্স (মোবাইলের জন্য) ঠার্ড পার্টির মাধ্যমে বানিয়ে নেয়। আপনি একটু দৌড়ঝাঁপ করলে এই ধরনের কাজ পেতে পারেন। অবশ্য এর জন্য আপনার প্রয়োজন নেটওয়ার্কিং।

কিন্তু অধিকাংশ মানুষই ট্রেডিশনাল ব্যবসার বাইরে, আউট অব বক্স কনসেপ্টে চিন্তা করতে পছন্দ করেন না, এটি সমস্যা।

রিস্ক রিস্ক রিস্ক!

যারা নেতিবাচক মনোভাব পোষণ করেন, তারা রিস্কের কথা বেশি বলেন। ইসলাম আমাদের শেখায় যে, তাওয়াক্কুল করে সতর্কতা অবলম্বন। এরপরেও যদি কিছু নেতিবাচক ঘটে, তবে তা আল্লাহর ফায়সালা, যদি আপনার তাওয়াক্কুল এবং চেষ্টা ঠিক থাকে।

সম্পদের ক্ষতি হলেও মন খারাপ করার প্রয়োজন নেই। আল্লাহ দিয়েছেন, তিনি নিয়েছেন।

ব্যবসা হালালই এই কারণে যে তা পুরোপুরি ঝুঁকির সাথে সম্পর্কিত। আশি হাজার টাকার গরু মোটা হয়ে এক লাখ বিশ হাজারে বিক্রি হতে পারে, আবার মরে যেতে পারে। দুই লাখ টাকার গাভী বেশি দুধ দিতে পারে, নাও দিতে পারে। হাঁস ডিম দিতে পারে, নাও দিতে পারে। মাইক্রো বাস কিনে ভাড়া দিলেন, প্রতিদিন ভাড়া আসতে পারে আবার এক্সিডেন্টে পুরোটাই শেষ হয়ে বিশ লাখ টাকা চলে যেতে পারে।

এজন্য আপনার কাজ দুয়া করা। আল্লাহ্‌ আমার গরু গুলোর শরীরে পর্যাপ্ত মাংস দাও, হায়াতে বারাকাহ দাও, যেন ভালো দামে বিক্রি করতে পারি। আল্লাহ্‌ আমার গাভী গুলো যেন পর্যাপ্ত দুধ দেয় এবং অসুখ বিসুখ থেকে হেফাজত থাকে। আল্লাহ্‌ আমার হাঁস গুলো যেন নিয়মিত ডিম দেয়, অসুখ বিসুখ নাহয়, দীর্ঘায়ু হয়। আমার কেনা মাইক্রোবাস যেন ভাল ভাড়া পায়, এক্সিডেন্ট না করে এভাবে প্রতি মুহুর্তে দুয়া, দুয়া আর দুয়া।

এটাই বিজনেস এর মজা তা আপনার ঈমান বাড়াবে৷ রাত জাগাবে৷ আমল বৃদ্ধি করবে৷

আপনি যদি ভাবেন - গরু তো করব কিন্তু যদি না বিক্রি হয়? যদি মারা যায়? গাড়ি যদি এক্সিডেন্ট করে?

এই "যদি" কথা শয়তানের ভাবনার ধার খুলে দেয়, আল্লাহ'র প্রতি সুধারনা থেকে বিচ্যুত করে। নিয়ত অনুযায়ী "যদি" সত্যিই সত্যি হয়ে যায়। বিপরীতটাই ব্যাংকে টাকা রাখা কনসেপ্ট।

ব্যবসা হলো ঈমান এবং তাকওয়া। ব্যবসা মানেই লেগে থাকা—সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও, পথে বসে গেলে পথে বসেও ধৈর্য ধরে লেগে থাকা। প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন, তবে লক্ষ্য পরিবর্তন নয়।

আর অন্যতম গুরুত্বপূর্ণ হলো, ব্যবসা করতে যা লাগে, তা হলো বড় বুকের পাটা, সাহস। কখনও অহংকার করবেন না। আল্লাহ্‌ যত বড় করবে তত বেশি বিনয়ী হবেন।

যারা বাপ-দাদার রেখে যাওয়া রেডিমেড ব্যবসা থেকে ধনী হয়েছেন, তাদের কারোর কারোর ব্যবহার থেকে বিনয় উঠে যায়। অযোগ্যরা সফল হলে এমনই হয়, যা তাদের কথা বার্তা ও চরিত্রে প্রকাশ পায়৷ অযোগ্যরা সফল হলেও, তাদের ব্যবহারের কারণে শেষ পর্যন্ত তা বারাকাহ প্রাপ্ত হয় না৷

অন্যদিকে যারা তাওয়াক্কুল করে, নিজে পরিশ্রম করে জিরো থেকে অর্জন করেছেন, তারা সবসময় বিনয়ী থাকেন। কারণ - আল্লাহ্‌ তাদের নিঃস্ব অবস্থায় পেয়েছেন, অতঃপর তিনি তাদের নিজ অনুগ্রহে সফল করেছেন।

আপনি যেন বিনয়ীদের কাতারে থাকেন ইনশাআল্লাহ্‌।

শাহ মুহাম্মদ তন্ময় ভাইয়া

04/01/2025

শা'তীমে রাসুল ইস্যু এবং আমরা. Md Minhaz Uddin. P for Podcast.

01/01/2025

ইসলাম এত সংকীর্ণ কেন? ইসলামে কেন এত এত বিষয় হারাম করা হয়েছে? Md Minhaz Uddin. P For Podcast.

27/12/2024

ইসলাম বাস্তবতা বিবর্জিত কোন আধ্যাত্মিকতার ধর্ম নয়! Md Minhaz Uddin. P for Podcast

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when P for Podcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category