04/07/2025
জীবন কখনোই একরেখা নয়। কখনো পাহাড়ের চূড়া, কখনো আবার অতল গহ্বর। কিন্তু প্রতিটি ওঠানামার মাঝেই লুকিয়ে থাকে শেখার অমূল্য সুযোগ। আমরা অনেক সময় নিজের ছোট্ট সাফল্যকে তুচ্ছ মনে করি, কিন্তু সেখানেই তো লুকিয়ে থাকে বড় স্বপ্নের বীজ।
জীবনের পথে হাঁটতে গিয়ে আমরা ভুল করব, হোঁচট খাব—তাতে দুঃখের কিছু নেই। বরং প্রতিটি ভুল থেকে যদি শিক্ষা নিতে পারি, তবেই তা হয় জীবনের প্রকৃত অগ্রগতি। মানুষের সঙ্গে সম্পর্ক, দায়িত্ববোধ, সময়ের মূল্য—এই সবকিছুই জীবনের একেকটা স্তম্ভ।
এমনও দিন আসবে, যখন সবাই সরে যাবে পাশে থেকে। তখন নিজের ভেতরের আলোই হবে পথের দিশা। নিজেকে বুঝে, নিজের শক্তিকে চিনে, সাহস নিয়ে পথ চলা—এটাই হওয়া উচিত জীবনের দর্শন।
জীবন আমাদের কোনো কিছুই স্থায়ীভাবে দেয় না—না আনন্দ, না দুঃখ। তাই আজকের এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসুন, কৃতজ্ঞ থাকুন, এবং সৎ থাকুন। কারণ দিনশেষে আমরা প্রত্যেকেই চলেছি একাকী এক দীর্ঘ যাত্রায়—নিজেকে খুঁজে পাওয়ার পথে।
#জীবন #দায়িত্ববোধ #জীবনদর্শন
゚
Tanbir Ahmad Rashel