
19/07/2025
ছিনতাইকারী হাতে আহত মাদ্রাসা ছাত্র
=================================
ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘীর দক্ষিণে ছি.ন.তাইকা.রী.র ছু.রি.কা.ঘা.তে মোহাম্মদ আরিফ (১৭) নামের এক মাদ্রাসা ছাত্র আ.হ.ত হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে। আ হ ত আরিফ কুমিল্লার লাকসাম উপজেলার মো. হারুনের পুত্র এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্র।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে মাদ্রাসায় ফেরার পথে আরিফ বাসে ঘুমিয়ে পড়েন।
পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর দিঘী এলাকায় বাসচালক তাকে নামিয়ে দেন।
এরপর সে বিবিরহাটের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে পথরোধ করে ছু.রি.কা.ঘা.ত করে এবং তার সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে দ্রুত পা লি য়ে যায়।
ঘটনাস্থল থেকে আ হ ত আরিফকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।