ভালবাসা ভালবাসে, শুধু যে তাকে , ভালবাসা ভালবেসে, বুকে যে রাখে

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ভালবাসা ভালবাসে, শুধু যে তাকে , ভালবাসা ভালবেসে, বুকে যে রাখে

ভালবাসা ভালবাসে, শুধু যে তাকে , ভালবাসা ভালবেসে, বুকে যে রাখে ভালবাসা জোর করে আদায় করা যায় না ।

🎬 ঘরে বসেই উপভোগ করুন 300+ প্রিমিয়াম পেইড টিভি চ্যানেল! 📺মাত্র ১২০ টাকায় ১৫টি প্ল্যাটফর্ম দেখুন একসাথে!📺 ৩০০+ লাইভ টিভি ...
10/06/2025

🎬 ঘরে বসেই উপভোগ করুন 300+ প্রিমিয়াম পেইড টিভি চ্যানেল! 📺

মাত্র ১২০ টাকায় ১৫টি প্ল্যাটফর্ম দেখুন একসাথে!

📺 ৩০০+ লাইভ টিভি এবং আনলিমিটেড মুভি! আপনাকে একটি সুপার অ্যাপ দেয়া হবে । এখানে ৩০০+ লাইভ টিভি সহ (নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি+হটস্টার, সনি লিভ, জি ফাইভ, ক্রাঞ্চিরোল, উল্লু, প্রাইম শটস সহ আরো জনপ্রিয় ২৫+ প্ল্যাটফর্মের সকল কনন্টেন্ট দেখতে পারবেন এক অ্যাপে !

সুবিধা-
♂️কম খরচে এককালীন সাবস্ক্রিপশন!

♂️কোনো বিজ্ঞাপনের ঝামেলা নেই!

♂️একইসাথে ৩টি ডিভাইসে ব্যবহার করা যাবে!

♂️সকল কন্টেন্ট 1080p{Full HD} রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন!

♂️কোনো প্রকার বাফার ছাড়াই স্মুথ ভাবে সকল কন্টেন্ট দেখা যাবে!

♂️এন্ড্রয়েড টিভি, মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারে চালানো যাব
যোগাযোগ
https://t.me/Alaminhossain2331

22/03/2024
21/03/2024
21/03/2024

Good morning All friend

07/02/2023

Naraye takbir Allahuakbar

07/02/2023
30/03/2022

কাউকে পাওয়ার আশা কোরো না, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন মানুষ তোমাকে পাওয়ার আশা করে ।

16/05/2021

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য্যে হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে - তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার আল্লাহ তোমাকে বাঁচায়, তোমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে।

Collected ❤

সবাইকে ঈদ মোবারক
14/05/2021

সবাইকে ঈদ মোবারক

Address

Chittagong
4100

Telephone

+8801401223331

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসা ভালবাসে, শুধু যে তাকে , ভালবাসা ভালবেসে, বুকে যে রাখে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালবাসা ভালবাসে, শুধু যে তাকে , ভালবাসা ভালবেসে, বুকে যে রাখে:

Share

Category