Arafia collection

Arafia collection ✨ বিশ্বস্ত মানের প্রোডাক্ট আপনার হাতের নাগালে
🚚 দ্রুত ডেলিভারি ও নির্ভরযোগ্য সার্ভিস
💯 গ্রাহক সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার

আমাদের এই ফেসবুক পেজটি মূলত মানসম্মত প্রোডাক্ট এবং নির্ভরযোগ্য সার্ভিস প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। আজকের এই ব্যস্ত সময়ে অনলাইন শপিং অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনলাইনে প্রোডাক্ট কিনতে গেলে অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে—প্রোডাক্ট আসল কিনা, মান কেমন হবে, সময়মতো ডেলিভারি মিলবে কি না ইত্যাদি। আমরা এই সমস্যাগুলোর সমাধান দিতেই এগিয়ে এসেছি।

আমাদের কাছে আপনি পাবেন সেরা মানের, বাছাইকৃত এবং ট

্রেন্ড অনুযায়ী প্রোডাক্ট। প্রতিটি প্রোডাক্ট আমরা যথাযথভাবে যাচাই করে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই গুণগত মান নিয়ে কোনো আপস নেই। পাশাপাশি আমরা সর্বদা চেষ্টা করি আপনাদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট সরবরাহ করতে, যেন সবাই সহজে অনলাইনে কেনাকাটা উপভোগ করতে পারেন।

আমাদের সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি। আমরা চেষ্টা করি আপনার হাতে প্রোডাক্ট যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে। এছাড়াও অর্ডার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে আমরা গ্রাহকের সাথে যোগাযোগ রাখি, যেন আপনার শপিং অভিজ্ঞতা হয় ঝামেলামুক্ত ও আনন্দদায়ক।

আমরা বিশ্বাস করি—গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই আমাদের সাফল্যের আসল চাবিকাঠি। তাই আমরা সবসময় আপনার মতামত ও পরামর্শকে গুরুত্ব দিই। আপনার সন্তুষ্টিই আমাদের অনুপ্রেরণা এবং আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

আমাদের-
🔸 অর্ডার প্রসিডিউরঃ
আমাদের যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার, প্রোডাক্ট কোড অথবা ছবি এবং প্রোডাক্ট কোয়ান্টিটিসহ আমাদের ইনবক্স করুন।

🔸 ডেলিভারি প্রসিডিউরঃ
ইনসাইড চট্টগ্রামঃ ক্যাশ অন হোম ডেলিভারি
আউটসাইড চট্টগ্রামঃ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করা হয়।

🔸 ডেলিভারি চার্জঃ
ইনসাইড চট্টগ্রামঃ ৮০ টাকা
আউটসাইড চট্টগ্রামঃ ১৫০ টাকা।
তবে প্রোডাক্ট কোয়ান্টিটির উপর ভিত্তি করে চার্জ পরিবর্তিত হতে পারে।

🔸 রিটার্ন পলিসিঃ
ডেলিভারি পার্সনের উপস্থিতিতে প্রোডাক্ট চেক করে রিসিভ করতে হবে। প্রোডাক্ট ড্যামেজড অবস্থায় পাওয়া গেলে তা রিটার্ন করা যাবে। তবে ডেলিভারি পার্সন চলে আসার পর কোনো অভিযোগ গৃহীত হবেনা।

রিজনেবল প্রাইসে নান্দনিক সব থ্রি-পিস, বেবি কাঁথা, ন্যাপি, নিমাই এবং বেবি ড্রেস পেতে আস্থা রাখুন আমাদের উপর।

আশা করছি আপনার সাথে আমাদের পথচলা শুভ হবে।❤

22/10/2025

🔥 নজরকাড়া টাই-ডাই (Tie-Dye) ৩ পিস ড্রেস কালেকশন! 🔥
এই গরমে আরামদায়ক এবং ফ্যাশনেবল কিছু খুঁজছেন? 🌞

আমাদের নতুন "টাই-ডাই" ডিজাইনের এই ৩ পিস ড্রেসটি নিয়ে নিন, যা আপনার স্টাইলকে দেবে এক নতুন মাত্রা! উজ্জ্বল হলুদ, কমলা, কালো এবং সাদা রঙের দারুণ মিশ্রণে তৈরি এই ড্রেসটি যেকোনো অনুষ্ঠানে আপনাকে করে তুলবে অনন্য।

✨ ড্রেসের বৈশিষ্ট্য:

ফ্যাব্রিক: ১০০% আরামদায়ক সুতি কাপড় (বা আপনার কাপড়ের ধরন উল্লেখ করুন, যেমন - কটন, লিলেন)

কাজ: সম্পূর্ণ হাতে তৈরি ট্রাডিশনাল টাই-ডাই ডিজাইন।

সেট: সালোয়ার-কামিজ-ওড়না (৩ পিস সেট)।

অর্ডার করতে এবং মূল্য জানতে ইনবক্স করুন

21/10/2025

পোশাক যখন 'বাটিক থ্রি পিস', যত্ন নিলেই থাকে দীর্ঘস্থায়ী ও উজ্জ্বল! ✨

বাটিক কাপড়ের যত্ন নিয়ে কিছু টিপস:

১. প্রথম ধোয়া: নতুন বাটিক কাপড় অন্তত দু'বার আলাদা করে ধুয়ে নিন। প্রথমবার হালকা শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন এবং অল্প সময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন।

২. ধোয়ার নিয়ম: কখনোই খুব বেশি ঘষে ধোবেন না, এতে রং হালকা হয়ে যেতে পারে।

৩. শুকানো: কাপড় সব সময় উল্টো করে ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন। সরাসরি কড়া রোদে শুকানো এড়িয়ে চলুন।

৪. ইস্তিরি: উল্টো দিক থেকে ইস্তিরি করুন। এতে নকশার রং নষ্ট হবে না।

৫. সংরক্ষণ: ভাঁজ করে না রেখে আলতোভাবে পেঁচিয়ে রাখুন, এতে বাটিকের কাপড় ভালো থাকে।

এই ছোট ছোট যত্নে আপনার পছন্দের বাটিক থ্রি পিস থাকবে একদম নতুনের মতো! 💖

#বাটিক_থ্রিপিস #কাপড়েরযত্ন #ফ্যাশনটিপস #পোশাকেরযত্ন

"নিজের উপর বিশ্বাস রাখাটা সবথেকে বড় শক্তি। যে নিজেকে বিশ্বাস করে, তার পক্ষে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সহজ হয়ে যায়।"
19/10/2025

"নিজের উপর বিশ্বাস রাখাটা সবথেকে বড় শক্তি। যে নিজেকে বিশ্বাস করে, তার পক্ষে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা সহজ হয়ে যায়।"

এই গরমেও ফ্যাশনেবল আর আরামদায়ক থাকতে চান? 🤔উত্তর একটাই - আমাদের সুপার ফাইন কটন ফেব্রিক কালেকশন! 🌟👉 যারা কাপড়ের কোয়ালিটি...
14/10/2025

এই গরমেও ফ্যাশনেবল আর আরামদায়ক থাকতে চান? 🤔
উত্তর একটাই - আমাদের সুপার ফাইন কটন ফেব্রিক কালেকশন! 🌟
👉 যারা কাপড়ের কোয়ালিটির সাথে কোনো আপোস করতে চান না, তাদের জন্য এটি পারফেক্ট চয়েস।
ইনবক্স করুন আপনার পছন্দের ফেব্রিকটি বুক করতে! আমরা দিচ্ছি সেরা দামে সেরা কোয়ালিটি।

13/10/2025
Wellcome Shout out to my newest followers! Excited to have you onboard! Jannatul Naem, Sultan Sultan Sultan Sultan, Megh...
11/10/2025

Wellcome

Shout out to my newest followers! Excited to have you onboard! Jannatul Naem, Sultan Sultan Sultan Sultan, Megh Balika

I got 33 reactions and 3 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done ...
03/10/2025

I got 33 reactions and 3 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

, আপনাদের জন্য মডেল নিয়ে আসলাম
26/09/2025

, আপনাদের জন্য মডেল নিয়ে আসলাম

26/09/2025
25/09/2025

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি। যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষন্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি, সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো। যাদের কে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে, তারা যেন কোনও একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়। আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয়।

অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

Address

Bahaddarhat
Chittagong

Telephone

+8801884031204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arafia collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category