Thoughts of Arif Md. Jabed

Thoughts of Arif Md. Jabed আমি কবিতায় গড়ি সাহসের ঘর
ভাঙা মন পায় নতুন প্রহর
আমি লিখি না খালি সময় কাটাতে
আমি লিখি কারো জীবন সাজাতে

26/08/2025

কারিগরি বিভাগের প্রাকটিকাল ক্লাস নেওয়া হচ্ছে

25/08/2025

বার্ষিক ওরশ শরীফ

ভাগিনার অপারেশন হলদোয়ার দরখাস্ত রইল
25/08/2025

ভাগিনার অপারেশন হল
দোয়ার দরখাস্ত রইল

24/08/2025

সেই সন্তানই প্রকৃত সৌভাগ্যবান যার সংসারে মা জীবিত আছেন। আর সেই সন্তানই সবচেয়ে নিকৃষ্ট যে নিজের মাকে ঘর থেকে বের করে দেয়। মনে রেখো একদিন তোমার সন্তানও তোমাকে একইভাবে ঘর থেকে বের করে দেবে।

মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের ক্ষুদে গবেষণাগার
23/08/2025

মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজের ক্ষুদে গবেষণাগার

🌿 এটি গল্প না শিক্ষা  🌿এক গ্রামে এক তরুণ ছিল। নাম তার রাফি। বয়স ছিল অল্প। চেহারায় হাসি, স্বপ্ন ছিল আকাশছোঁয়া। সে খেলাধুল...
22/08/2025

🌿 এটি গল্প না শিক্ষা 🌿
এক গ্রামে এক তরুণ ছিল। নাম তার রাফি। বয়স ছিল অল্প। চেহারায় হাসি, স্বপ্ন ছিল আকাশছোঁয়া। সে খেলাধুলা করতো, বন্ধুদের সঙ্গে সময় কাটাতো, আবার মসজিদেও নামাজ পড়তো। মসজিদে হুজুর না থাকলে ইমামতি করত। সবাই তাকে ভালোবাসতো কারণ তার মুখে সবসময় হাসি লেগে থাকতো।
হঠাৎ একদিন খবর এলো সে আর বেঁচে নেই। সবাই বিশ্বাস করতে পারছিল না। যে ছেলেটি কাল বিকেলে হাসছিল, আজ সে কবরের নীরব ঘরে। মায়ের বুক ভেঙে যাচ্ছে কান্নায়। বাবার চোখে শুকনো পানি নেই। বন্ধুরা হতবাক আর বলতে লাগল কালই তো আমাদের সাথে ছিল।

মানুষ জড়ো হলো তার জানাজায়। কান্নায় ভেঙে পড়লো পরিবার। কেউ বলল আজ সে নেই। কাল আমরাও নাও থাকতে পারি।

মৃত্যু এসে শিখিয়ে দিলো
মৃত্যু বয়স দেখে আসে না।
সুযোগ দিয়ে আসে না।

পরীক্ষা শেষ হলে যেমন খাতা গুটিয়ে নেয়া হয়, তেমনি জীবনও হঠাৎ গুটিয়ে যায়।

কুরআনে আল্লাহ বলেন:
“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)
“তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, কে উত্তম আমল করে তা পরীক্ষা করার জন্য।” (সূরা আল-মুলক: ২)

তাহলে কি আমরা প্রস্তুত?
আমাদের নামাজ ঠিক আছে?
আমাদের গোপন ও প্রকাশ্য জীবন কি আল্লাহর সন্তুষ্টির জন্য?
আমরা কি কোনো উপকারী আমল রেখে যাচ্ছি যা আমাদের মৃত্যুর পরও সওয়াব বয়ে আনবে?

🌸 স্মরণে প্রিয় ছাত্র রাফি 🌸ছবির এই হাসিমাখা মুখ আজ আর আমাদের মাঝে নেই। অল্প বয়সেই যে আলো ছড়াতে শুরু করেছিল, যে স্বপ্ন...
21/08/2025

🌸 স্মরণে প্রিয় ছাত্র রাফি 🌸
ছবির এই হাসিমাখা মুখ আজ আর আমাদের মাঝে নেই। অল্প বয়সেই যে আলো ছড়াতে শুরু করেছিল, যে স্বপ্নগুলো বুকে লালন করেছিল সব আজ থেমে গেছে মৃত্যুর কঠিন ডাকের সামনে।

হে আল্লাহ, আপনি তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মর্যাদা দান করুন।
হে আল্লাহ, তার কবরকে প্রশস্ত করুন, নূরে ভরে দিন।

হে আল্লাহ, তার সংক্ষিপ্ত জীবনের যাবতীয় গুনাহ মাফ করে দিন।

রাফির চলে যাওয়া আমাদের সবাইকে গভীর শিক্ষা দিয়ে গেল মৃত্যু কোনো বয়স দেখে আসে না। তাই এখনই সময় আমাদের নিজেদের জীবনকে ঠিক করার। নেক আমল বাড়ানোর। আল্লাহর দিকে ফিরে আসার।

রাফির সেই হাসিমাখা মুখ যেন দোয়ায় বেঁচে থাকে, আর তার স্মৃতি যেন আমাদের সবার জীবনে হিদায়াতের আলো জ্বালিয়ে দেয়।

আমিন।

মানুষের জীবন আসলে ক্ষণিকের সফর। আমরা সবাই জানি এই দুনিয়া চিরস্থায়ী নয়। তবুও মৃত্যুর সংবাদ যখন এত কাছের কারও মাধ্যমে আসে।...
19/08/2025

মানুষের জীবন আসলে ক্ষণিকের সফর। আমরা সবাই জানি এই দুনিয়া চিরস্থায়ী নয়। তবুও মৃত্যুর সংবাদ যখন এত কাছের কারও মাধ্যমে আসে। তখন বুকের ভেতর হাহাকার থেমে থাকে না।

রাফি ছিল মেধাবী, স্বপ্নবাজ, উজ্জ্বল ভবিষ্যতের দিশারী অথচ আজ সে নেই। এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু বয়স দেখে আসে না। প্রস্তুতির সুযোগ দিয়ে আসে না। জীবন যতই সুন্দর হোক যত স্বপ্নই গাঁথা হোক একদিন সব শেষ হয়ে যাবে।

তাহলে আসল প্রশ্ন হলো আমরা কি সেই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছি?

আমাদের প্রতিটি কাজ।
প্রতিটি মুহূর্ত কি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছি?

হে মানুষ, এই মৃত্যু আমাদের জন্য এক শক্তিশালী স্মরণবাণী। আজ রাফি চলে গেছে। কাল কে যাবে তা আমরা জানি না? হয়তো আমি, হয়তো তুমি। তাই এখনই সময় নিজেকে বদলানোর। নামাজে মনোযোগী হওয়ার।গুনাহ থেকে দূরে থাকার এবং মানুষের জন্য কল্যাণ রেখে যাওয়ার। হে আল্লাহ, আমার প্রিয় ছাত্র রাফিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

হে আল্লাহ, তাকে ক্ষমা করুন এবং দয়া করুন। আর আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি নেয়ার তাওফিক দিন।

আমিন

18/08/2025

18/08/2025

হে আল্লাহ আমার প্রিয় ছাত্র মোঃ রাফিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,,,, আমিন
18/08/2025

হে আল্লাহ আমার প্রিয় ছাত্র মোঃ রাফিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন,,,, আমিন

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thoughts of Arif Md. Jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category