Sitakund people

Sitakund  people মানুষ বাঁচে কয়দিন

আজকের কাঞ্চনজঙ্ঘা।🗻📍 নাওয়াপাড়া,পঞ্চগড়ছবি: Film By Shamim
02/09/2025

আজকের কাঞ্চনজঙ্ঘা।🗻

📍 নাওয়াপাড়া,পঞ্চগড়

ছবি: Film By Shamim

25/08/2025
সীতাকুণ্ড বেশকুন্ড পুকুরে  কুক্ষেত সাকার মাছ। যেটি পুকুর বা কোন জলাসয়ে থাকলে অন্য কোন মাছ হতে দেয় না খেয়ে ফেলে।আর এই মাছ...
22/08/2025

সীতাকুণ্ড বেশকুন্ড পুকুরে কুক্ষেত সাকার মাছ।
যেটি পুকুর বা কোন জলাসয়ে থাকলে অন্য কোন মাছ হতে দেয় না খেয়ে ফেলে।আর এই মাছ খাওয়া যায় না।আর এটি খুব বেশি বংশ বিস্তার করে।
এটি যদি আশে পাশে পুকুরে ছড়িয়ে পড়ে সীতাকুণ্ড পুকুরের খাওয়ার উপযোগী মাছ শূন্য করতে বেশি দেরি হবে না।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।📍

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে। তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব...
14/07/2025

একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে।
তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয় তাকে!
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

একটি নির্মম কথা তাই না?

স্পর্শ অনেক দামী!! 🖤💗

গাড়িতে যাতায়াত করতে কষ্ট হয় তাই হেলিকপ্টার নিয়ে নিলাম। 🙂
08/07/2025

গাড়িতে যাতায়াত করতে কষ্ট হয় তাই হেলিকপ্টার নিয়ে নিলাম। 🙂

মাশাআল্লাহ গরীবের ঘরে রাজকন্যা 🎀❤️‍🩹
30/06/2025

মাশাআল্লাহ গরীবের ঘরে রাজকন্যা 🎀❤️‍🩹

28/06/2025

কাল একটি অস্বাভাবিক ও অশুভ কর্মকাণ্ড চোখে পড়েছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নড়ালিয়া সমুদ্র সৈকতে।

কিছু ব্যক্তি একজন পুরুষ ও একজন মহিলা কলাগাছ দিয়ে তৈরি একটি ভেলা তৈরি করছিলেন। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও কাছে গিয়ে দেখি, তারা সেই ভেলায় কিছু বিশেষ প্রতীক ও যন্ত্র আঁকা কাগজ, কলা, এবং ছবি রেখে নদীতে ভাসিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সেই কাগজগুলোতে ছিল অদ্ভুত ছক (grid), যেখানে বাংলা বর্ণ ও সংখ্যা সাজানো ছিল। সাথে ছিল অদ্ভুত দর্শন মানুষের চিত্র। এই ধরনের চিত্র সাধারণত কালো যাদু বা তান্ত্রিক তৎপরতায় ব্যবহৃত হয়—যেখানে মানুষের ক্ষতি করা, নিয়ন্ত্রণ করা বা বিচ্ছেদ ঘটানো উদ্দেশ্য থাকে।

✅ আল্লাহর রহমতে আমরা বিষয়টি আগে থেকেই ধরতে পেরেছি।
❌ এমন কাজ ধর্মীয়ভাবে যেমন হারাম বা শিরক, তেমনি সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকরও।

⚠️ আপনারা সবাই সতর্ক থাকুন:

• এমন কিছু চোখে পড়লে চুপ না থেকে প্রতিবাদ করুন।
• প্রয়োজনে স্থানীয় মসজিদের ইমাম/আলেম বা প্রশাসনের সহযোগিতা নিন।

সীতাকুণ্ড একটি শান্তিপূর্ণ জনপদ এখানে তন্ত্র-মন্ত্র, কুসংস্কার আর অমানবিক কার্যকলাপে কোনো স্থান নেই। এসব বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হবো ইন-শা-আল্লাহ্।

Address

Chittagong
4310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitakund people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share