Sitakund people

  • Home
  • Sitakund people

Sitakund  people thank you for using me as you Timepass

গাড়িতে যাতায়াত করতে কষ্ট হয় তাই হেলিকপ্টার নিয়ে নিলাম। 🙂
08/07/2025

গাড়িতে যাতায়াত করতে কষ্ট হয় তাই হেলিকপ্টার নিয়ে নিলাম। 🙂

মাশাআল্লাহ গরীবের ঘরে রাজকন্যা 🎀❤️‍🩹
30/06/2025

মাশাআল্লাহ গরীবের ঘরে রাজকন্যা 🎀❤️‍🩹

28/06/2025

কাল একটি অস্বাভাবিক ও অশুভ কর্মকাণ্ড চোখে পড়েছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড নড়ালিয়া সমুদ্র সৈকতে।

কিছু ব্যক্তি একজন পুরুষ ও একজন মহিলা কলাগাছ দিয়ে তৈরি একটি ভেলা তৈরি করছিলেন। প্রথমে বিষয়টি সাধারণ মনে হলেও কাছে গিয়ে দেখি, তারা সেই ভেলায় কিছু বিশেষ প্রতীক ও যন্ত্র আঁকা কাগজ, কলা, এবং ছবি রেখে নদীতে ভাসিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সেই কাগজগুলোতে ছিল অদ্ভুত ছক (grid), যেখানে বাংলা বর্ণ ও সংখ্যা সাজানো ছিল। সাথে ছিল অদ্ভুত দর্শন মানুষের চিত্র। এই ধরনের চিত্র সাধারণত কালো যাদু বা তান্ত্রিক তৎপরতায় ব্যবহৃত হয়—যেখানে মানুষের ক্ষতি করা, নিয়ন্ত্রণ করা বা বিচ্ছেদ ঘটানো উদ্দেশ্য থাকে।

✅ আল্লাহর রহমতে আমরা বিষয়টি আগে থেকেই ধরতে পেরেছি।
❌ এমন কাজ ধর্মীয়ভাবে যেমন হারাম বা শিরক, তেমনি সমাজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকরও।

⚠️ আপনারা সবাই সতর্ক থাকুন:

• এমন কিছু চোখে পড়লে চুপ না থেকে প্রতিবাদ করুন।
• প্রয়োজনে স্থানীয় মসজিদের ইমাম/আলেম বা প্রশাসনের সহযোগিতা নিন।

সীতাকুণ্ড একটি শান্তিপূর্ণ জনপদ এখানে তন্ত্র-মন্ত্র, কুসংস্কার আর অমানবিক কার্যকলাপে কোনো স্থান নেই। এসব বিরুদ্ধে আমরা সবাই মিলে সোচ্চার হবো ইন-শা-আল্লাহ্।

28/06/2025
কর্নফুলী নদী✨❤️
25/06/2025

কর্নফুলী নদী✨❤️

24/06/2025

মানুষকে অভ্যাস বানাতে নেই,
মানুষ থাকে না!

24/06/2025

পুরুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ 🙂❤️

23/06/2025

আমরা সবাই তো Ai 😬🤣

23/06/2025

পাহাড়ের ওপরে ওঠার পরই বোঝা যায়, নিচের ভয়গুলো আসলে কত ছোট ছিল ❤️

চলো বন্ধু আমরাও যাই❤️🏞️সীতাকুণ্ড স্বচ্ছধারা ঝর্ণায়।
23/06/2025

চলো বন্ধু আমরাও যাই❤️🏞️
সীতাকুণ্ড স্বচ্ছধারা ঝর্ণায়।

আমার ধারণা 99.9% মানুষ কেউ এখনো এই ঝর্ণার ধারেকাছেও যায়নি 🙂
22/06/2025

আমার ধারণা 99.9% মানুষ কেউ এখনো এই ঝর্ণার ধারেকাছেও যায়নি 🙂

21/06/2025

চার দেয়ালের বাইরে আপনাকে আসতেই হবে।

খৈয়েছড়া ঝর্ণা 📍
#খৈয়েছড়া_ঝর্ণা
#সীতাকুণ্ড #বাংলাদেশ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitakund people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share