12/01/2025
◾পৃথিবীতে অনেক দুঃখহীন মানুষ আছে, যারা সব দুঃখ কষ্টকে মূহুর্তেই ঝাড়িয়ে বিদায় দিতে জানে, আমি তাদেরই একজন, হয়তো। আমার জীবনের গল্প অন্তহীন। সাজানো নয়। বাস্তব গল্পকেও, হার মানার গল্প। অবিশ্বাস্য গল্পের মানুষটাই আমি। ভেবেছিলাম, যদি কখনো সুযোগ হয়, কোন এক আয়োজনে জীবনের গল্প শোনাবো, প্রজন্মকে। আমার মনের বিশ্বাস, আমার জীবনের বাস্তব গল্প শুনে কোন কোন অমানুষ, হতেও পারে মানুষ। অনুপ্রেরণা পাবে অনেকেই, ব্যর্থ জীবনকে বিদায় জানাবার প্রেরণা যোগাবে, কারোরই মনের কোণে।
◾ভালো লাগে গানটি, তাই শেয়ার করলাম। নিজের জীবনের গল্পের সঙ্গে হয়তো—মিলহীন হলেও, গান বহু মানুষের জীবনের গল্প। বহু মানুষের জীবনের গল্পকে অস্বীকার করে, নিজের জীবনের গল্পকে স্বীকার করাও দায়। কারণ সময় ও স্রোতের তীব্রগতিতে, কোন কোন জীবনের গল্প, মিথ্যার কাছে যেন সত্যের পরাজয়...
◾আহারে মানুষের বুকে কষ্ট জমে থাকার জায়গাটির বিশালতায়ও যেন, পৃথিবীর চেয়েও অনেক বড়। জগতের কোন কোন মানুষ, এ জায়গাটি পরিপূর্ণ করে সফলতা আর ব্যর্থতার গল্পে, আর কোন কোন মানুষ জায়গাটি পরিপূর্ণ করার আগেই বিদায় জানায়, হে পৃথিবী তোমাকে। সত্যিই প্রতিটি জীবন বড়ই অদ্ভুত।
◾এরপরও জীবনকে আমি উপভোগ করি। মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছে শেষ নেই। ইচ্ছে চাওয়া আর পাওয়ার জীবনকে পরিপূর্ণ করতে করতেও, অনেক জীবন হারিয়েছে পথে পথে, অকালেই। মৃত্যুকে বরণ করে, ভাগ্যকে দোষারোপ করার মানুষও কম না। আমি ভাগ্যকে বিশ্বাস না করা এক মানুষ, যিনি কর্মকে বুকে আঁকড়ে ধরেই, ভাগ্যহীন গন্তব্য পথচলাতেই ভালোবাসি...
◾বহু জীবনের গল্প লিখেছি, খবরের শিরোনামে। মানবিকতার আড়ালে লুকিয়ে থাকা, নিষ্ঠুর অমানবিকতাকেও সামনে তুলে এনেছি, শুধুই ঘুমিয়ে থাকা বিবেককে জাগিয়ে তুলতে। বহু বোবা কান্নার বাস্তব গল্পকেও গুছিয়ে লিখেছি, নিজের চোখের জলকে লুকিয়ে লুকিয়ে। কখনোই নিজের চোখের জলকে জল মনে করিনি, মনে করেছি এটাই আমার পরম করুনাময়তার অকৃত্রিম ভালোবাসা, অবিরাম আর্শিবাদের জল।
◾অনেকেরই ভালোবাসা পেয়েছি, কারোর অকৃত্রিম আর কারোর কৃত্রিম। কৃত্রিম আর অকৃত্রিম দুটোকেই, আমি সরল মনে মেনে নিয়েছি। কারোরই ভালোবাসা, কখনোই মেপে দেখারও সময় সুযোগ হয়নি, এই ব্যস্ত জীবনের। চেষ্টাও করিনি। ভেবেছি, মেপে দেখার সময়টুকু যদি কোন নষ্ট জীবনকে উপহার দিতে পারি, এটাই তো আমার পরম তৃপ্তি মধুর। অকৃত্রিম কৃত্রিম ভালোবাসার, সবাইকে ভালোবাসতে পারার মতোই তৃপ্তি, এ পৃথিবীতে আর কি আছে?