
23/03/2025
'চোখের জলে নয়, হাসতে হাসতে লড়ছি'—প্রিয় 'বড়ভাই' পিএইচপির ইকবাল হোসেন চৌধুরী। নারায়ণগঞ্জের মামলার খোঁজ খবর নিতে পারেন, এবার। 'বড়ভাই'—বাবার বিশেষ কোটায় বড় হয়নি, আমি। দেশছাড়ানোরও হুমকি দিয়েছিলেন, বিগত সরকারের আমলে। আমি না হয়ে, অন্য কোন বাপেরপুত হলে, হয়তো এতদিনে দেশছাড়াও করতেন নিশ্চয়ই। বিশেষ গোয়েন্দা সংস্থার নাম ধরে, একে একে ১৭ বার হুমকির রেকর্ডগুলো হারিয়ে যায়নি, এখনো। বিতর্কিত করছিলেন, সেই গোয়েন্দা সংস্থাকেও।
আমাকে 'জামায়াত বিএনপির' লোক বানিয়ে, আওয়ামী লীগের চট্টগ্রামের দুয়েক মন্ত্রী, আমলা, প্রশাসনের লোকের মন জয় করে, আমার অস্তিত্ব বিলীন করতে চেয়েছিলেন। বাদি সাজিয়ে একের পর এক মামলা ঠুকে দিয়েছিলেন—ঢাকায়, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে। মামলার সংখ্যাও কম না, 'নয়টি'। আওয়ামী লীগ সরকারের আমলে ঠুকে দেওয়া মামলাগুলোর মধ্যে, কয়টি মামলা টিকিয়ে রাখতে পেরেছেন? একটু খোঁজ খবর নিতে পারেন।◾আমি লড়েই যাচ্ছি 'বড়ভাই' ন্যায় বিচার পেতে। আপনাকে পরাজিত করতে নয়, জিততেও নয়। শুধুই ন্যায় বিচার পেতে। মিথ্যার বিরুদ্ধে লড়েই যাবো, আপনি যতদিন লড়তে চান। যদি মহান সৃষ্টিকর্তা, ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন।
আপনার জন্য বহুত শুভকামনা।