AYAN SARMA চট্টগ্রাম প্রতিদিন

AYAN SARMA চট্টগ্রাম প্রতিদিন উপদেষ্টা সম্পাদক–চট্টগ্রাম প্রতিদিন

'চোখের জলে নয়, হাসতে হাসতে লড়ছি'—প্রিয় 'বড়ভাই' পিএইচপির ইকবাল হোসেন চৌধুরী। নারায়ণগঞ্জের মামলার খোঁজ খবর নিতে পারেন, এবা...
23/03/2025

'চোখের জলে নয়, হাসতে হাসতে লড়ছি'—প্রিয় 'বড়ভাই' পিএইচপির ইকবাল হোসেন চৌধুরী। নারায়ণগঞ্জের মামলার খোঁজ খবর নিতে পারেন, এবার। 'বড়ভাই'—বাবার বিশেষ কোটায় বড় হয়নি, আমি। দেশছাড়ানোরও হুমকি দিয়েছিলেন, বিগত সরকারের আমলে। আমি না হয়ে, অন্য কোন বাপেরপুত হলে, হয়তো এতদিনে দেশছাড়াও করতেন নিশ্চয়ই। বিশেষ গোয়েন্দা সংস্থার নাম ধরে, একে একে ১৭ বার হুমকির রেকর্ডগুলো হারিয়ে যায়নি, এখনো। বিতর্কিত করছিলেন, সেই গোয়েন্দা সংস্থাকেও।

আমাকে 'জামায়াত বিএনপির' লোক বানিয়ে, আওয়ামী লীগের চট্টগ্রামের দুয়েক মন্ত্রী, আমলা, প্রশাসনের লোকের মন জয় করে, আমার অস্তিত্ব বিলীন করতে চেয়েছিলেন। বাদি সাজিয়ে একের পর এক মামলা ঠুকে দিয়েছিলেন—ঢাকায়, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে। মামলার সংখ্যাও কম না, 'নয়টি'। আওয়ামী লীগ সরকারের আমলে ঠুকে দেওয়া মামলাগুলোর মধ্যে, কয়টি মামলা টিকিয়ে রাখতে পেরেছেন? একটু খোঁজ খবর নিতে পারেন।◾আমি লড়েই যাচ্ছি 'বড়ভাই' ন্যায় বিচার পেতে। আপনাকে পরাজিত করতে নয়, জিততেও নয়। শুধুই ন্যায় বিচার পেতে। মিথ্যার বিরুদ্ধে লড়েই যাবো, আপনি যতদিন লড়তে চান। যদি মহান সৃষ্টিকর্তা, ততদিন আমাকে বাঁচিয়ে রাখেন।

আপনার জন্য বহুত শুভকামনা।

◾তখন ছিল ফিল্ম ক্যামেরার যুগ। ডিজিটালের ছোঁয়া ছিল না, একেবারেই। সম্ভবত ২০০২ কিংবা ২০০৩ সালে। খাদ্য মন্ত্রী ছিলেন—অসাম্প্...
25/02/2025

◾তখন ছিল ফিল্ম ক্যামেরার যুগ। ডিজিটালের ছোঁয়া ছিল না, একেবারেই। সম্ভবত ২০০২ কিংবা ২০০৩ সালে। খাদ্য মন্ত্রী ছিলেন—অসাম্প্রদায়িক রাজনীতির নেতা, আব্দুল্লাহ আল নোমান ভাই।

◾আমার গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনায়, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রচারিতব্য একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারের দিনক্ষণ ছিল, নোমান ভাইয়ের। সময় স্বল্পতার কারণে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র যেতে না পারায়, ডাক পড়েছিল—চট্টগ্রাম সার্কিট হাউসে।

◾অন্তত ২২ কিংবা ২৩ বছর আগের এসব ছবি সংরক্ষণে, আমার বাবা—মা'র অবদানটুকুই আজ বেশ অনুভব করছি—মানুষের অধিকার আদায়ের সংগ্রামের আপোষহীন যোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ভাইকে হারানোর দিনে।

25/02/2025

◾বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী
◾বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আর নেই

14/02/2025

নিশ্চয়ই দক্ষ প্রশিক্ষকের ছোঁয়া আর দোয়া পেয়েছেন, পুলিশের এই মানবিক সদস্য। ওনার অ্যাকশনেই পালাতে বাধ্য হচ্ছিল, লোকজন। কারোরই শরীরে কোন আঘাত করতে হয়নি। স্যালুট আপনাকে।

ঠিক এই দিনেই 'জন্ম আমার'—ফেসবুকের তথ্য এমনটাই বলছে। আমার মুখের হাসি কেড়ে নিতে চেয়েও—ব্যর্থ ওরা কী জানে, আমি আরেকটা জন্মদ...
24/01/2025

ঠিক এই দিনেই 'জন্ম আমার'—ফেসবুকের তথ্য এমনটাই বলছে। আমার মুখের হাসি কেড়ে নিতে চেয়েও—ব্যর্থ ওরা কী জানে, আমি আরেকটা জন্মদিন পার করছি আজ। জন্মকে বিশ্বাস করা মানুষরা নির্ভীক হয় বরাবরই, মৃত্যুকে বিশ্বাস করা মানুষেরা বিশ্বাসঘাতক হয় না।
আমার জীবনের দিন কাটে জন্ম আর মৃত্যুকে বিশ্বাস করে, ভালোবেসে। সবার জীবন হোক হাসি আর আনন্দময়। অনুভূতির সহানুভূতি নয়, ভালোবাসা পেতে—মোর প্রার্থনা।
🙏❤️🙏

22/01/2025

মাফিয়ার বিরুদ্ধে লড়াইয়ের মাঠে থাকা দুঃসময়ে অকৃত্রিম সাহসিকতার বন্ধুদের কাউকেই ভুলিনি, ভুলবো না। ছবিটাই ইতিহাস...

12/01/2025

◾পৃথিবীতে অনেক দুঃখহীন মানুষ আছে, যারা সব দুঃখ কষ্টকে মূহুর্তেই ঝাড়িয়ে বিদায় দিতে জানে, আমি তাদেরই একজন, হয়তো। আমার জীবনের গল্প অন্তহীন। সাজানো নয়। বাস্তব গল্পকেও, হার মানার গল্প। অবিশ্বাস্য গল্পের মানুষটাই আমি। ভেবেছিলাম, যদি কখনো সুযোগ হয়, কোন এক আয়োজনে জীবনের গল্প শোনাবো, প্রজন্মকে। আমার মনের বিশ্বাস, আমার জীবনের বাস্তব গল্প শুনে কোন কোন অমানুষ, হতেও পারে মানুষ। অনুপ্রেরণা পাবে অনেকেই, ব্যর্থ জীবনকে বিদায় জানাবার প্রেরণা যোগাবে, কারোরই মনের কোণে।

◾ভালো লাগে গানটি, তাই শেয়ার করলাম। নিজের জীবনের গল্পের সঙ্গে হয়তো—মিলহীন হলেও, গান বহু মানুষের জীবনের গল্প। বহু মানুষের জীবনের গল্পকে অস্বীকার করে, নিজের জীবনের গল্পকে স্বীকার করাও দায়। কারণ সময় ও স্রোতের তীব্রগতিতে, কোন কোন জীবনের গল্প, মিথ্যার কাছে যেন সত্যের পরাজয়...

◾আহারে মানুষের বুকে কষ্ট জমে থাকার জায়গাটির বিশালতায়ও যেন, পৃথিবীর চেয়েও অনেক বড়। জগতের কোন কোন মানুষ, এ জায়গাটি পরিপূর্ণ করে সফলতা আর ব্যর্থতার গল্পে, আর কোন কোন মানুষ জায়গাটি পরিপূর্ণ করার আগেই বিদায় জানায়, হে পৃথিবী তোমাকে। সত্যিই প্রতিটি জীবন বড়ই অদ্ভুত।

◾এরপরও জীবনকে আমি উপভোগ করি। মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছে শেষ নেই। ইচ্ছে চাওয়া আর পাওয়ার জীবনকে পরিপূর্ণ করতে করতেও, অনেক জীবন হারিয়েছে পথে পথে, অকালেই। মৃত্যুকে বরণ করে, ভাগ্যকে দোষারোপ করার মানুষও কম না। আমি ভাগ্যকে বিশ্বাস না করা এক মানুষ, যিনি কর্মকে বুকে আঁকড়ে ধরেই, ভাগ্যহীন গন্তব্য পথচলাতেই ভালোবাসি...

◾বহু জীবনের গল্প লিখেছি, খবরের শিরোনামে। মানবিকতার আড়ালে লুকিয়ে থাকা, নিষ্ঠুর অমানবিকতাকেও সামনে তুলে এনেছি, শুধুই ঘুমিয়ে থাকা বিবেককে জাগিয়ে তুলতে। বহু বোবা কান্নার বাস্তব গল্পকেও গুছিয়ে লিখেছি, নিজের চোখের জলকে লুকিয়ে লুকিয়ে। কখনোই নিজের চোখের জলকে জল মনে করিনি, মনে করেছি এটাই আমার পরম করুনাময়তার অকৃত্রিম ভালোবাসা, অবিরাম আর্শিবাদের জল।

◾অনেকেরই ভালোবাসা পেয়েছি, কারোর অকৃত্রিম আর কারোর কৃত্রিম। কৃত্রিম আর অকৃত্রিম দুটোকেই, আমি সরল মনে মেনে নিয়েছি। কারোরই ভালোবাসা, কখনোই মেপে দেখারও সময় সুযোগ হয়নি, এই ব্যস্ত জীবনের। চেষ্টাও করিনি। ভেবেছি, মেপে দেখার সময়টুকু যদি কোন নষ্ট জীবনকে উপহার দিতে পারি, এটাই তো আমার পরম তৃপ্তি মধুর। অকৃত্রিম কৃত্রিম ভালোবাসার, সবাইকে ভালোবাসতে পারার মতোই তৃপ্তি, এ পৃথিবীতে আর কি আছে?

29/12/2024

সাংবাদিকতার নির্ভীকতার প্রশ্নে, আমরা আপোষহীন || আপোষহীন সাংবাদিকতার দৌড়ে, আমরাই এগিয়ে || মামলা হুমকি ধমকি, কারোর রক্তচক্ষুে, ভয় পায় না || চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ অনুসন্ধান আয়োজন, 'আড়াল' || চট্টগ্রামের এই প্রথম অনুসন্ধান আড়াল—তুলে আনবে চেনা শহরের অচেনা মুখ, খবরের অন্তরালের সব ভয়ঙ্কর খবর || অপরাধীদের মুখোশ খুলবে চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান 'আড়াল' || আড়াল তুলে ধরবে, আড়ালে লুকিয়ে থাকা সেই চেনামুখ, অপরাধীদের || গণমাধ্যম ব্যক্তিত্ব আনিসুল রহমান সাব্বিরের উপস্থাপনায় || চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ অনুসন্ধান, আড়ালে অনুসন্ধানী খবরাখবর তুলে আনবে, একঝাঁক সাহসী ও নির্ভীক তরুণ সাংবাদিক || শিগগিরই আসছে, চোখ রাখুন...চট্টগ্রাম প্রতিদিন ডিজিটালে || নিরপেক্ষ পাঠকই, আমাদের সাহস, আমাদের অনুপ্রেরণা || নিরপেক্ষতার প্রশ্নে আমরা অবিচল
সঙ্গে থাকুন টিম চট্টগ্রাম প্রতিদিনের, সঙ্গে থাকুন আড়ালের
https://www.facebook.com/profile.php?id=61565937601276





#চট্টগ্রাম_প্রতিদিন
#চট্টগ্রামের_খবর





















◾'তকমা' রাজনীতির থাবা থামবে কবে? ◾◾আগে জামায়াত শিবির হেফাজতের◾'তকমায়' কত জীবন নষ্ট হয়েছে◾◾এখন আওয়ামী লীগ ও ইসকনের◾'তকমার...
24/12/2024

◾'তকমা' রাজনীতির থাবা থামবে কবে?

◾আগে জামায়াত শিবির হেফাজতের
◾'তকমায়' কত জীবন নষ্ট হয়েছে

◾এখন আওয়ামী লীগ ও ইসকনের
◾'তকমার' রাজনীতি চর্চায় বলি হচ্ছে
◾কত অসহায় নিরীহ মানুষেরা

AYAN SARMA Ayan Sarma



21/12/2024

চট্টগ্রামের এই প্রথম—মুখোশের আড়ালে, চেনা শহরের অচেনা মুখ, খবরের অন্তরালের ভয়ঙ্কর খবর। অপরাধীদের মুখোশ খুলবে চট্টগ্রাম প্রতিদিন অনুসন্ধান 'আড়াল', চোখ রাখুন...চট্টগ্রাম প্রতিদিন ডিজিটালে।

◾ক্লিক করুন, সঙ্গেই থাকুন—'আড়াল'
https://www.facebook.com/profile.php?id=61570731786014&mibextid=ZbWKwL

◾ক্লিক করুন, সঙ্গেই থাকুন, চট্টগ্রাম প্রতিদিনে https://www.facebook.com/profile.php?id=61565937601276





#চট্টগ্রাম_প্রতিদিন
#চট্টগ্রামের_খবর


















◾আমার মলিন চেহারার ছবি দেখতে অনেকেরই রিকুয়েষ্ট ছিল। আজ মলিনতার ছবি উপহার দিলাম।◾১৯৮৭ সালে মারা যায় অর্পন নামে আমার এক ছো...
16/12/2024

◾আমার মলিন চেহারার ছবি দেখতে অনেকেরই রিকুয়েষ্ট ছিল। আজ মলিনতার ছবি উপহার দিলাম।

◾১৯৮৭ সালে মারা যায় অর্পন নামে আমার এক ছোট ভাই। ১৯৮৯ সালে মারা যায় ছোট বোন শালুক। ১৯৯৩ সালে বিলাস নামে আমার আরেক ছোট ভাই মারা যায়। শৈশবকালে স্কুল শিক্ষক আমাকে জানতে চেয়েছিলেন, আমি স্কুলে আসিনি কেন, ১৯৯৩ সালে চট্টগ্রাম হাটহাজারী সড়কে মদনহাটে ফতেপুর উচ্চ বিদ্যালয়ে।

◾আমি হেসে হেসে বলেছিলাম, আমার ছোটভাই মারা গেছে, তাই। এ কথা শোনার পর আরও বেপরোয়া পেটাচ্ছিলেন, আমার শ্রদ্ধেয় স্কুল শিক্ষক। একপর্যায়ে আমি জ্ঞান হারায় কিচ্ছুক্ষনের জন্য। বাস্তবতার গল্পটা আজ এখানেই থাকুক।

◾জানি না, আমার প্রিয় শিক্ষক এখন কোথায়। তখন শুনেছিলাম, ওনার বাড়ি যশোর। অনেক চেষ্টা করেও খুঁজে পেলাম না। আজ বেশ মন চায়, পা ছুঁয়ে ক্ষমা চাইতে...

Ayan Sarma

AYAN SARMA



14/12/2024

◾অভিমান আজ ভুলেছি...

AYAN SARMA



Address

Jamal Khan Road
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when AYAN SARMA চট্টগ্রাম প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share