চুন্টা প্রকাশ

চুন্টা প্রকাশ সবাইকে বলছি কেউ নিরাশ হবেন না। একদিন স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।

যানযটে আটকা পড়ে কিছুটা পথ হেটে ও পরে সাংবাদিকের মোটরসাইকেলে করে আশুগঞ্জ থেকে বিশ্বরোড আসলেন সড়ক উপদেষ্টা। প্রায় আড়াই ঘন্...
08/10/2025

যানযটে আটকা পড়ে কিছুটা পথ হেটে ও পরে সাংবাদিকের মোটরসাইকেলে করে আশুগঞ্জ থেকে বিশ্বরোড আসলেন সড়ক উপদেষ্টা। প্রায় আড়াই ঘন্টা তিনি যানযটে আটকা ছিলেন।

06/10/2025

অরুইয়াল বনাম লোপাড়া

কালকে অরুইয়াল গ্রেন্ড ফাইনালে কে গোল করবে সিল্লাহ নাকি পাপ্পু
05/10/2025

কালকে অরুইয়াল গ্রেন্ড ফাইনালে কে গোল করবে সিল্লাহ নাকি পাপ্পু

04/10/2025

সরাইলে ভাটি অঞ্চলের মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আখতার হোসেন

02/10/2025

সিলেট জেলার সেরা মিডফিল্ডার পাপ্পুর চুন্টা প্রকাশের সৌজন্য সাক্ষাৎকার -নিবেদক Riduan Ahmed

ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাষ্টার আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির মনোনয়ন...
29/09/2025

ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাষ্টার আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ছাত্রদল থেকে বেড়ে উঠা সোনালী ফসল। এ রাজনীতিক এখন বিএনপির জেলা কমিটির সদস্য। এর আগে তিনি ব্রাহ্মণ বাড়িয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সম্পাদক মন্ডলির সদস্যসহ যুবদল ও বিএনপির সরাইল উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি মাধ্যমিক শিক্ষকদের নিয়ে গঠিত কমিটির ও সাধারণ সম্পাদক। নিজের সন্তানদের তৈরি করেছেন মানব সেবার জন্য। তিন সন্তানের সবাই ডাক্তার। তাদের নির্দেশ দিয়েছেন গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার। সন্তানরা ও বাবার এ নির্দেশ পালন করেন যথাযথ।
বিএনপির মনোনয়ন পেলে আগামী উপজেলা নির্বাচনে তিনি হবেন একজন হেভিওয়েট প্রার্থী।

28/09/2025

আজকের খেলার ফলাফল লোপাড়া ১ ধামাউরা ০
অভিনন্দন লোপাড়া একাদশ

চুন্টা ইউনিয়নের গর্ব, বিমান বাহিনীর সার্জেন্ট    #মোজাহিদ  #হোসাইন আজ জাতিসংঘের শান্তি মিশনে যোগ দিতে যাচ্ছে। সে যেন অর্...
28/09/2025

চুন্টা ইউনিয়নের গর্ব, বিমান বাহিনীর সার্জেন্ট #মোজাহিদ #হোসাইন আজ জাতিসংঘের শান্তি মিশনে যোগ দিতে যাচ্ছে।

সে যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশ ও জাতির মর্যাদা অক্ষুণ্ণ রাখেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মাথা উঁচু করেন।

আল্লাহর রহমতে দায়িত্ব শেষ করে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুন—এই দোয়াই করি। 🇧🇩✨

ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল আশুগঞ্জ) বহিরাগত ও জোটের কোন প্রার্থী জনগন দেখতে চায় না।
28/09/2025

ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল আশুগঞ্জ) বহিরাগত ও জোটের কোন প্রার্থী জনগন দেখতে চায় না।

27/09/2025

চুন্টা ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার।
সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আতিক উল্লাহ সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে।

চুন্টা ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার।সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আতিক উল্লাহ সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্...
27/09/2025

চুন্টা ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার।
সাবেক মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আতিক উল্লাহ সাহেবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে।
উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, হাজী বাহার মিয়া, সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসার।
হিরা মিয়া মাষ্টার সহ-সভাপতি অত্র মাদ্রাসার।
সাবেক মুহতামীম আলহাজ্ব হযরত মাওলানা আতিক উল্লাহ সাহেবের বিদায়ী বেলা বলেছেন, আমি এই মাদ্রাসায় দীর্ঘ ৪০বছর দায়িত্ব ছিলাম। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে এ মাদ্রাসার জন্য কাজ করে গিয়েছি। আমি চলে যাচ্ছি তারপরও সব সময় মাদ্রাসার সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যারা আলেম উলামা এবং এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার আহ্বান আপনারা এ মাদ্রাসার প্রতি সবসময় খোঁজ-খবর রাখবেন এবং সহযোগিতা করবেন।
আরোও উপস্থিত ছিলেন, মাওলানা আসাদুল্লাহ, মাওলান সুলাইমান, মাওলানা সুলতান উদ্দিন, মুফতি কামাল হোসেন, হাফেজ মাও: আসাদুল্লাহ, মুফতি সলিমুল্লাহ, হাফেজ নিজাম উদ্দিন, মাও.নুরে আলম আশ্রাফী, মাও. ওবায়দুল্লাহ আরেফী অনেক আলেম ওলামাগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।।

চুন্টা প্রকাশ পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন ।

27/09/2025

অরুইয়াল বনাম গলানিয়া আজকের প্রথম সেমি ফাইনাল ম‍্যাচ

Address

Chittagong

Telephone

+8801715971580

Website

Alerts

Be the first to know and let us send you an email when চুন্টা প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চুন্টা প্রকাশ:

Share