07/06/2025
🌺🌺🌺 শুভ পাণ্ডব ও নির্জলা একাদশী
একাদশী ব্রত ফল কিভাবে নষ্ট হয়?
আমরা অনেকেই একদশী ব্রত পালন করি, কিন্তু আমরা কি সঠিকভাবে পালন করছি?
◾হরিভক্তিবিলাসে উল্লেখ আছে, ব্রত উপবাস দিনে যদি বারে বারে জল পান করে, তাম্বুল (পান) খায়, দিবাভাগে ঘুমায়, মৈথুন কর্মে যুক্ত থাকে তাহলে এই কর্মগুলি ব্রত দূষিত করে। তাহলে ব্রত উপবাস করার ফল নষ্ট হয়ে যায়।
◾একাদশী তিথিতে উপবাস করাই শ্রেয়। যদি সম্ভব না হয় তবে অনুকল্প প্রসাদ পাওয়া যেতে পারে। তবে উদর পুর্তি করে প্রসাদ পাওয়া উচিত নয়।
◾একাদশী তিথিতে ক্ষৌর কর্ম (চুল, নখ কাটা) নিষিদ্ধ।
◾একাদশী তিথিতে রান্নায় সয়াবিন তেল ব্যবহার করা অনুচিত। সানফ্লাওয়ার তেল বা ঘী ব্যবহার করা উচিত।
◾একাদশী তিথিতে অনেকেই শ্যামা চালের খিচুড়ি খেয়ে থাকেন। বিশেষ করে অনেক রেস্টুরেন্টগুলোতে শ্যাম চাল রান্না করা হয় অনেকে না জানেই তা গ্রহণ করেন। একাদশীতে শ্যামা চাল দিয়ে তৈরি কোন কিছু খাবেন না। এটি একাদশীর দিন বর্জনীয়।
◾একাদশী বলতে অনেকেই মনে করে আটার রুটি খেয়ে থাকা। কিন্তু একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষেধ । আটার রুটি পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে তাই এটি একাদশীর দিন খাওয়া যাবেনা।
◾ গাজর, শিম,বরবটি, মটরশুটি একাদশীতে বর্জন করতে হয়। রান্নায় পাঁচফোড়ন ব্যবহার করা যাবে না এতে সরিষা থাকে। সরিষা বর্জনীয়।
◾তৈলমর্দন, সাবান,শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়।
◾পরনিন্দা, পরচর্চা, প্রজল্প করা উচিত নয়। সকল প্রকার পাপ কার্য থেকে বিরত থাকা উচিত।
◾একাদশীর উপবাস সার্থক হয় তখনই যখন শ্রীহরির নাম জপ,শ্রীহরির কথা চিন্তন, হরিকথা শ্রবন, কীর্তনে দিন অতিবাহিত হয়।
হরে কৃষ্ণ,,,,