14/07/2025
১৫ জুলাই যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ককে ছাত্রলীগের কর্মীরা ধরে নিয়ে যায় তখন আমি Sha Jalal সহ আমার বন্ধু Mahbubur Rahman , Abdullah AL Mahin , জশদ জাকির, মোজাম্মেল হক হৃদয় মিলে তাত্ক্ষণিকভাবে একটি মিছিল নিয়ে তাকে ছাড়িয়ে নিতে যাই। ঠিক তখনি আমাদের উপর এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
ইতিহাস বারবার ফিরে আসে কিন্তু মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়না।
লীগের আক্রমণের ধরনের সাথে এখন কাদের আক্রমণের মিল পাওয়া যায় বলতে পারবেন?