Mission Hackers Bangladesh

Mission Hackers Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mission Hackers Bangladesh, Chittagong.

Cybersecurity & Ethical Hacking Instructor at BICS | CSE graduate from University of Chittagong | 3 years’ experience | Teaching ethical hacking, penetration testing, malware analysis & reverse engineering | Kali Linux, Metasploit & Wireshark expert.

29/10/2025

Programming ছাড়াও কি Ethical Hacking শেখা সম্ভব???

আলহামদুলিল্লাহ mission-5 batch এর ১ম ক্লাস অনুষ্ঠিত হলো। ২মাসের জার্নি শুরু হলো আজ থেকে। শেষ পর্যন্ত লেগে থাকলে ইনশাআল্ল...
26/10/2025

আলহামদুলিল্লাহ mission-5 batch এর ১ম ক্লাস অনুষ্ঠিত হলো। ২মাসের জার্নি শুরু হলো আজ থেকে। শেষ পর্যন্ত লেগে থাকলে ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারবো।
সবার জন্য শুভকামনা 🎇

26/10/2025

সবাইকে private Community তে যুক্ত করা হয়েছে। আজ রাত ১০:০০ টায় মেইন ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
Mission Hackers Bangladesh
আপনাদের ভরসা রাখবেই।

25/10/2025

৫ম ব্যাচের মেইন ক্লাস আগামীকাল থেকেই শুরু হচ্ছে ইনশাআল্লাহ।।

24/10/2025

যে ভুলগুলো করলে আপনি কখনোই নতুন কোন স্কিল ডেভেলপ করতে পারবেন না ।।

হয় আপনি ফেইল করবেন নাহয় একরাশ হতাশা নিয়ে শেখা ছেড়ে দিবেন।

24/10/2025

এই ভিডিও দেখার পর একজন রেগুলার User, Windows যত Smoothly ব্যবহার করতে পারে তারা Kali Linux এর Commandline ও একইভাবে Smoothly ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ
ভিডিও লিংক👇

আমরা কোর্স বিক্রি করি না — আমরা বিক্রি করি ভ্যালু।আমরা বিক্রি করি একটা ফ্রেমওয়ার্ক, যা আপনাকে শেখার পথে হারিয়ে যেতে দেবে...
23/10/2025

আমরা কোর্স বিক্রি করি না — আমরা বিক্রি করি ভ্যালু।

আমরা বিক্রি করি একটা ফ্রেমওয়ার্ক, যা আপনাকে শেখার পথে হারিয়ে যেতে দেবে না।

আমরা বিক্রি করি একটা সিস্টেম, যেটা একবার তৈরি করলে, বারবার আপনার জন্য কাজ করবে।

আমরা বিক্রি করি বাস্তব কেস স্টাডি, যেগুলো বইয়ের উদাহরণ নয় — বরং রিয়েল প্রজেক্ট আর বাস্তব কাজের অভিজ্ঞতা থেকে তৈরি।

আমরা বিক্রি করি একটা কমিউনিটি ও নেটওয়ার্কিং এনভায়রনমেন্ট, যেটা শুধু কানেকশন না, বরং আপনার গ্রোথের সবচেয়ে বড় শর্টকাট।

🎯 কোর্স শেষ হয়, কিন্তু সিস্টেম থাকে চলমান — কারণ Game Always On!

অনেকে বলে —
“ভাই, ২৫টা ক্লাসে এত টপিক কভার করা কি সত্যিই সম্ভব?”
আমাদের উত্তর —
একবার আমাদের শেখানোর স্টাইলটা দেখলেই বুঝবেন, কত দ্রুত আর পরিষ্কারভাবে শেখানো যায়।

এর পাশাপাশি থাকবে কয়েকটি স্পেশাল ক্লাস,
যেখানে ইনশাআল্লাহ Bug Hunting করে ইনকাম করার পুরো প্রসেস A to Z হাতে-কলমে দেখানো হবে।

আলহামদুলিল্লাহ Mission-5 ব্যাচের ক্লাস শিডিউল রেডি।26 October থেকে মেইন ক্লাস শুরু ইনশাআল্লাহ। আপনি রেডি তো?
23/10/2025

আলহামদুলিল্লাহ Mission-5 ব্যাচের ক্লাস শিডিউল রেডি।
26 October থেকে মেইন ক্লাস শুরু ইনশাআল্লাহ।
আপনি রেডি তো?

আলহামদুলিল্লাহ আমাদের Mission Hackers Bangladesh এর ৫ম ব্যাচ(Mission-5) এর Orientation Class অনুষ্ঠিত হলো। ৩ মাসের জীবনম...
21/10/2025

আলহামদুলিল্লাহ আমাদের Mission Hackers Bangladesh এর ৫ম ব্যাচ(Mission-5) এর Orientation Class অনুষ্ঠিত হলো। ৩ মাসের জীবনমুখী জার্নি শুরু হলো আজ থেকে।
আল্লহর উপর ভরসা রেখে শেষ পর্যন্ত লেগে থাকলে ইনশাআল্লাহ সফলতা আসবেই।
এই ব্যাচে একটা ভালো লাগার ব্যাপার হলো আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ জনও যুক্ত হয়েছেন, যাদের আগে থেকেই Ethical hacking Sector এ ভালো ধারণা রয়েছে।
ইনশাআল্লাহ আমরা বেসিক থেকে একদম ডিপ লেভেল পর্যন্ত কভার করবো যেন সবারই Practical Knowledge অর্জন হয়।

21/10/2025


যারা রেজিষ্ট্রেশন করেছেন তাদেরকে প্রাইভেট গ্রুপে এড দেয়া হয়েছে।
আজ রাত ১০:০০ টায় দেখা হচ্ছে ইনশাআল্লাহ🖤

🎆ইনশাআল্লাহ আগামীকাল থেকেই আমাদের Mission-5 Batch এর অফিসিয়ালি যাত্রা শুরু হচ্ছে। এ যাত্রায় আপনিও আমাদের সাথে জয়েন হতে প...
20/10/2025

🎆ইনশাআল্লাহ আগামীকাল থেকেই আমাদের Mission-5 Batch এর অফিসিয়ালি যাত্রা শুরু হচ্ছে।
এ যাত্রায় আপনিও আমাদের সাথে জয়েন হতে পারেন।
জীবনে ছোট পদক্ষেপ গুলোই একসময় বড় ফলাফল তৈরী করে।
জীবনে একটু ঝুকি নিয়ে যদি ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কেন নিবেন না।
আপনার বিশ্বাস এবং ভরসা আমরা রাখবোই ইনশাআল্লাহ।
জীবনমুখী এ যাত্রায় আপনিও আমন্ত্রিত।
চলুন একসাথে স্বপ্ন ছুঁই🏃‍♂️💯

সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে রাত ১০:০০ টায় ইনশাআল্লাহ।

17/10/2025

আপনাদের সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা হাতে ৫ দিন সময় রেখে আমাদের সাপোর্ট টিম এবং স্টুডিও সেটআপ করি।

✅ এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন, তাদেরকে আন্তরিক Welcome।
✅ যারা ভর্তি হতে আগ্রহী, তারা অবশ্যই 18 October এর মধ্যে ফর্ম পূরণ করবেন ইনশাআল্লাহ।

📌 মনে রাখবেন:

ক্লাস শুরু হওয়ার পর চলমান ব্যাচে (Running Batch) আর কেউ ভর্তি হতে পারবেন না।

ভর্তি মিস করলে আপনাকে পরবর্তী ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

১৮ অক্টোবরের পর ৬০% ডিসকাউন্ট আর কার্যকর হবে না।

আমরা Rules and Regulations এর ব্যাপারে একদম স্ট্রিক্ট — সেটা ক্লাস শুরু হলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের প্রতিটি Commitment ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে — ডেমো ক্লাস থেকে শুরু করে সম্পূর্ণ কোর্সে কি কি থাকবে সবকিছুই আপনাদের সামনে রয়েছে।

👉 এত কিছু কোর্স শুরু হওয়ার আগেই দেওয়ার উদ্দেশ্য হলো, যেন আপনারা সহজেই সঠিক ডিসিশন নিতে পারেন।

📅 দেখা হচ্ছে ক্লাসে, ইনশাআল্লাহ।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mission Hackers Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mission Hackers Bangladesh:

Share