Sultana Nishi

Sultana Nishi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sultana Nishi, Digital creator, Chittagong.
(1)

26/04/2025

**খুবই গুরুত্বপূর্ণ similar word meaning.**

**⭕ Time (সময়) – Times (বার)**

**⭕ Food (খাদ্য) – Foods (খাবারের তালিকা)**

**⭕ wood (কাঠ) – Woods (বন )**

**⭕ good ( ভাল) – Goods (পন্য)**

**⭕ crop (শস্য) – Crops (শস্যের প্রকারভেদ)**

**⭕ Manner ( পদ্ধতি) Manners (অাচার-অাচরন)**

**⭕ Custom (প্রথা) Customs (শুল্ক)**

**⭕ Return (ফিরে দেখা) – Returns ( বিবরণী)**

**⭕ Colour (রঙ) – Colours ( পতাকা)**

**⭕ Iron (লোহা) Irons (লোহার শিকল)**

**⭕ Sand (বালু) Sands ( মরুভূমি)**

**⭕ Arm ( বাহু) Arms (অস্ত্র)**

**⭕ corn (ভূট্রা) – Corns (পায়ের শিকল)**

**⭕ Water (পানি) – Waters (জলাশয়)**

**⭕ Beside (পাশে / নিকটে)- Besides (অধিকন্তু / তাছাড়া)**

**⭕ Corps (সৈন্যদল) - Co**se (মূতদেহ)**

**⭕ Sometime (একদা) - Sometimes (কখনও কখনও)**
(copy)

07/11/2024
03/11/2024

অনেক সুন্দর একটা পেইজ

Keep patience above allah
02/11/2024

Keep patience above allah

সময়ের নাম,,, দেখে নিন
29/10/2024

সময়ের নাম,,, দেখে নিন

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডি...
21/10/2024

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সুত্র: খন্দকার কামরুল হুদা, স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব, ১৯৯৫, পৃ. ৩২, বাংলাপিডিয়া

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sultana Nishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share