Trade World

Trade World I'm Jasim Uddin .BSS(Hons),MSS,LLB. Consultant -Lifestyle,Legal affairs,Political issue, human behavior & reliable news. Cell:01842109898(WhatsApp)

Social service for better society & culture.I fight for corruption free Bangladesh to reform Bangladesh. Our factory is situated at Baizid Bostami,Chittagong. You can contact with me to purchase your rod for anywhere in the country.

দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে কত সব বাহিনী। তবু থামছে না হত্যা,খুন, রাহাজানি!! শান্তি শৃঙ্খলায়...পুলিশ বাহিনী রেব বাহি...
26/10/2025

দেশের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে কত সব বাহিনী।
তবু থামছে না হত্যা,খুন, রাহাজানি!!
শান্তি শৃঙ্খলায়...
পুলিশ বাহিনী
রেব বাহিনী
ডিবি পুলিশ
সহোযোগিতায়...
এন এস আই
সিআইডি
তারপর আবার নতুন মাত্রায়
যোগ হয়েছিল..
পি...বি...আই
পি বি আই সৃষ্টির ফলে মনে হচ্ছে ডিবি পুলিশের কার্যক্রমের গুরুত্ব কিছুটা কমে গেছে। বাকিটা ইতিহাস...

হুদাই হুদাই এতো সব বাহিনী!
জনগণের শুধু আহাজারি!!!

25/10/2025
23/10/2025
23/10/2025
23/10/2025

জিলাপীর প্যাঁচ।
কানপেতে শুনে জামাইয়ের কানে ইন্ধন যোগায় পরিবারে সাথে মিলেমিশে থাকা পন্ড করে সেপারেশনে শক্তি যোগায় বউ সমাজ। মা হওয়ার পর সন্তানদের মিলেমিশে থাকার উপদেশ বাণী শুনায় আমাদের নারী সমাজ।😝😝

22/10/2025

পরিচালনা করতে না পারলে প্রয়োজনে বিদেশী দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হোক কিন্তু বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না। এটা মোটা অংকে টাকা হাতিয়ে নেয়ার ফন্দি

22/10/2025

👉চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রোববার যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ফেনী হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্ণাঢ্য কর্মজীবনে জনাব সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং ইকোনোমিক এনালিস্ট হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে দায়িত্ব পালন করেছেন।

নবনিযুক্ত জেলা প্রশাসক দায়িত্ব পালনে চট্টগ্রামের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।👌

***হকার বাহিনী 👉গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এর হকার উচ্ছেদ অভিযানের পর অনেক রাস্তা ও ফুটপাত হকার মুক্ত দেখা যাচ্ছ...
22/10/2025

***হকার বাহিনী
👉গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র এর হকার উচ্ছেদ অভিযানের পর অনেক রাস্তা ও ফুটপাত হকার মুক্ত দেখা যাচ্ছে।

👉বিকাল ৫টার পরে নয়,একেবারে ভোর ৫টা থেকে হকার রাস্তা ও ফুটপাত দখলে নিতে মরিয়া!!

👉কর্মসংস্হানহীন দরিদ্র পরিবার গুলো হকার ব্যবসার পথ বেছে নিতে বাধ্য হয়।
তাদের মাথায় রাখা উচিত তাদের দ্বারা ময়লা আবর্জনা,যানজট ও ফুটপাতে হাটতে যেন সমস্যা না হয়।কিছু কিছু হকারদের আচরণের কারণে সবাই ভোগান্তি ভোগ করতে হয়।
প্রস্তাবনা:
👉 গরীব হকার দ্বারা যানজট,ফুটপাতে চলাচল সমস্যা ও ময়লা আবজনা সৃষ্টি হলেও সিটি করপোরেশনের লোকজন তা পরিস্কার করে।
কিন্তু এসব হকার এর উপর বিভিন্ন মহল চাঁদাবাজি করে খাওয়ার চেষ্টা করে।হকার গ্রুপ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজি প্রতিহত করা উচিত।
হকার মনে করে চাঁদা দিলে তাদের রাস্তা ক্লিয়ার থাকবে।আসলে ভুল ধারণা।
হকার সমিতি ঐক্যবদ্ধভাবে সিটি করপোরেশন এর কাছে একটি সুশৃঙ্খল নিয়মে বসার সুযোগ করে দিতে আবেদন করতে পারে।এবং শুধুমাত্র সিটি করপোরেশন দেখাশোনা করবে এবং মাসিক একটা ফি সিটি করপোরেশনে যারা ময়লা আবর্জনা পরিস্কার করে তাদের জন্য দিতে পারে।
এতে নানা রাজনৈতিক দল ও বিভিন্ন চাঁদাবাজ বাহিনী হকারদের হয়রানি করতে পারবে না।

লেখক: জসিম উদ্দিন
লোকপ্রশাসন বিভাগ
চবি ৩৮ ব্যাচ।

゚viralシviralシfypシ゚viralシalシ #চাদাবাজ ゚viralシalシ #সিটিকরপোরেশন

22/10/2025

Address

Baizid Bostami, Nasirabad Industrial Area
Chittagong
4210

Alerts

Be the first to know and let us send you an email when Trade World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trade World:

Share