নূর মিডিয়া NOOR MEDIA

নূর মিডিয়া NOOR MEDIA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নূর মিডিয়া NOOR MEDIA, Media, Chittagong.
(1)

12/10/2025

নগরীর খুলশী থানায় আটকে রেখে যমুনা টিভির সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাতকে মা * র ধ র করেছেন নগর পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলাম। এমন অভিযোগ করেছেন তিনি।

12/10/2025

আনোয়ারা উপজেলার দক্ষিণে অবস্থিত প্রত্যন্ত অঞ্চল গহিরায় নির্মিত হলো পূর্ব গহিরা গাউছিয়া আজিজিয়া জামে মসজিদ। মসজিদটি উদ্বোধন সম্পন্ন হয়েছে ১০অক্টোবর শুক্রবার।

08/10/2025

৪ অক্টোবর কর্ণফুলী টানেলে ভয়াবহ বাস দুর্ঘটনার পরবর্তী।

ভয়াবহ এই বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজন নিহত হয়েছে, আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন অনেকে।

দূর্ঘটনার ভয়াবহতা ও লক্ষ্য করা গেছে টানেল কর্তৃপক্ষের দূর্ঘটনা পরবর্তী বাস উদ্ধার এর পর চারপাশে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত ও দুর্ঘটনার ক্ষত চিহ্ন।

এভাবে ঝরে গেলো একটি তাজা প্রাণ, হারালো একটি পরিবারের সন্তান ও সন্তান হারালো বাবাকে, স্ত্রী হারালো স্বামী কে।

বেপরোয়া গতিতে গাড়ি চালানো, সিটের বাইরে অতিরিক্ত যাত্রী নেওয়া, ফিটনেস বিহীন গাড়ি, চালকদের অসচেতনতা সহ আরো অসংখ্য কারণ জড়িয়ে আছে এই দুর্ঘটনায়।

যা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অতি জরুরি। ওভার স্পিড পরিহার করার জোর দাবি।

টানেল কর্তৃপক্ষ আরো কঠিনতর পদক্ষেপ গ্রহণ না করলে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

08/10/2025

আমি আপনাদের বোন, আপনার আমার ভাই।

04/10/2025

নর্থ সাউথ ইউনিভার্সিটির এক যুবক সবার সামনে পদদলিত করছে পবিত্র কোরআন মাজি দ কে। তোলপাড় সারা দেশ

03/10/2025

পতেঙ্গা মাইজপাড়ায় আলীর দোকানে চালু হলো এবিএন মিনি সুপার শপ।

03/10/2025

খালি গলায় তার গায়কীতে আপনি মুগ্ধ হবেন।
িষ_দাও_আমারে

28/09/2025

ইসলামী ব্যাংক কোম্পানিগঞ্জ শাখা থেকে চট্টগ্রামের ছেলেকে মে রে বের করে দেয়া হয়েছে। তাকে স্থানীরাও আঘাত করেন বলে জানা গেছে।

28/09/2025

গতকাল পরীক্ষা দেয়নি বলে আজ সরাসরি অফিসে ঢুকতে দিচ্ছেনা ইসলামী ব্যাংক। কোন লিখিত নোটিশও দেয়া হয়নি। লাইভে এসে সাহায্য চাইলেন অফিসাররা।

27/09/2025

সাগর পাড়ে আহাজারি করছেন বাবা।
সন্তান হারিয়ে গেছে সাগরে।
আদৌ কি বাবার কাছে ফিরবে?

27/09/2025

এয়ারপোর্ট থেকে নামার পর এনসিপি নেতা আক্তারকে টেরো * রিস্ট বলে তার দিকে ডিম নিক্ষেপ করেন। তবে সাথে থাকা মির্জা ফখরুল ও ডাঃ তাসনিম জারাকে সম্মান দেখিয়ে কোন আঘাত করেননি ।

22/09/2025

টানা ৪০দিন জামাতে নামাজ পড়ে শিশু-কিশোররা পেলেন বাইসাইকেল সহ নানান রকমের উপহার। আয়োজনে কারা রয়েছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে ।

Address

Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when নূর মিডিয়া NOOR MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category