24/11/2025
বর্তমানে New Zealand এ PhD প্রোগ্রামের জন্য 2025 /2026 Intake এ স্কলারশিপের জন্য আবেদন চলছে।
New Zealand এ PhD প্রোগ্রামে ফুল স্কলারশিপ পেতে হলে প্রোফাইল অনুযায়ী সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, সুপারভাইজার ম্যানেজমেন্ট, রিসার্চ প্রপোজাল, স্টেটমেন্ট অফ পারপাস (SOP) অথবা স্কলারশিপের জন্য পারফেক্টলি আবেদন করা অনেক গুরুত্বপূর্ণ।
আপনার ভালো সিজিপিএ এবং আইইএলটিএস থাকা সত্ত্বেও যদি সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন না করতে পারেন এবং বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স অনুযায়ী আবেদন করতে না পারেন, তাহলে হাই চান্স আছে আপানার এপ্লিকেশন রিজেক্ট হওয়ার।
তাই, ONLY PhD প্রোগ্রামে এডমিশন ও স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য আমরা এলিজিবল শিক্ষার্থীদের সাহায্য করে আসছি।
🎗️আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো, যদি:
✅ আপনার ব্যাচেলর'স বা মাস্টার'স প্রোগ্রামে কমপক্ষে সিজিপিএ ৩.৫ বা ৭০% মার্ক থাকে ।
✅ ওভারঅল আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ এবং কোনো ব্যান্ড ৬ এর নিচে না থাকে।
✅ ব্যাচেলর'স বা মাস্টার'স প্রোগ্রামে থিসিস বা রিসার্চ প্রজেক্ট থাকে অথবা ভালো মানের পাবলিকেশন্স থাকে।
🎗️আমরা যেভাবে আপনাকে হেল্প করতে পারবো:
✅ বিশ্ববিদ্যালয় নির্বাচন: প্রথম স্টেপেই আপনার প্রোফাইল নিয়ে একটা Preliminary Assessment করবো এবং ডিসিশন নিবো কোন টাইপের বিশ্ববিদ্যালয়ে/প্রোগ্রামে/দেশে আবেদন করলে এডমিশন/স্কলারশিপ সম্ভাবনা ভালো থাকবে। তারপর, আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে উপযুক্ত প্রোগ্রাম এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করবো যেখানে এডমিশন এবং স্কলারশিপ পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।
✅ সুপারভাইজার ম্যানেজমেন্ট:
আপনার প্রোফাইল ও রিসার্চ ইন্টারেস্ট অনুযায়ী পটেনশিয়াল সুপারভাইজার নির্বাচন করবো, সুপারভাইজারদের জন্য ইমেইল ফরমেট রেডি করবো, এবং তাদেরকে ইমেইল করবো। বিশ্ববিদ্যালয়/দেশভেদে সুপারভাইজার ম্যানেজমেন্ট প্রক্রিয়া ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়াতে অনেক বিশ্ববিদ্যালয়ে সুপারভাইজার ম্যানেজ করার জন্য Expression of Interest (EOI) সাবমিট করতে হয়। তাই, আমরা মূলত বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করবো সুপারভাইজার ম্যানেজ করবো। আর আপনার ইমেইল থেকেই সুপারভাইজারদের ইমেইল করা হবে এবং এর ফলে আপনি চেক করতে পারবেন আমরা কিভাবে সুপারভাজারদের Email বা Reply করি।
✅ এডমিশন/স্কলারশিপের জন্য এপ্লিকেশন: বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাকশন্স ফলো করে এডমিশন/স্কলাশিপের জন্য নির্ভুলভাবে আবেদন করবো। তাছাড়া, আবেদন করার সময় বেশ কিছু ডকুমেন্টস এপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে হবে। প্রতিটি ডকুমেন্ট আমরা সঠিকভাবে রেডি করবো/কালেক্ট করার জন্য আপনাকে সাহায্য করবো। তারপর, এপ্লিকেশন পোর্টালে আপলোড করে দিবো। এপ্লিকেশন করার জন্য আপনার ইমেইল এড্রেস ব্যবহার করা হবে এবং এপ্লিকেশন সাবমিট করার আগেই এপ্লিকেশন পোর্টাল এর লগইন এক্সেস আপনাকে দেয়া হবে যাতে আপনি এপ্লিকেশন ফর্ম/অন্যান্য বিষয় ভালো করে চেক করতে পারেন।
✅ রাইটিং সার্ভিস: আবেদনের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস (SOP), রিসার্চ প্রপোজাল অথবা অন্যান্য রাইটিংস। আমাদের আছে একঝাঁক কোয়ালিটি রাইটার্স যাদের অধিকাংশই কানাডা/ইউএসএ/অস্ট্রেলিয়া/সাউথ কোরিয়াতে স্কলারশিপ/সেলফ ফান্ডিং এ লেখাপড়া করেন। এডমিশন/স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় সকল রাইটিংস আমাদের রাইটিং টীম লিখে দিবে। তাছাড়া, আপনি চাইলে নিজে ও লিখতে পারেন এবং যদি আপনি লিখেন আমরা আপনার রাইটিংগুলো রিভিউ করে
দিবো।
আপনি যদি আমাদের সাপোর্ট নিতে আগ্রহী হয়ে থাকেন, বিস্তারিত জানতে আমাদেরকে মেসেজ করুন। 👇