সন্দ্বীপ সংযোগ

সন্দ্বীপ সংযোগ মানুষের জন্য কথা বলি।
Speak for people.
(3)

03/07/2025

সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা সংকেত আগামীকাল ফেরী কপোতাক্ষ এবং শীপ মালঞ্চ চলাচল বন্ধ থাকবে

02/07/2025

এনাম নাহার থেকে চৌমুহনী বাজার পূর্বে টুকু মুন্সির স্কুল এই পথে একটা টাকার ব্যাগ মহিলার পার্সেল হারিয়ে গেছে।কোনো হৃদয়বান ব্যাক্তি যদি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।০১৬৩৩৭১৪১৭৯

আগামীকাল বৃহস্পতিবার সন্দ্বীপ গুপ্তছড়া পন্টুন থেকে শিপ এম.বি মালঞ্চ ছেড়ে যাবে সকাল ৮ টা ৩০ মিনিটে। একদিকে থেমে ধমকা বাতা...
02/07/2025

আগামীকাল বৃহস্পতিবার সন্দ্বীপ গুপ্তছড়া পন্টুন থেকে শিপ এম.বি মালঞ্চ ছেড়ে যাবে সকাল ৮ টা ৩০ মিনিটে।

একদিকে থেমে ধমকা বাতাস অন্যদিকে উত্তাল সাগর এ অবস্থায় সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেয়ার জন্য সবচেয়ে নিরাপদ নৌ যান BIWTC এর শিপ এম.বি মালঞ্চ।

02/07/2025

দুবাই প্রবাসী মানিব্যাগ হারিয়ে ফেলেছেন।ব্যাগের ভিতরে টাকা এবং দুবাইয়ে আইডি কার্ড ছিল।যদি কেউ ব্যাগটি পেয়ে থাকেন টাকা গুলো রেখে আইডি কার্ডটি ফেরত দেওয়ার অনুরোধ রইল।
যোগাযোগ +880 1881-746891
আইডি কার্ডের ছবি কমেন্ট বক্সে

02/07/2025

আগামীকাল ৩ জুলাই রোজ বৃহস্পতিবার ফেরী কপোতাক্ষ এবং শীপ মালঞ্চ চলাচলের সময় সুচি চলাচল

02/07/2025

তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে নদীবন্দরে কোন সতর্ক সংকেত নেই।
ফেরী কপোতাক্ষ চলাচলের সময় সুচি সন্ধ্যা ৭ টা জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার গুনগতমান উন্নয়নে জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।সহকারী শিক্ষক কাজী আনোয়ার হোসেন এর স...
02/07/2025

শিক্ষার গুনগতমান উন্নয়নে জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক কাজী আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফোরকান উদ্দিন রিজভী।
বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন সহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

02/07/2025

জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন। প্রধান অতিথি ফোরকান উদ্দিন রিজবী। সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ।

02/07/2025

অভিভাবক সমাবেশ
জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি ফোরকান উদ্দিন রিজবী
সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটি।

ছেলেটির নাম রবি পিতার নাজমুল কিছুক্ষণ আগে এ কে একাডেমি গাছুয়া পাশে পাওয়া গিয়েছে।যোগাযোগ +880 1849-940731
02/07/2025

ছেলেটির নাম রবি পিতার নাজমুল কিছুক্ষণ আগে এ কে একাডেমি গাছুয়া পাশে পাওয়া গিয়েছে।
যোগাযোগ +880 1849-940731

📣  সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড ২০২৫“ইংরেজি শিখে সন্দ্বীপ হবে বিশ্বমান”মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন-এর আয়োজনে ওপৃষ্ঠপোষক মিজানুর...
02/07/2025

📣 সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড ২০২৫
“ইংরেজি শিখে সন্দ্বীপ হবে বিশ্বমান”
মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন-এর আয়োজনে ও
পৃষ্ঠপোষক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন-এর সার্বিক সহযোগিতায়
এবার ও আয়োজিত হতে যাচ্ছে সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড ২০২৫ ✨
📝 লিখিত পরীক্ষা: ৮ নভেম্বর ২০২৫, শনিবার
🕙 সময়: সকাল ১০টা
🏫 স্থান: এ.বি. হাই স্কুল, মুছারপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম
📞 +8801711786614, +8801816-279187
📌 তথ্যবিধানে: সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড কার্যকরী কমিটি ও মাধ্যমিক সহকারী শিক্ষক ফোরাম

02/07/2025

সন্দ্বীপে উপজেলাতে প্রদানকৃত খাদ্যবান্ধব ডিলার বহাল রাখার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় শেষে ব্রিপিং

Address

Sandwip
Chittagong
4300

Telephone

+8801881885292

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ সংযোগ:

Share