সন্দ্বীপ সংযোগ

সন্দ্বীপ সংযোগ মানুষের জন্য কথা বলি।
Speak for people.
(3)

25/08/2025

অদ্য ২৫/৮/০২৫ ইং বিকেল ৩;৩০- ৪;০০ ঘটিকায় ফেরী কপোতাক্ষ বাশবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ন্যাশানাল হাসপাতালে ফুটবলার মেহেরাজ এর চিকিৎসা ব্যায়ের বকেয়া ৬০ হাজার টাকা পরিশোধ করলে বি এন পির নির্বাহী কমিটির সদস্য ম...
24/08/2025

ন্যাশানাল হাসপাতালে ফুটবলার মেহেরাজ এর চিকিৎসা ব্যায়ের বকেয়া ৬০ হাজার টাকা পরিশোধ করলে বি এন পির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

মগধরা ইউনিয়নের ফুটবলার মেহেরাজ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন
24/08/2025

মগধরা ইউনিয়নের ফুটবলার মেহেরাজ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন

24/08/2025

আগামীকাল শীপ মালঞ্চ সকাল ৮ গুপ্তছড়া থেকে সকাল ১০.৩০ কুমিরা থেকে ছেড়ে আসবে।

24/08/2025

৩ নং সতর্কতা সংকেত থাকার কারনে আগামীকাল ফেরী কপোতাক্ষ চলাচল বন্ধ থাকবে।

24/08/2025

"এটাকি আমার বাপের টাকা করেছে আমার নাম থাকবে"
উপদেষ্টা ফাওজুল কবির খান

24/08/2025

বিক্রয় বিজ্ঞপ্তি :

পৌঁনে ৯ কড়া জমির উপর নির্মিত একটি আকর্ষণীয় বসতবাড়ি বিক্রয়যোগ্য।
বাড়িটিতে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ তিনটি ইউনিট রয়েছে।

🔹 বিল্ডিং বিস্তারিত:

মোট স্কয়ার ফিট: ২৭৫০

ইউনিট সংখ্যা: ৩টি (প্রত্যেকটি সম্পূর্ণ রেডি)

ফাউন্ডেশন: ৩ তলা অনুমোদিত

প্রথম তলার কাজ সম্পূর্ণ শেষ

দ্বিতীয় তলার সব ফিলার ও গাইডওয়াল প্রস্তুত

🔹 ফ্ল্যাট/ইউনিট সুবিধা:

বেডরুম: ৯টি (প্রতি রুম ১২-১৫ স্কয়ারফিট)

ড্রয়িং রুম: ৩টি

ওয়াশরুম: ৬টি (এটাচড বাথরুমসহ)

কল, বিদ্যুৎ ও রাস্তার পূর্ণ সুযোগ-সুবিধা

🔹 অতিরিক্ত সুবিধা:

বাগান বাড়ি

পুকুর

কল

সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ

📌 সবকিছুই সুন্দরভাবে পরিকল্পিত এবং বসবাসের জন্য একদম প্রস্তুত।

লোকেশন: সেনেরহাট থেকে উত্তর দিকে মেইন রোড থেকে খাদেমুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন।

যোগাযোগ নাম্বার : 01973711285

১৯৮৫ সালে উড়িরচরের ঘূর্ণিঝড়ের পর রাজীব গান্ধী, জিয়াউল হক, জুনিয়াস জয়বর্ধণে উড়িরচর যান রাষ্ট্রপতি এরশাদের সাথে। পরে সেখান...
23/08/2025

১৯৮৫ সালে উড়িরচরের ঘূর্ণিঝড়ের পর রাজীব গান্ধী, জিয়াউল হক, জুনিয়াস জয়বর্ধণে উড়িরচর যান রাষ্ট্রপতি এরশাদের সাথে। পরে সেখানে গড়ে উঠে রাজীব ভবন। জিয়াউল হকের পক্ষ থেকে মসজিদ এবং পুকুর।

সেসব বিলুপ্ত হয়েছে সাগরে। এরশাদ উড়িরচর থেকে দুই শিশুকে দত্তক নিলেও এক শিশুর মৃত্যু হয়েছে। আরেক শিশু এখন পরিপূর্ণ যুবক, স্বনামেও পরিচিত৷

উর্বর পলিমাটিতে হাত চালিয়ে সোনার ফসল ফলানোয় জুড়ি নেই চরের বাসিন্দাদের। অবহেলিত এই দ্বীপের গল্প হার মানাবে রূপকথার ইপাখ্যানকেও।

23/08/2025

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, উপজেলা পরিষদ কমপ্লেক্স কম্পাউন্ডের অভ্যন্তরে সন্ধ্যার পর কিছু বহিরাগত মানুষের আনাগোনা দেখা যায়।

বিশেষ করে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা উপজেলা কম্পাউন্ডে বসে মোবাইলে গেমস খেলে এবং আড্ডা দেয়।

উপজেলা পরিষদ কমপ্লেক্স কম্পাউন্ডের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬ ঘটিকার পর হতে সকাল ৮ ঘটিকা পর্যন্ত স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ও বহিরাগতদের আড্ডা এবং অবস্থান বারিত করা হলো।

অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাছাড়া স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা যাতে সন্ধ্যার পর বাহিরে আড্ডা দিতে না পারে ও খারাপ মানুষের সাথে না মিশতে পারে সে বিষয়ে অভিভাবকদের আরেকটু অধিকতর সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে সকলের সুচিন্তিত পরামর্শ আশা করছি।

অনুরোধক্রমে
মংচিংনু মারমা
উপজেলা নির্বাহী অফিসার
সন্দ্বীপ, চট্টগ্রাম
২৩.৮.২০২৫ খ্রি.

23/08/2025

কোস্টাল ফেরী আসুক,সিট্রাক আসুক ৩ নং সতর্কতা সংকেত দিলে বন্ধ রাখতে হবে।আবার ভরসা লাল বোট কাঠের বোট।এই আবহাওয়া এই সব কি নিরাপদ?
সন্দ্বীপ টু কোম্পানিগন্জ ক্রসডেম বাস্তবায়ন হলে নিরাপদ হবে সন্দ্বীপের যাতায়াত...
ভিডিও JMP

23/08/2025

৩ নং সতর্কতা সংকেত থাকার কারনে আগামীকাল ফেরী কপোতাক্ষ এবং শীপ মালঞ্চ চলাচল বন্ধ থাকবে।

সন্দ্বীপ উপজেলার কাচিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী মুখ হ...
23/08/2025

সন্দ্বীপ উপজেলার কাচিয়াপাড়া গ্রামের বাসিন্দা সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী মুখ হিসেবে পরিচিত। গুরুতর আহত জুলাইযোদ্ধা হিসেবে সরকারিভাবে প্রকাশিত তালিকায় তার নাম রয়েছে ২০২ নম্বরে।

Address

Sandwip
Chittagong
4300

Telephone

+8801881885292

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ সংযোগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্দ্বীপ সংযোগ:

Share