সন্দ্বীপ - Sandwip

সন্দ্বীপ - Sandwip Sandwip 2.0
আমাদের মূল পেইজ-
https://www.facebook.com/oursandwipupozila সন্দ্বীপ-sandwip এর সবধরণের আপডেট পেতে লাইক দিন,শেয়ার করুন।
(1)

23/10/2025

ম'দ খেয়ে প্রতিনিয়ত মাতলামি করছেন সন্দ্বীপ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খান

23/10/2025

হায়রে প্রবাসীর জীবন 😭
বেশিরভাগ প্রবাসীই পরিবারের চাপে থাকেন, এটা নাই ওটা নাই ওটা দিতে হবে, ওদের ১০ তলা বিল্ডিং আমাদের নাই কেন? তুমি কি কর এত বছর? ঘন্টায় ঘন্টায় পারিবারিক ক্যাচালের আপডেট দিবে, ব্লা ব্লা ব্লা.......ইত্যাদি।

ভাইটির নাম- শহীদুল ইসলাম, শারজাহ প্রবাসী, গোসল করতে গিয়ে স্ট্রে|ক করে দুনিয়ার পারিবারিক ক্যাচাল থেকে বিদায় নিয়েছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😓

19/10/2025

কে কাকে সান্তনা দিবে পাশাপাশি দুই বন্ধুর বাড়ি প্রবাসে গিয়েছে এক সাথে লাশ হয়ে ফিরেছে লাশ হয়ে

⚠️সন্দ্বীপ সংযোগ

✅৭জন প্রবাসীদের জানাজার আপডেট:1️⃣ প্রবাসী সাহাব উদ্দিন এর জানাযা ১১:৩০ মিনিটে নিজ বাড়ি সংলগ্ন, সাঈদ মার্কেট, দারুল উলুম ...
19/10/2025

✅৭জন প্রবাসীদের জানাজার আপডেট:

1️⃣ প্রবাসী সাহাব উদ্দিন এর জানাযা ১১:৩০ মিনিটে নিজ বাড়ি সংলগ্ন, সাঈদ মার্কেট, দারুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশে মাঠে।

2️⃣প্রবাসী বাবলুর জানাযা ১১:৩০ মিনিটে নিজ বাড়ি সংলগ্ন, সাঈদ মার্কেট, দারুল উলুম মাদ্রাসার পশ্চিম পাশে মাঠে।

3️⃣প্রবাসী রনির জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর ১২টায় তালুকদার মার্কেট।

4️⃣প্রবাসী আরজুর জানাজা ১১:৩০ মিনিটে নিজ এলাকায় ।

5️⃣প্রবাসী জুয়েল এর জানাজা সকাল ১১:৩০ মিনিটে মাইটভাঙ্গা কালু সর্দার বাড়ি সংলগ্ন জমার গো স্কুল মাঠে।

6️⃣প্রবাসী রকি এর জানাযা ১১:৩০ মিনিটে সাগরিকা বাংলাবাজার

7️⃣প্রবাসী আরজু এর জানাযা ১১:৩০ মিনিটে সারিকাইত ৪ নং ওয়ার্ড খান জামে মসজিদ

পরবর্তী আপডেট পেতে আমাদের - সন্দ্বীপ - Sandwip / সাথে সংযুক্ত থাকুন।

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাশবাহী এম্বুলেন্সে উঠছে ৭জন রেমিটেন্স যুদ্ধার নি'থর দেহ।
18/10/2025

চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে লাশবাহী এম্বুলেন্সে উঠছে ৭জন রেমিটেন্স যুদ্ধার নি'থর দেহ।

শোক সংবাদ। ---------------------মুছাপুর নিবাসী, হানিফ সিকদার বাড়ির ( মরহুম গোলাম খালেক চেয়ারম্যান এর বাড়ির)  জহির উদ্দ...
13/10/2025

শোক সংবাদ।
---------------------
মুছাপুর নিবাসী, হানিফ সিকদার বাড়ির ( মরহুম গোলাম খালেক চেয়ারম্যান এর বাড়ির) জহির উদ্দিন বাবর, আজ দুপুরে মাইটভাংগা শেখ মহলের পাশে অটোরিকশায় আগাত প্রাপ্ত হয়ে অল্প কিছুক্ষণ আগে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন।

13/10/2025

আহতদের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে । দ্রুত যোগাযোগ করুন । আহতদের ছবি এবং নাম ঠিকানা পোস্টের কমেন্ট বক্সে রয়েছে 👇

12/10/2025

সন্দ্বীপ সন্দ্বীপ বিষা'ক্ত সাপের কা'ম'ড়ে পলি বেগম নামের (২৩) এক গৃহিণীর মৃ'ত্যু

08/10/2025

সন্দ্বীপ‌'র ৭জন প্রবাসীদের এমন করুণ মৃ*ত্যু*তে সন্দ্বীপ জুড়ে শোকের ছায়া💔

শোকাহত সারিকাইতবাসী, শোকাহত সন্দ্বীপবাসী,
শোকাহত বাংলাদেশ!

পরিবার ও দেশের মানুষের অবস্থান পরিবর্তন করতে গিয়ে সন্দ্বীপের সাত জন রেমিট্যান্স যোদ্ধা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

ওমানে সড়ক দূর্ঘটনায় সন্দ্বীপের কয়েকজন নিহতওমানের দুকুম সিদরা এলাকায় সাগর থেকে আসার পথে ৭ বাংলাদেশী প্রবাসী সড়ক দুর্ঘটনায়...
08/10/2025

ওমানে সড়ক দূর্ঘটনায় সন্দ্বীপের কয়েকজন নিহত

ওমানের দুকুম সিদরা এলাকায় সাগর থেকে আসার পথে ৭ বাংলাদেশী প্রবাসী সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন।
নিহতদের বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডে।
আজ বিকালে স্থানীয় সময় ৩.২০ এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সন্দ্বীপের বাসিন্দা শিপন জানান, তারা সাগরে মাছ ধরে আসার পথে বেপরোয়া গাড়ির গতির কারণে এ দুর্ঘটনার শিকার হন। তাদের মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রয়েছে।

#সন্দ্বীপ_সারিকাইত_ইউনিয়ন_এর_নিহত_প্রবাসী।

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ জনের নাম ঠিকানা নিচে দেওয়া হল-

১. আমিন সওদাগর
পুরাতন বাড়ি- সারিকাইত ২ নং ওয়ার্ড (বর্তমান মগধরা)

২. রকি
পিতা- ইব্রাহিম মিস্ত্রি (সারিকাইত ২ নং ওয়ার্ড শেখ ফাজিলের বাড়ি)

৩.আরজু
পিতা- শহিদুল্লাহ ( সারিকাইত ৪ নং ওয়ার্ড)

৪.বাবলু (সারিকাইত ২ নং ওয়ার্ড)

৫. সাহাবুদ্দিন (সারিকাইত ২ নং ওয়ার্ড)

৬. জুয়েল (মাইটভাঙ্গা)

৭. রনি (পৌরসভা ৩নং)

আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি।

04/10/2025

সন্দ্বীপ গুপ্তছড়া

Address

Sandwip, Chattogram
Chittagong
4300

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্দ্বীপ - Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share