Alap আলাপ

Alap আলাপ চট্টগ্রামের যে কোন সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।

16/10/2025
14/10/2025

LIVE🔴মহান ২৯শে আশ্বিন ১৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ

মানবতার মু‌ক্তির দূত হুজু‌রে পাক সাল্লাল্লাহু তায়া'লা আলাই‌হে ওয়াসাল্লাম এর র‌ক্তে জীগর, ইমামুল আউলিয়া, গাউছুল আজম, জামালে মোস্তফা , ইউসুফ এ সানী , ছিরাজুছ্ সালেকীন, রুহুল আশেকীন, হাজত রওয়া, মুশকিল কোশা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হজরত মাওলানা শাহ সূফী সৈয়্য‌দেনা গোলামুর রহমান (প্রকাশ বাবা ভাণ্ডারী) আল-হাসানী ওয়াল-হোসাইনী মাইজভান্ডারী (ক:) এর পবিত্র খোজরোজ শরীফ
উপলক্ষে-পবিত্র মাজার শরীফ জিয়ারত ও আতর সুগন্ধি মাল্যদান করেন আওলাদে রাসুল (দঃ), আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ), হযরত শাহ সূফী সৈয়দ গোলাম মোরশেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)
গাউছিয়া বাবে ছোবহান মঞ্জিল
বাবা ভান্ডারীর ( ক:)পুরাতন বাড়ী,
মাইজভান্ডার দরবার শরীফ
ফটিকছড়ি, চট্টগ্রাম

সার্বিক সহযোগিতায় -
আঞ্জুমানে আসেকানে গাউসে মাইজভাণ্ডারী (শাহ সোবাহান) কেন্দ্রীয় কমিটি ।।।

প্রচার ও প্রকাশনা সম্পাদক ,
গোলাম হাসান নূর সজীব।

বিঃদ্রঃ অনুষ্ঠানটি আলাপ টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

13/10/2025

LIVE🔴১৩তম পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামের প্রখ্যাত অলিয়ে কামেল পীরে ত্বরিকত মুরশীদে বরহক হাযত রাওয়া মুশকিল কোশা হযরত শাহ্ সুফি ধনমিয়া শাহ্ (রঃ) ৬৯ তম বার্ষিক ওরশ উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল

আওলাদগণের পক্ষে- আরজগুজার শাহজাদা মুহাম্মাদ নিজাম উদ্দিন মাইজভান্ডারী

স্থান, সফিনগর গাউছিয়া খাইরিয় দরবার শরীফ। পশ্চিম ধলই। হিম্মত চৌধুরী বাড়ী। কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম

আয়োজনে - আঞ্জুমানে মুহিব্বানে হযরত শাহ্ ধনমিয়া ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী (রঃ)

বিঃদ্রঃ অনুষ্ঠানটি আলাপ টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

13/10/2025

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওমান আল-উখদা শাখা'র উদ্যেগে
ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী(কঃ)'র বেলায়তের যুগশ্রেষ্ট উত্তরাধিকারী চেরাগে গাউসুল আজম বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ৩৭তম মহান বার্ষিক ওরশ শরীফ অত্র কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আমান উল্লাহ এর সভাপতিত্বে দায়রা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

13/10/2025

LIVE🔴

13/10/2025

LIVE🔴ঈদে মিলাদুন্নবী(সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে নুরানী মিলাদ মাহফিল।

ব্যবস্থাপনায়-হোসাইনিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদ ও মুসল্লীগনবৃন্দ, কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।

বিঃদ্র: অনুষ্ঠানটি আলাপ টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে

12/10/2025

Hanna Hossani and Talokdar Abou Best Qwaali Song

10/10/2025

LIVE🔴মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী''র
৩৭ তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে হাদীয়া জুলুস।

বিঃদ্রঃ অনুষ্ঠানটি আলাপ টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Address

Father-Syaed Hossin, Mother-Nur Hasan Begum, Village-Forhadabad
Chittagong
4333

Alerts

Be the first to know and let us send you an email when Alap আলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share