25/11/2025
ইদানিং এই ডাল রান্নাটা অনেক বেশি করা হয়। এভাবে ডাল রান্না করতে কোন ঝামেলা নেই, নাড়ানাড়ি কষানো কিছুই করতে হয় না শুধু হাতে মাখিয়ে ঝট করে বসিয়ে দিলেই হয়ে যায় ডাল রান্না, আর খেতেও অসম্ভব মজার। আমি আমার হেলপিং হ্যান্ড থেকে শিখেছিলাম এই ডাল রান্নাটা। এখন আর সাধারণভাবে ডাল রান্না এবং ডাল চচ্চড়ি করাই হয় না এভাবেই বেশি খাওয়া হয়। এই ডাল রান্না করতে আমার সুবিধা ও লাগে এবং ঝামেলাও নাই আর কালার টা জাস্ট দেখেন😍অন্যরকম একটা ফ্লেভার আসে। এবার বাবার বাড়িতে গিয়েও রান্না করেছিলাম সবাই অনেক পছন্দ করেছে, আসলে সবসময় একভাবে না খেয়ে অন্যরকম করে রান্না করলেও অনেক ভালো লাগে😊
#রান্না