SA Maruf

SA Maruf Funny video, entertainment, short video, viral video, Digital video creator...

প্রমানিত হল আমরা বাক স্বাধীনতা পেয়েছি।।এরপর সেনাবাহিনী তারপর র‍্যাবের সামনে এভাবে কথা বলা চাই প্রিয় প্রেসিডেন্ট।😃দোয়া কর...
13/03/2025

প্রমানিত হল আমরা বাক স্বাধীনতা পেয়েছি।।
এরপর সেনাবাহিনী তারপর র‍্যাবের সামনে এভাবে কথা বলা চাই প্রিয় প্রেসিডেন্ট।😃
দোয়া করি সারা পৃথিবীর মধ্যে জঘন্যতম প্রেসিডেন্ট হও।এক বুক ভালবাসা রইল তোমার প্রতি😃😃😃

13/03/2025

আমাদের বোন আছিয়া আর নেই।

আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক।💪

পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত👏

28/02/2025

জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠান, দলে দলে যোগ দিচ্ছেন ছাত্র-জনতা

23/12/2024

Bpl Music Fest 2025🎉🔥

আমাদের আর দেখা হলো না হে কবি!😔😭মরে ওয়াশরুমে পড়েছিলেন। এই নিঃসঙ্গ মৃ*ত্যুটা এক হিসেবে উনারই চয়েজ ছিল। সেই যে হেলেনকে ভ...
13/12/2024

আমাদের আর দেখা হলো না হে কবি!😔😭

মরে ওয়াশরুমে পড়েছিলেন।
এই নিঃসঙ্গ মৃ*ত্যুটা এক হিসেবে উনারই চয়েজ ছিল। সেই যে হেলেনকে ভালোবাসলেন। আর কাউকে ভালো বাসতে পারলেন না।

এত নেইম, এত ফেইম, এত জনপ্রিয়তা, অথচ কাউকেই আর আপন করতে পারলেন না। বিদায়, প্রেমের কবি দ্রোহের কবি, হেলাল হাফিজ। এপারে যে অসম্ভব প্রেমের গদ্য লিখে গেলেন, আল্লাহ আপনাকে ওপারের জীবনে সেই প্রেম যেন দান করেন।

আপনার নিঃসঙ্গ জীবন আপনার ভালোবাসার সাক্ষী। আপনার এই জীবন আমাদের শেখালো, এই নকলের যুগেও কাউকে কত তীব্রভাবে ভালোবাসা যায়। আর আপনার এই নিঃসঙ্গ মৃ*ত্যু আমাদের শিখিয়ে গেল, তুমুল ভালোবাসা মানুষকে নক্ষত্রের চেয়েও নিঃসঙ্গ বানাইয়া দেয়!

"আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরের নির্জনতা খু*ন করেছি, কী আসে যায়?

এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা আর কষ্ট দেবে!

 #একটি_হারানো_বিজ্ঞপ্তি!!!! 😓সিলেট জেলা,কানাইঘাট থানার ৬ নং সদর ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের অন্তর্গত, নিজ গোবিন্দপুর গ্রাম...
02/12/2024

#একটি_হারানো_বিজ্ঞপ্তি!!!! 😓
সিলেট জেলা,কানাইঘাট থানার ৬ নং সদর ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের অন্তর্গত, নিজ গোবিন্দপুর গ্রামের, অলিউর রহমান সাহেবের ছোট ছেলে মিজানুর রহমান,, আজ বাদ আছর বাড়ি থেকে সিলেটে তার মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়!!!!😥😢কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করুন।
যোগাযোগ নাম্বার : 01322379838(বড় ভাই কিবরিয়া)।

ছবির দুইজনই হিন্দু (সনাতনী)। আপনি কোন হিন্দুর পক্ষে নেবেন? ছবির ১ম জন  দীপ্ত দে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্র...
28/11/2024

ছবির দুইজনই হিন্দু (সনাতনী)।

আপনি কোন হিন্দুর পক্ষে নেবেন?

ছবির ১ম জন দীপ্ত দে, যে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের জন্য প্রাণ বিলিয়ে দিয়েছে, 🖤

ছবির ২য় জন, চিন্ময় কৃষ্ণ দাশ ওরফে প্রভু যে দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্রে লিপ্ত, ভারতীয় চর!!

আপনি হিন্দু বলে, শুধু হিন্দুর পক্ষে নিলেই হবে না!

বুঝতে হবে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী!

শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়...
27/11/2024

শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হ* ত্যা চেষ্টা করা হয়।

20/11/2024

ঢাকা কলেজ এর হল রুমে সংবাদ সম্মেলন চলছে।

20/11/2024

ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষ চলছে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share