SA Maruf

SA Maruf Funny video, entertainment, short video, viral video, Digital video creator...

30/04/2025

শহীদ রইস উদ্দিন হত্যার ব্যাপারে এক মহিলা কিছুক্ষন আগে সাক্ষাৎকার দিয়েছিলো। সেই ঘটনাকে কেন্দ্র করে শহীদ রইস উদ্দিন হত্যাকারী স/"ন্ত্রা/"সী/"রা ঐ মহিলার বাড়িতে হা/"ম/"লা করার চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের তাড়াতাড়ি দৃষ্টি আকর্ষণ করছি

27/04/2025

বেডে একজন রোগী কর্তব্যরত চিকিৎসককে ডাকার অপরাধে ডাক্তার কর্তৃক রোগীকে হেনস্তা.সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার সার্জারী ওয়ার্ডের চিকিৎসক ডা. তন্ময় কর্তৃক এই খারাপ ব্যবহারে ফুটে উঠেছে সরকারি হাসপাতালের চিকিৎসার দূরাবস্থা। দেখার কেউ নেই।

07/04/2025

এটাই সেই মসজিদ, যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।এটাই মুসলমানদের প্রথম কিবলা।এটাই সেই পবিত্র ভূমি, যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।এর ইট-পাথর জিকির করে, বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…আর উম্মাহ নীরব…এই মসজিদের পাশেই একদিন দাজ্জালকে হত্যা করবেন ইসা (আ.)।এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।আল-আকসা কেবল ইতিহাস নয়, এটা কেয়ামতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা।

Global strike for Ga'za.7th April.আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ...
06/04/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।

NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

আজকে ঈদের জামাতের পর থেকে, ফেইসবুকে আফসোস দল আফসোস লীগ এর স্কলারা, এই পিকচার নিয়ে অনেক ফতোয়া দিতেছেন, আমি প্রিয়  শায়েখ দ...
31/03/2025

আজকে ঈদের জামাতের পর থেকে, ফেইসবুকে আফসোস দল আফসোস লীগ এর স্কলারা, এই পিকচার নিয়ে অনেক ফতোয়া দিতেছেন, আমি প্রিয় শায়েখ দের কাছে জানতে চাই, এইটা কি ইসলামে না জায়েজ, আমি ও এই জামাতে উপস্থিত ছিলাম, আমার কি ঈদের নামাজ হয়েছে না এই কারণে হয় নাই?আমি শুধু জানার জন্য এ-ই পোস্ট করেছি অন্য কোন কারণ নাই

31/03/2025

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮a𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽

আলহামদুলিল্লাহ ,,
" সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
🌙 𝐄𝐈𝐃 𝐌𝐔𝐁𝐀𝐑𝐀𝐊 🌙
★তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম★

আমার হৃদয় পরিপূর্ণ" - হামজা চৌধুরী বললেন সিলেটে পৌঁছে।সব ক্যামেরা ও ভক্তদের সামনে, বিপুল ভিড় সামলাতে বাংলাদেশ ফুটবল ফেডা...
17/03/2025

আমার হৃদয় পরিপূর্ণ" - হামজা চৌধুরী বললেন সিলেটে পৌঁছে।

সব ক্যামেরা ও ভক্তদের সামনে, বিপুল ভিড় সামলাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (BFF) সদস্য ও নিরাপত্তাকর্মীরা যখন হিমশিম খাচ্ছিল, তখন হামজা চৌধুরীর মুখে ছিল এমন একটি হাসি, যা পৃথিবীর কোনো অর্থ দিয়ে কেনা যায় না❤️💔💕

"যেখানে হৃদয়, সেখানেই বাড়ি" - মাতৃভূমিত (সিলেটে) স্বাগতম, হামজা 🤍হামজা আমাদের অহংকার, তোমার হাত দরে, ইনশাআল্লাহ, আমরা অনেক দূরে যাব,তুমি শুধু সিলেটের,অহংকার না তুমি সারা বাংলার অহংকার বস,

আল্লাহ যদি  স্বামর্থ দেন,জীবনে একবার হলেও এ-ই মসজিদে নামাজ পড়ার, কার কার ইচ্ছে আছে? ইনশাআল্লাহ আমার আছে!
16/03/2025

আল্লাহ যদি স্বামর্থ দেন,জীবনে একবার হলেও এ-ই মসজিদে নামাজ পড়ার, কার কার ইচ্ছে আছে? ইনশাআল্লাহ আমার আছে!

প্রমানিত হল আমরা বাক স্বাধীনতা পেয়েছি।।এরপর সেনাবাহিনী তারপর র‍্যাবের সামনে এভাবে কথা বলা চাই প্রিয় প্রেসিডেন্ট।😃দোয়া কর...
13/03/2025

প্রমানিত হল আমরা বাক স্বাধীনতা পেয়েছি।।
এরপর সেনাবাহিনী তারপর র‍্যাবের সামনে এভাবে কথা বলা চাই প্রিয় প্রেসিডেন্ট।😃
দোয়া করি সারা পৃথিবীর মধ্যে জঘন্যতম প্রেসিডেন্ট হও।এক বুক ভালবাসা রইল তোমার প্রতি😃😃😃

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share