07/08/2024
স্বাধীন দেশে সবারই সমান অধিকার আছে মিটিং মিছিল করার। কিন্তু দেশের এই খারাপ সময়ে যেখানে পুলিশ নাই- ডাকাতি,লুটপাট, মারামারি চলছে। সেই সময়ে বিএনপি নামক খাম্বা চো'রের দল আমাদের ছাত্রদের সাথে যোগ দিয়ে দেশের খারাপ সময়ে পাশে দাড়িয়ে একটা উদাহরণ হতে পারতো। তারা প্রমান করতে পারতো যে, তারা ভবিষ্যৎ দেশ চালানোর জন্য যোগ্য। কিন্তু আফসোস তারা আজ নয়াপল্টনে 17 বছরের ক্ষোভ মিটাইতে ব্যস্ত।