27/01/2024
এডেন উপসাগরে হুতিদের হামলার শিকার বাণিজ্যিক জাহাজে থাকা ক্রু সদস্যদের মধ্যে একজন বাংলাদেশি আছেন। আজ শনিবার ভারতীয় নৌবাহিনীর দেওয়া বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনী জানায়, বাণিজ্যিক জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। বিপদে পড়ার বার্তা পেয়ে জাহাজটিকে সহায়তা করতে এগিয়ে যায় ভারতীয় নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ। হামলার শিকার জাহাজটিতে মোট ২৩ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ২২ জন ভারতীয় ও একজন বাংলাদেশি।
ভারতীয় নৌবাহিনী বলছে, হামলার শিকার বাণিজ্যিক জাহাজটির নাম মার্লিন লুয়ান্ডা। ক্ষেপণাস্ত্র হামলার পর সেটিতে আগুন ধরে যায়। জরুরি বার্তা পেয়ে মার্লিন লুয়ান্ডাকে সাহায্য করতে এগিয়ে যায় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম।
হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠী। দেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুতিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে, এমন বাণিজ্যিক জাহাজ নিশানা করে একের পর এক হামলা চালাচ্ছে তারা।
জাহাজ রিলেটেড ছবি/ভিডিও/ খবর জানতে ও জানাতে জয়েন করুন Bangladeshi Ship - বাংলাদেশ এর জাহাজ গ্রুপে।