দৈনিক সত্যের সন্ধানে মিডিয়া 24

দৈনিক সত্যের সন্ধানে মিডিয়া 24 সকাল ধরনের শিক্ষা নিও ভিডিও পাবেন।

৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়, এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার ...
20/10/2025

৩৫-৪০ শতাংশ ভোট পেয়ে কেউ সরকার গঠন করে, তারপর সংবিধানকে নিজেদের খেলার মাঠ বানায়, এটা চলতে পারে না। ৪০ শতাংশ ভোটের সরকার হলে বাকি ৬০ শতাংশ ভোটের মূল্য কোথায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন।
তিনি আরো বলেন, চব্বিশের জুলাই আগস্ট অভ্যূত্থানের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে। কিন্তু আজকের বাস্তবতায় সেই আকাঙ্খা পূরণ হচ্ছে না। আমরা পাঁচ দফা দাবির মাধ্যমে আন্দোলন শুরু করেছি। ৩১টি দল ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছে, তার মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে মত দিয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঐক্যমত হওয়া ৮৪ টি বিষয়ে তালবাহানা না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
মুফতী ফয়জুল করীম আরো বলেন, আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম করেছে। দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে। অথচ দেশের কোনো ব্যাংকে টাকা নেই। সব টাকা তারা বিদেশে পাচার করে নিয়েছে। বৈদেশিক ঋণের চাপে দেশের অগ্রযাত্রা থমকে যাচ্ছে!
তিনি আরো বলেন, বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে এবং সর্বত্র জুলুম নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিলো সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি বলেন ৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন।
আজ ২০ অক্টোবর, সোমবার, বিকাল ৩ টায়, নোয়াখালী জেলা জামে মসজিদ চত্তরে (PR) পিআর আয়োজন সহ ৫দফা দাবীতে "সমাবেশ" অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর এর সভাপতি মাও. নজীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ এর সভাপতি মাও. ইউসুফ ভুঁইয়া ।
বিশেষ অতিথির বক্তব্যে লোকমান হোসেন জাফরী বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে ১৮ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ন্যায়বিচার, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম চালিয়ে আসছে তা চূড়ন্ত রূপ নেওয়া পর্যন্ত সকলকে কার্যকর ভূমিকা অব্যাহত রাখতে হবে।
ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিপ্লবে প্রমাণিত হয় জুলুম করে, অত্যাচার করে, জনগণের কন্ঠরোধ করে ক্ষমতায় টিকে থাকা যায় না। একটি সরকার পরিবর্তনের জন্য কেবল জুলাই বিপ্লব সংগঠিত হয়নি। এই বিপ্লব রাষ্ট্রের সকল বৈষম্য দূর করার বিপ্লব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিপ্লব।
জেলা সেক্রেটারি এইচ. এম কাউছার আহমাদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা ফিরোজ আলম, মাও. আবু নাছের, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, দিদার হোসাইন, মু. ওলী উল্যাহ সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে; শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলা...
10/10/2025

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন দিতে হবে; শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন “শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। বর্তমানে দেশে ইসলামকে ক্ষমতায় আনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে— সেই সুযোগ কাজে লাগাতে PR (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়ন করা জরুরি।”

আজ (১০ অক্টোবর ২০২৫) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন “দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই PR পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক (First Past The Post) নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকে, আর মালিকরা আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়।”

পীর সাহেব চরমোনাই আরো বলেন, “জনগণের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর আসন বণ্টনই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি। এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোও প্রতিনিধিত্বের সুযোগ পাবে এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।”

এসময় তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই PR পদ্ধতির দাবিতে আন্দোলন করে আসছে। এখন সময় এসেছে এই দাবিকে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে রূপ দেওয়ার। নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে অবিলম্বে PR পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা একটি ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল, শান্তিপূর্ণ ও শ্রমিকবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চাই। সেই পথের একমাত্র সমাধান হলো PR ভিত্তিক নির্বাচন।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনোই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ সিদ্দিকুর রহমান, সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন, যুগ্ম সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।

একরাতে চরশাহীর তিন ঘরে ডাকাতিলক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ...
02/10/2025

একরাতে চরশাহীর তিন ঘরে ডাকাতি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামে একরাতে তিনটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ৭/৮ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল এলাকার তিনটি বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

হঠাৎ এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাড়ির দরজা-আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা বিষয়টি চন্দ্রগঞ্জ থানার ওসিকে অবহিত করলে ডিবি ফোর্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে এসে সরেজমিন পরিদর্শন করেন। এসময় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ ও নোট করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তদন্তসাপেক্ষে ডাকাতদলের সদস্যদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। #ইসলামী_আন্দ...
29/09/2025

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

#ইসলামী_আন্দোলন

26/09/2025
25/09/2025

চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ....


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে পেট্রোল পাম্পের সামনে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি লরি গাড়ির ধাক্কায় মাত্র চার...
19/09/2025

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে পেট্রোল পাম্পের সামনে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি লরি গাড়ির ধাক্কায় মাত্র চার বছরের এক শিশু নিহত হয়।

নিহত শিশুটি চরশাহী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শয়েলের একমাত্র মেয়ে। পরিবারটি স্থানীয়ভাবে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান চলাকালীন বাইরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকাবাসীর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

11/09/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী জেলা উওর দক্ষিণ শাখার সম্মেলন থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে 🔴

11/09/2025

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কে সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৪) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।

রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত একসাথে বেগমগঞ্জের চৌমুহনীতে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাজ শেখার জন্য চৌমুহনী যাচ্ছিল। পথে সরুগো পোল এলাকায় চৌমুহনীগ্রামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে অতিক্রম করার সময় পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ইমন ও রিফাত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে সে মারা যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাক নিয়ে চালক পালিয়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

স্বর্ণালংকারের লোভে মেয়ের বয়সী শিশুকে অ"পহরণ ও হ-ত্যা-র পরিকল্পনাকারী আরজু আক্তার (২৫) গ্রে"ফতার ও স্বর্ণালংকার উদ্ধার  ...
07/09/2025

স্বর্ণালংকারের লোভে মেয়ের বয়সী শিশুকে অ"পহরণ ও হ-ত্যা-র পরিকল্পনাকারী আরজু আক্তার (২৫) গ্রে"ফতার ও স্বর্ণালংকার উদ্ধার ||

গত ০৬/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় খেলাধুলা করার কথা বলে ভিকটিম তাহমিনা আক্তার সাদিয়া (০৮) কে তাহার বসতঘর ঘর হতে অপহরণ করে আরজু আক্তার (২৫), পিতা-অজি উল্যাহ, সাং-চর ফলকন, ৮নং ওয়ার্ড, ফলকন ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর জো"রপূর্বক ০১ আনা ওজনের স্বর্ণের কানের রিং, ভিকটিমের কান হতে খুলে নেয় এবং পার্শ্ববর্তী বাজারে উক্ত কানের রিং ৭,৫৫০/- টাকা বিক্রয় করে। ভিকটিমকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাফেরা শেষে ০৬/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় চর ফলকন সাকিনের হাবিব উল্যাহ পাঞ্জাল বাড়ীর সামনে নিয়ে রিক্সা হতে নামিয়ে একটি নির্জন স্থানে ভিকটিমের হাত-পা রশি দিয়ে বেঁ"ধে প্রাণে হ-ত্যা-র উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে গু"রুতর জ-খ-ম করে অ"পহরণকারী আরজু আক্তার (২৫) আ"ত্মগোপন করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভি"কটিমের মাতা নারগিস বেগম (৪০), স্বামী-মোঃ মোতাছিন, মাতা-কহিনুর বেগম, সাং-চর ফলকন, ৮নং ওয়ার্ড, ফলকন ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর এজাহার দায়ের করলে কমলনগর থানার মা"মলা নং-০৫, তাং-০৭/০৯/২০২৫ইং, ধারা-০৭, নারী ও শিশু নি"র্যাতন দমন আইন, ২০০০ তৎসহ ৩২৫/৩২৬/৩০৭/৩৯২/৫০৬ রুজু করা হয়। মা"মলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) হিমেল চাকমা তাৎক্ষনিক ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী-রিক্সা চালকের সহায়তায় অপহরণকারী আসামী আরজু আক্তার (২৫)কে গ্রে"ফতার করে তার তথ্য মোতাবেক চর লরেঞ্চ "মদিনা স্বর্ণ শিল্পালয়" নামের দোকান হতে ভিকটিমের নিকট হতে ছিনিয়ে নেওয়া ০১ আনা ওজনের স্বর্ণের কানের রিং উদ্ধার পূর্বক জব্দ করেন। মা"মলাটির প্রাথমিক তদন্তকালে ভিকটিমের কানের রিং আসামী কর্তৃক জো"র পূর্বক খুলে নেওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার ভ"য়ে ভিকটিমকে আসামী-আরজু আক্তার প্রাণে হ-ত্যা-র চেষ্টা করে বলে স্থানীয় তদন্তে জানা যায়। ধৃত আসামী ও প্রত্যক্ষ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মা"মলার তদন্ত অব্যাহত আছে।

06/09/2025

চন্দ্রগঞ্জ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে ফিরে আসছি

Address

Chittagong

Telephone

+8801832551872

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সত্যের সন্ধানে মিডিয়া 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share