07/09/2025
স্বর্ণালংকারের লোভে মেয়ের বয়সী শিশুকে অ"পহরণ ও হ-ত্যা-র পরিকল্পনাকারী আরজু আক্তার (২৫) গ্রে"ফতার ও স্বর্ণালংকার উদ্ধার ||
গত ০৬/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় খেলাধুলা করার কথা বলে ভিকটিম তাহমিনা আক্তার সাদিয়া (০৮) কে তাহার বসতঘর ঘর হতে অপহরণ করে আরজু আক্তার (২৫), পিতা-অজি উল্যাহ, সাং-চর ফলকন, ৮নং ওয়ার্ড, ফলকন ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর জো"রপূর্বক ০১ আনা ওজনের স্বর্ণের কানের রিং, ভিকটিমের কান হতে খুলে নেয় এবং পার্শ্ববর্তী বাজারে উক্ত কানের রিং ৭,৫৫০/- টাকা বিক্রয় করে। ভিকটিমকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরাফেরা শেষে ০৬/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় চর ফলকন সাকিনের হাবিব উল্যাহ পাঞ্জাল বাড়ীর সামনে নিয়ে রিক্সা হতে নামিয়ে একটি নির্জন স্থানে ভিকটিমের হাত-পা রশি দিয়ে বেঁ"ধে প্রাণে হ-ত্যা-র উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে গু"রুতর জ-খ-ম করে অ"পহরণকারী আরজু আক্তার (২৫) আ"ত্মগোপন করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভি"কটিমের মাতা নারগিস বেগম (৪০), স্বামী-মোঃ মোতাছিন, মাতা-কহিনুর বেগম, সাং-চর ফলকন, ৮নং ওয়ার্ড, ফলকন ইউপি, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর এজাহার দায়ের করলে কমলনগর থানার মা"মলা নং-০৫, তাং-০৭/০৯/২০২৫ইং, ধারা-০৭, নারী ও শিশু নি"র্যাতন দমন আইন, ২০০০ তৎসহ ৩২৫/৩২৬/৩০৭/৩৯২/৫০৬ রুজু করা হয়। মা"মলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) হিমেল চাকমা তাৎক্ষনিক ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী-রিক্সা চালকের সহায়তায় অপহরণকারী আসামী আরজু আক্তার (২৫)কে গ্রে"ফতার করে তার তথ্য মোতাবেক চর লরেঞ্চ "মদিনা স্বর্ণ শিল্পালয়" নামের দোকান হতে ভিকটিমের নিকট হতে ছিনিয়ে নেওয়া ০১ আনা ওজনের স্বর্ণের কানের রিং উদ্ধার পূর্বক জব্দ করেন। মা"মলাটির প্রাথমিক তদন্তকালে ভিকটিমের কানের রিং আসামী কর্তৃক জো"র পূর্বক খুলে নেওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ার ভ"য়ে ভিকটিমকে আসামী-আরজু আক্তার প্রাণে হ-ত্যা-র চেষ্টা করে বলে স্থানীয় তদন্তে জানা যায়। ধৃত আসামী ও প্রত্যক্ষ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মা"মলার তদন্ত অব্যাহত আছে।