Athwee Marma - বাংলা

Athwee Marma - বাংলা Sharing positivity and raising awareness through my videos! DM here: [email protected] Let's learn, grow, and inspire each other.

Welcome to Athwee Marma - বাংলা! 🌟

I create engaging educational videos to uncover fascinating facts and raise awareness on important topics. Join me on this journey of discovery as we explore the unknown together! Your curiosity is the key! 🚀✨

বাংলাদেশে এই রকম মেডিকেল রিপোর্ট চোখের ইশারায় একশো টা বানানো যায়। নিচের নিউজ গুলা তারা বিশ্বাস করবে কিন্তু পাহাড়ের বেলায়...
01/10/2025

বাংলাদেশে এই রকম মেডিকেল রিপোর্ট চোখের ইশারায় একশো টা বানানো যায়। নিচের নিউজ গুলা তারা বিশ্বাস করবে কিন্তু পাহাড়ের বেলায় বিশ্বাস করবে না। ভন্ডামি এট ইটস পীক!

29/09/2025

একটু আগে "জুম্ম ছাত্র জনতা" এই মর্মে বিবৃতি দিল যে, প্রশাসন তাদের সাথে আলোচনায় বসেছে কিন্তু আমার প্রশ্ন হলো -

এতগুলো প্রাণ কেড়ে নিয়ে, ঘরবাড়ি-দোকানপাট পুড়িয়ে দিয়ে কেন আলোচনায় বসল? যখনি মহাসমাবেশ হয়েছে তখনি তৎক্ষণাৎ আলোচনায় বসে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া যেতো না? সেটা না করে সেটেলারদের লেলিয়ে দেওয়া হলো, সবাইকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হলো, কতগুলো মায়ের বুক খালি করলো, কতগুলো মানুষকে ঘরহীন করলো!

কোনোকালে কোনো সরকারই এদেশের জনগণের প্রতি আন্তরিকতা দেখায় নি এবং সামনেও দেখাবে না। ক্ষমতায় গেলে কেউ আর জনগণের সমস্যাগুলো আর গাইয়ে মাখায় না। সেটা পাহাড়ের বেলায় হোক কিংবা সমতলে। ধিক্কার জানাই এমন রাষ্ট্রকে।

28/09/2025

গতকাল থেকে দুইবার ভিডিও বানিয়েছি আমি। দুইবারই থেমে গেছি। আমি কার কাছে সাহায্য চাইবো? কার কাছে অভিযোগ করবো? কাকে উদ্দেশ্য করে কথা বললে এই সহিংসতা থামবে? আমার কাছে এসবের উত্তর ছিল না। তাই বার বার থেমে গেছি।

শুধুই দুঃখ আর লজ্জা লাগে এমন রাষ্ট্রে আছি যেই রাষ্ট্রই ধর্ষকদের পুষে রাখে। যেই রাষ্ট্র নিরাপত্তার নামে পাহাড়িদের উপর নিরাপত্তাবাহিনীদের লেলিয়ে দেয়।

গতকাল কোনো কথা নাই বার্তা নাই, দিনদুপুরে শান্তিপূর্ণ সড়ক অবরোধকারীদের উপর সেটেলার বাঙালিরা হামলা চালাল। সন্ধ্যায় য়ংড বিহার পাহাড়াদারদের নৃশংসভাবে কুপিয়ে জখম করল। আবার আজকে গুইমারাতে সেনাবাহিনী গুলিবর্ষণ করল। কেন? ধর্ষণের বিরুদ্ধে কথা বললে তোমাদের এতো সুরসুরি উঠে কেন? নাকি এটা তোমাদের নেশা, পেশা?

আর পাহাড়ে কোনো যৌক্তিক আন্দোলন সমাবেশ হলেই মাথামোটা সেটেলাররা বলে উঠে দেশ আলাদা করার ষড়যন্ত্র চলছে। দেশের গোয়েন্দা সংস্থা জানল না, সেনাবাহিনী জানল না, বিজিবি জানল না, পুলিশ জানল না খালি তোমরাই জানো দেশ আলাদা হয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হয় ওরা সারাদিন বসে বসে আঙুল চোষে আর টিকটক বানায়?

প্রতিবারই গায়ে পড়ে সহিংসতা করবেই। ঝামেলা একটা বাধাবেই। এর শেষ কোথায়?

24/08/2025

আমি শুধু ক্য উ প্রু মারমার অনুপ্রেরণাদায়ক সংগ্রাম আর জীবনের গল্পটা শেয়ার করছি। আমি তাকে কাছ থেকে দেখেছি – কীভাবে সে বাঁশি বাজাতে ভীষণ আগ্রহী ছিল, কত কষ্টের মধ্যে দিয়ে গেছে, আর এমন মুহূর্তও এসেছে যখন সে প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিল। এই ভিডিওটা শুধু তার নিজের পরিশ্রম আর সাফল্যের যাত্রা নিয়ে। এই ভিডিওর উদ্দেশ্য শুধু একজন প্রতিভাবান তরুণ সংগীতশিল্পীর গল্প তুলে ধরা, যে তার স্বপ্ন ছাড়েনি।

20/08/2025
ভাবুন তো একজন মানুষ, যার দুধ বা গরুর সাথে কোনো সম্পর্কই নেই, সে একদিন দুধ দিয়ে বদলে দিল পুরো দেশ!১৯৪৯ সাল, ভারতের গুজরাট...
12/08/2025

ভাবুন তো একজন মানুষ, যার দুধ বা গরুর সাথে কোনো সম্পর্কই নেই, সে একদিন দুধ দিয়ে বদলে দিল পুরো দেশ!

১৯৪৯ সাল, ভারতের গুজরাটের আনন্দ শহর। এখানে পোস্টিং হলো এক তরুণ ইঞ্জিনিয়ারের নাম ভার্গিজ কুরিয়েন। মনে কোনো বিশেষ স্বপ্ন নেই, শুধু সরকারি চাকরি করছে আর দিন গুনছে, কখন বড় শহরে ফিরে যাবে।

কিন্তু আনন্দের এক কৃষক নেতা, ত্রিভুভনদাস প্যাটেল, তাকে বললেন—

“আমরা চাই, গ্রামের কৃষকরা নিজেরা দুধ বিক্রি করুক, দালালেরা নয়। আপনি যদি আমাদের সাথে থাকেন, আমরা একদিন ইতিহাস গড়ব।”

শুরু হলো এক অসম্ভব যাত্রা।

কুরিয়েন কৃষকদের নিয়ে তৈরি করলেন সমবায় আমুল। দুধ সরাসরি কৃষকদের কাছ থেকে এসে পৌঁছাতে লাগল শহরে। কোনো দালাল নেই, কোনো ঠকানো নেই।

তারপর এল ১৯৭০ সাল। শুরু হলো অপারেশন ফ্লাড ভারতের “সাদা বিপ্লব”। ফলাফল? ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদনকারী দেশ হয়ে গেল। লাখো কৃষক দারিদ্র্য থেকে উঠে এলেন, গ্রামগুলো বদলে গেল।

সবচেয়ে অবাক করা ব্যাপার?
এই বিপ্লবের নায়ক কিন্তু কখনো দুধ বিক্রি করেননি তিনি শুধু কৃষকদের শক্তি আর স্বপ্নে বিশ্বাস করেছিলেন।

তুমি কোথা থেকে এসেছো সেটা বড় কথা নয় তুমি কোথায় যেতে চাও, আর কাকে সাথে নিচ্ছো সেটাই ইতিহাস গড়ে দেয়।

11/08/2025

পাহাড়ে যারা প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। কমেন্টে তাদের মেনশন করুন এবং সবাই ফলো করুন।👇

08/08/2025

IELTS, GRE, PTE প্রিপারেশন নেয়ার চিন্তা-ভাবনা থাকলে আজই ট্রাই করুন। কমেন্টে লিংক দেওয়া আছে।

18/07/2025
29/06/2025

এআই দিয়ে দারুণ স্টোরিটেলিং। এপ্রিসিয়েট করার মতো। সবাই সাপোর্ট করুন👏❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Athwee Marma - বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athwee Marma - বাংলা:

Share

Category