Athwee Marma - বাংলা

Athwee Marma - বাংলা Sharing positivity and raising awareness through my videos! DM here: [email protected] Let's learn, grow, and inspire each other.

Welcome to Athwee Marma - বাংলা! 🌟

I create engaging educational videos to uncover fascinating facts and raise awareness on important topics. Join me on this journey of discovery as we explore the unknown together! Your curiosity is the key! 🚀✨

আফ্রিকা পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মহাদেশগুলোর একটি।সোনা, হীরা, তেল, কপার, কোবাল্ট, ইউরেনিয়াম সবই আছে।তবু প্রশ্ন ওঠে, এত ধ...
26/12/2025

আফ্রিকা পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মহাদেশগুলোর একটি।
সোনা, হীরা, তেল, কপার, কোবাল্ট, ইউরেনিয়াম সবই আছে।
তবু প্রশ্ন ওঠে, এত ধন থাকা সত্ত্বেও আফ্রিকার বহু দেশ কেন আজও দরিদ্র?

এর উত্তর “একটা কারণ” নয় বরং একটি ইতিহাস।

প্রথমত, Colonialism।
দীর্ঘ সময় ধরে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার সম্পদ তুলে নিয়ে গেছে, কিন্তু শিক্ষা, শিল্প বা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে দেয়নি। দেশগুলোর সীমান্ত টানা হয়েছিল মানচিত্রে মানুষ, ভাষা বা সংস্কৃতি দেখে নয়। এর ফল আজও দেখা যায় সংঘাত ও অস্থিতিশীলতায়।

দ্বিতীয়ত, Resource Curse।
অনেক দেশে প্রাকৃতিক সম্পদ উন্নতির বদলে দুর্নীতির উৎস হয়েছে। বিদেশি কোম্পানি সম্পদ নেয়, লাভ যায় বাইরে, স্থানীয় মানুষ পায় সামান্য। শক্তিশালী প্রতিষ্ঠান না থাকলে সম্পদ আশীর্বাদ নয়, অভিশাপ হয়।

তৃতীয়ত, দুর্বল শাসনব্যবস্থা ও বৈদেশিক ঋণ।
স্বাধীনতার পর অনেক দেশ ঋণের ফাঁদে পড়ে। উন্নয়নের টাকা যায় সুদ মেটাতে, শিক্ষা বা স্বাস্থ্য নয়।

সবশেষে, সংঘাত ও ব্রেইন ড্রেইন।
যুদ্ধ ও অস্থিরতায় দক্ষ মানুষ দেশ ছাড়ে, ভেঙে পড়ে ভবিষ্যৎ।

📌 মূল কথা:
আফ্রিকা গরিব নয়, ব্যবস্থাগতভাবে পিছিয়ে রাখা হয়েছে।
দারিদ্র্য এখানে অলসতার ফল না, ইতিহাসের ফল।

৩০ বছর ধরে বিনাপয়সায় ভাষা শেখান যিনি🙏- কালের কণ্ঠ
23/12/2025

৩০ বছর ধরে বিনাপয়সায় ভাষা শেখান যিনি🙏
- কালের কণ্ঠ

জাপানের স্কুলে শিক্ষার প্রথম পাঠ শুরু হয় শৃঙ্খলা, দায়িত্ব এবং সামাজিক আচরণের মাধ্যমে। শিক্ষার্থীরা প্রথমেই শিখে নিজের জি...
23/12/2025

জাপানের স্কুলে শিক্ষার প্রথম পাঠ শুরু হয় শৃঙ্খলা, দায়িত্ব এবং সামাজিক আচরণের মাধ্যমে। শিক্ষার্থীরা প্রথমেই শিখে নিজের জিনিস নিজের জায়গায় রাখা, সহপাঠীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ক্লাসরুম ও স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখা। এই শিষ্টাচার শুধু নিয়ম নয়; এটি শিশুদের মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা এবং মননশীলতা গড়ে তোলে। শিক্ষকরা বিশ্বাস করেন, একজন শিশুর চরিত্র ও মূল্যবোধ মজবুত না হলে, একাডেমিক জ্ঞান দীর্ঘস্থায়ী হয় না।

শুধু শিষ্টাচার আয়ত্ত করার পরে আসে গণিত, বিজ্ঞান, ভাষা অর্থাৎ বইয়ের জ্ঞান। জাপানের শিক্ষাব্যবস্থায় প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব, দলগত কাজ এবং নিয়মিত ক্লিনিং রুটিন শিক্ষার্থীদের সমাজবদ্ধ জীবন এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়। এতে তারা শিখে কেবল পরীক্ষায় ভালো হওয়া নয়, বরং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা।

ফলাফল স্পষ্ট। জাপানের শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল এবং মননশীল হয়ে বড় হয়। পড়াশোনা তাদের চরিত্র ও মানসিক সক্ষমতার সঙ্গে একীভূত হয়, ফলে তারা শুধু শিক্ষিতই হয় না, ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠে। জাপানের এই শিক্ষা আমাদের শেখায় - চরিত্র নির্মাণ হলো শিক্ষার মূল ভিত্তি, আর একাডেমিক জ্ঞান সেই ভিত্তির উপর দাঁড়ায়।

পৃথিবীর বেশিরভাগ দেশে বাবা-মা চাইলে সন্তানের নাম যেকোনো কিছু রাখতে পারে।কিন্তু Iceland আলাদা।এই দেশে শিশুর নাম রাখার আগে...
23/12/2025

পৃথিবীর বেশিরভাগ দেশে বাবা-মা চাইলে সন্তানের নাম যেকোনো কিছু রাখতে পারে।
কিন্তু Iceland আলাদা।

এই দেশে শিশুর নাম রাখার আগে সেটি যেতে হয় একটি সরকারি বোর্ডের কাছে -
Icelandic Naming Committee।

কেন?

কারণ আইসল্যান্ড বিশ্বাস করে -
নাম শুধু ব্যক্তিগত বিষয় নয়,
নাম একটি দেশের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের অংশ।

আইন অনুযায়ী:
- নামটি অবশ্যই Icelandic language-এর ব্যাকরণে মানানসই হতে হবে
- এমন নাম রাখা যাবে না যা উচ্চারণে বা অর্থে শিশুকে ভবিষ্যতে অপমানিত করতে পারে
- বিদেশি নামও অনুমোদন পেতে পারে কিন্তু সংস্কৃতির সাথে সংঘর্ষ হলে নয়

একবার এক বাবা-মা তাদের সন্তানের নাম রাখতে চেয়েছিলেন এমন একটি নাম, যা আইসল্যান্ডিক ভাষায় ঠিকভাবে লেখা যায় না। সরকার নামটি বাতিল করে দেয়।

অনেকে এটাকে কঠোর মনে করে।
কিন্তু আইসল্যান্ডের মানুষ বলে -
“আমরা শুধু মানুষ বড় করছি না, আমরা আমাদের ভাষা ও ইতিহাস বাঁচাচ্ছি।”

মেক্সিকোর Cherán শহরটি সাধারণ শহরের মতো নয়। এখানে পুলিশ নেই।কীভাবে সম্ভব?শহরের মানুষই নিজেদের নিরাপত্তা নিয়েছে। রাজনীতি,...
22/12/2025

মেক্সিকোর Cherán শহরটি সাধারণ শহরের মতো নয়। এখানে পুলিশ নেই।

কীভাবে সম্ভব?
শহরের মানুষই নিজেদের নিরাপত্তা নিয়েছে। রাজনীতি, দুর্নীতি, মাফিয়া সব অবৈধ প্রভাব ঠেকানোর জন্য তারা একসাথে দাঁড়িয়েছে।

এদের দিনের শুরু হয় কমিউনিটি মিটিং দিয়ে। তারা নিজেদের এলাকায় পাহারা দেয়, রাস্তা পরিচ্ছন্ন রাখে, এবং অপরাধকারীদের শহর থেকে দূরে রাখে।

ফলাফল?

- অপরাধ প্রায় শূন্য
- মাদক ও গ্যাং‑সংক্রান্ত কর্মকাণ্ড বন্ধ
- স্থানীয়রা নিরাপদ ও শান্ত জীবন যাপন করে

Cherán আমাদের শেখায়, যদি মানুষ একত্রিত হয় এবং দায়িত্বশীলভাবে কাজ করে, তাহলে কোনো বাহ্যিক বাহিনী ছাড়াই সমাজকে নিরাপদ রাখা সম্ভব।

📌 মূল শিক্ষা:
নিয়ম এবং আইন শুধু তৈরি করার জন্য নয়, মানুষের চেতনা ও একতা থাকলে সমাজ নিজেরাই নিরাপদ রাখতে পারে।

Cindy Ngamba ছোটবেলায় ক্যামেরুনে এক শান্ত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দেশজুড়ে সন্ত্রাস ও যুদ্ধের কারণে তার পরিবারকে ...
21/12/2025

Cindy Ngamba ছোটবেলায় ক্যামেরুনে এক শান্ত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দেশজুড়ে সন্ত্রাস ও যুদ্ধের কারণে তার পরিবারকে UK এ আশ্রয় নিতে হলো। নতুন দেশে সবকিছু নতুন - ভাষা, স্কুল, জীবন কিন্তু Cindy Ngamba থেমে থাকেননি।

তিনি রিসাইকেল করা এক ছোট জিমে শুরু করেন বক্সিং অনুশীলন। প্রথম দিনগুলো ছিল অসহ্য - হাতগুলো ব্যথা, দেহ ক্লান্ত, কিন্তু Cindy Ngamba মনে মনে বলতেন, “আমি থামব না।” দিন রাত অনুশীলনের ফলে ধীরে ধীরে তিনি শক্তিশালী হন এবং বক্সিং ‑ এ তার নাম ছড়িয়ে পড়ে।

Tokyo 2020 Olympics‑এ তিনি Refugee Olympic Team‑এর হয়ে অংশ নেন এবং তিনি ব্রোঞ্জ মেডেল জেতেন।

Cindy Ngamba শুধু ক্রীড়াবিদ নন, তিনি হলেন প্রত্যেক শরণার্থী ও যে কেউ যার স্বপ্ন বাধার মুখোমুখি হয়েছে তার জন্য অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল আর আশা থাকলে জীবনের সবচেয়ে বড় মঞ্চও জয় করা সম্ভব।

নিক ডি’আলোইসিও (Nick D’Aloisio) - যুক্তরাজ্যের এক সাধারণ কিশোর।যে বয়সে বেশিরভাগ কিশোর গেম খেলে বা পরীক্ষার চিন্তায় থাকে,...
20/12/2025

নিক ডি’আলোইসিও (Nick D’Aloisio) - যুক্তরাজ্যের এক সাধারণ কিশোর।

যে বয়সে বেশিরভাগ কিশোর গেম খেলে বা পরীক্ষার চিন্তায় থাকে, সেই বয়সে নিক ভাবছিল একটাই প্রশ্ন -
“এত লম্বা আর্টিকেল মানুষ পড়তে চায় না কেন?”
এই প্রশ্ন থেকেই জন্ম নেয় Summly।

মাত্র ১৫ বছর বয়সে, নিজের ঘরে বসে তিনি এমন একটি অ্যাপ বানান,
যা বড় বড় খবর বা আর্টিকেলকে ছোট, সহজ সারাংশে রূপান্তর করে দেখাত।
আইডিয়াটা ছিল সাধারণ কিন্তু সমস্যাটা ছিল বাস্তব।

শুরুতে কেউ তাকে গুরুত্ব দেয়নি।
বড় কোম্পানি, বড় ডেভেলপার - কারো সাপোর্ট ছিল না।
কিন্তু নিক থামেননি।

মাত্র ১৭ বছর বয়সে, ইন্টারনেট জায়ান্ট Yahoo! তার অ্যাপ Summly কিনে নেয় প্রায় ৩০ মিলিয়ন ডলারে।
এক মুহূর্তে সেই কিশোর হয়ে ওঠে বিশ্বের কনিষ্ঠ স্ব-উপার্জিত মিলিয়নিয়ারদের একজন।

এই গল্পটা শুধু টাকা কামানোর নয়।
এটা প্রমাণ করে -

বয়স নয়, আইডিয়াই আসল
বড় হতে সময় লাগে না, ভাবনাটা বড় হলেই যথেষ্ট

👉 আপনি ১৫ বছর বয়সে কী করছিলেন?
👉 আপনার মাথার ভেতরে এমন কোনো আইডিয়া আছে, যেটা আপনি এখনো শুরু করেননি?

নিহত দিপু চন্দ্র দাসের বোন চম্পা দাস বিলাপ করে বলেন, ‘আমার ভাই বিএ পাস। সে সাধারণ বাটন মোবাইল ব্যবহার করত। ধর্ম নিয়ে তার...
20/12/2025

নিহত দিপু চন্দ্র দাসের বোন চম্পা দাস বিলাপ করে বলেন, ‘আমার ভাই বিএ পাস। সে সাধারণ বাটন মোবাইল ব্যবহার করত। ধর্ম নিয়ে তার যথেষ্ট জ্ঞান ছিল। নবীকে নিয়ে কটূক্তি করার মতো মানুষ সে নয়। উৎপাদন বাড়ানো নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে তার বিরোধ ছিল - এমন কথা শুনেছি। সেই কারণেই হয়তো তাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্মমভাবে হ*ত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, কোম্পানির লোকজন চাইলে তাঁকে জনতার হাতে তুলে না দিয়ে পুলিশের কাছে দিতে পারতেন। তাহলে এমন নির্মম মৃ*ত্যু হতো না।

দীপু চন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করতো। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপার ভাইজার পদে প্রমোশন পেয়েছিলো।

জানা যায়, সুপারভাইজার পজিশনটির জন্য আরও তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলো যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি। এর মধ্যেই পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে অই তিনজনের সাথে বিরোধ হয় দীপু দাসের।

এর পরেই খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে অই গার্মেন্টস কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপু দাসকে পি টিয়ে আধমরা করে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে তার আধমরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েক শ ধর্মপ্রাণ মুসলমান হাতে ধরা স্মার্ট ফোনের ক্যামেরা অন করে, তাদের মধ্যে থেকে কারোরই মনে হয়নি এগিয়ে গিয়ে বলা, তোমরা এটা করো না। আমরা এত বড়াই করে বলি, ইসলাম শান্তির ধর্ম। তোমরা যা করছো, তাতে ইসলাম ধর্মের অপমান হচ্ছে।"

জানা গেছে, দীপু দাস স্মার্ট ফোন ব্যবহার করতো না। সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করতো৷ উপস্থিত শত শত ধর্মপ্রাণ মুসলমান দর্শকদের মধ্যে থেকে কেউ একজনও গিয়ে বললো না, " ছেলেটা যদি ধর্ম অবমাননা করে থাকে, তাকে আপনারা আইনের হাতে তুলে দিন। প্রচলিত আইনে তার বিচার হোক। "

কিন্তু না, কেউ এগিয়ে যায়নি। শুধুমাত্র 'দীপু দাশ' নামের ভুয়া আইডির পোস্ট দেখে কোনো যাচাই-বাছাই না করেই সহকর্মী দীপু দাশকে প্রথমে নির্মম ভাবে পি 'টিয়ে অর্ধমৃত করে গ'লায় র'শি বেঁধে গাছে ঝু"লিয়ে আ*গুন দিয়ে একজন জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারার আনন্দে' নারায়েতকবির ' শ্লোগান দিয়ে উল্লাস করলো উপস্থিত সকলে!

দীপু দাস যদি ফোনে ইসলাম বিরোধী কিছু লিখে ইসলাম ধর্মের অবমাননা করে থাকে, ইসলাম শান্তির ধর্ম জেনেও, ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল জেনেও দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে আপনারা কি দীপু দাশের চেয়েও হাজার গুণ বেশী ইসলামের অবমাননা করলেন না?
এসব করে আপনারা ইসলাম ধর্মের কতটা সম্মান রক্ষা করলেন!

জানি না হাশরের ময়দানে আপনাদের কোনো বিচার হবে কিনা, তবে এটা জানি, আল্লাহর মাইর দুনিয়ার বাইর! আপনারাই তো বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না!
দীপু দাসের অতৃপ্ত আত্মার কান্না, দীপু দাসের অসহায় পরিবারের চোখের জলের অভিশাপের ভার সইতে পারবেন তো?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ,
মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হত্যাকারী জানবে না যে,
কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি অপরাধে সে নিহত হয়েছে।

ভাই, ধরেন আমি রাস্তা দিয়ে হেটে যাইতেসি, ২-৪ জন আমারে ঘেরাও করে চিল্লায়া বলতে লাগলো আমি ধর্ম অব'মান'নাকা"রী। সেখান থেকে আরো ১৫-২০ জন আসলো। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে আমাকে মে*' রে শেষ করে দিসে! আমি কিছু বলারও সুযোগ পাবো না। এই হচ্ছে দেশের অবস্থা!!

দিপু চন্দ্র দাস আমার নবি কে নিয়ে কি কটুক্তি করলো সেটারি কোনো প্রমান পেলাম না আজো, অথচ তাকে অবমানের দায়ে মেরে ফেলা হলো,

পরিশেষে এখন জানতে পারলাম কি তাকে ফাসানো হয়েছে, পরে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ দেওয়া হলো তার উপর,

রোজ হাশরের ময়দানে পৌঁছানোর আগে পৃথিবীর ময়দানেই না জানি সূর্য আপনাদের মাথার উপর এসে দাঁড়ায়! দীপু দাসের নিরীহ বাবা-মা, সদ্য বিধবা স্ত্রী আর পিতৃহারা অবুঝ সন্তানের আর্তনাদ কিন্তু ঠিক ঠিক আল্লাহর দরবারে পৌঁছে গেছে! আল্লাহ কখনোই আপনাদের ক্ষমা করবেন না।

সোর্স!সংগ্রহীত।

20/12/2025

দারুণ এই সিন টি Hell On Wheels মুভি সিরিজ থেকে। বিস্তারিত জানতে কমেন্ট চেক করুন।

19/12/2025

এখন ব্যবসা করা খুবই সহজ Boichitro - এর সাথে।

এক পা ছাড়াই জয় করল মাউন্ট এভারেস্ট🗻🏔️
19/12/2025

এক পা ছাড়াই জয় করল মাউন্ট এভারেস্ট🗻🏔️

মানুষের জীবন কতই না ক্ষণস্থায়ী! কোনোভাবে বেঁচে ফিরতে পারলোই না। পরপারে ভালো থাকুক হাদি, বেঁচে থাকুক বিপ্লব!✊
18/12/2025

মানুষের জীবন কতই না ক্ষণস্থায়ী! কোনোভাবে বেঁচে ফিরতে পারলোই না। পরপারে ভালো থাকুক হাদি, বেঁচে থাকুক বিপ্লব!✊

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Athwee Marma - বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Athwee Marma - বাংলা:

Share

Category