Ridwan Saimun Documentary

Ridwan Saimun Documentary Ya Allah bring us closer
to that which is
beneficial for us,
and
distance from us that
what is harmful to us. Ameen...............

16/10/2024

শাহবাগের পাঠা আর গাভীগুলো যতদিন খোঁয়াড়ের বাইরে এসে ম্যা ম্যা আর হাম্বা হাম্বা করতে থাকবে ততদিন বুঝবেন দ্যাশ সঠিক পথেই আছে।

14/05/2024

সন্ধ্যা নামতেই সমুদ্র সৈকত সড়কে বসে হরেক রকমের স্টিট ফুডের মেলা। সেই মেলায় ঘুরে আসুন আমাদের সাথে💁‍♂️

13/05/2024

সমুদ্র সৈকতে ঘুরতে এসে যদি পাওয়া যায় জমজমাট বাণিজ্য মেলা, তাহলে বলুন তো আর কি লাগে?

কক্সবাজার বাণিজ্য মেলা ঘুরে বিস্তারিত জানানোর চেষ্টা ছিলো এই ভিডিও'তে।

12/05/2024

দক্ষিণ চট্টগ্রামে'র অন্যতম টুরিস্ট আকর্ষণ হয়ে উঠেছে নবনির্মিত কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন।

এই স্টেশনের আদ্যোপান্ত থাকতে এই ভিডিও'তে।

দূরের আকাশে লাখো-কোটি গ্রহ নক্ষত্র। কিন্তু সবাই কেমন যেন নীরব নিস্তব্ধ, বড্ড একা। আপনি একা, পাশে কেউ নেই, কখনো এটা ভেবে ...
30/06/2023

দূরের আকাশে লাখো-কোটি গ্রহ নক্ষত্র। কিন্তু সবাই কেমন যেন নীরব নিস্তব্ধ, বড্ড একা। আপনি একা, পাশে কেউ নেই, কখনো এটা ভেবে যদি খুব কষ্ট পান বা মন খারাপ হয়, তখন রাতের খোলা আাকশের দিকে তাকাবেন। দেখবেন হাজারো "আপনি" একই কষ্ট নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে।

🥲🙂

29/06/2023

ভাগ্যের সাথে ফাইট করা যায় না কারণ এটা নির্ধারিত। কিন্তু দুর্ভাগ্যের সাথে লড়াই করা যায়, দুর্ভাগ্যকে পরিবর্তন করা যায়। হারার আগেই হেরে গিয়ে দুর্ভাগ্য'কে ভাগ্য বলে চালিয়ে দেওয়াটাকে ভাগ্যের সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়।

ঈদ মোবারক।

18/06/2023

আজকাল কাপলরা লাইফ প্ল্যানিং করে হাওয়ার উপর, বাস্তবতার সাথে কোন মিল থাকে না। আবেগে পুরো দেশ স্বাধীন করে ফেলে কিন্তু বাস্তবতায় যখন মুখোমুখি হয় তখন আবেগ আর ভালোবাসা ভুলে গিয়ে চরম বিরক্তি নিয়ে একে অন্যের মুখের দিকে তাকায় আর কয়,
সখি ভালোবাসা কারে কয়?

16/06/2023

এই যুগে নিঃস্বার্থ ভালোবাসা'র কোন দাম আছে? কোন দামই নাই। স্বার্থ হিসাব করে ভালবাসবেন, সারাজীবন হাসিমুখে থাকবেন এমনকি সে ছেড়ে গেলেও। নিঃস্বার্থ ভালোবাসা দিবেন, বিনিময়ে ঠকবেন। খুব বাজেভাবেই ঠকবেন। এটাই এই যুগের নিয়ম।

07/06/2023

গল্পে গল্পে মহাকাশবিজ্ঞানঃ

উদাস দৃষ্টিতে কর্ণফুলীর উতালপাতাল ঢেউ দেখতে দেখতে রক্তিম হঠাৎ ইমি'কে প্রশ্ন করল, আচ্ছা বলো তো আমাদের দুজনের মাঝে দূরত্বের ব্যবধান কত? হঠাৎ এমন প্রশ্নে হতচকিত ইমি নিজেকে সামলে নিয়ে উত্তর দিলো, কই দূরত্ব? এই তো আমরা কত সুন্দর কত কাছাকাছি পাশাপাশি বসে আছি! রক্তিম বলল, না। আমাদের দুজনের মাঝে অনেক অনেক দূরত্ব। দেখো না, মিল্কিওয়ে আর এন্ড্রোমিডা পাশাপাশি আমাদের মতোই কাছাকাছি বসে থাকা দুই গ্যালাক্সি, অথচ দুজনের দূরত্ব ২.৫ মিলিয়ন আলোকবর্ষ। এখানে, এই কর্ণফূলীর তীরে পাশাপাশি কাছাকাছি বসেও তুমি আমি যেন সেই মিল্কিওয়ে আর এন্ড্রোমিডা'র মতোই অসীম দূরত্বের বাসিন্দা।
🙂🙂🙂

(চলবে)

RidRidwan Kabir SaimunbRidwan Kabir SaimuniRidwan Kabir Saimun

23/05/2023

প্রিয় মানুষ দিন তারিখ ঠিক করে হয় না। দিন-তারিখ ধরে যাদের প্রিয় মানুষ হয় তাদের প্রিয় মানুষ আবার সেই দিন-তারিখ ঠিক করেই অপ্রিয় হয়ে যায়🙂

17/05/2023

সবাই সবার জায়গা থেকে সুন্দর। কারণ সবার স্রষ্টা একজনই। একই স্রষ্টার সৃষ্টির একজনকে সুন্দর অপরজনকে কুৎসিত বলাটা প্রত্যক্ষভাবে স্রষ্টারই বিরোধিতা করা। আল্লাহ সবাইকেই সুন্দর করেছেন, কারণ তিনি কারো প্রতি জুলুম করেন না। কাউকে তিনি রূপ দিয়ে সুন্দর করেছেন, আবার কাউকে করেছেন গুণ দিয়ে। জাস্ট এতটুকুই তফাৎ। কিন্ত দুঃখজনক বিষয় হচ্ছে রূপ আমাদের যতোটা আকর্ষণ করে গুণ ততোটা আকর্ষণ করে না।

©I Love Allah Foundation

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridwan Saimun Documentary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category