বন্ধু Bondhu

বন্ধু Bondhu (খেলাধুলা) (বিনোদ) রাজনীতি

Mirsharai 360°

07/09/2025

নির্বাচনে আগে নিজেরা জোর করে শপথ বাক্য পড়ে নিচ্ছে জিতাও লাগবে না

06/09/2025

হাটহাজারি মাদ্রাসা প্রাঙ্গণে সেনাবাহিনী সদস্যরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবাইকে শান্ত থাকতে তাঁরা আহ্বান জানাচ্ছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কার পোস্ট শেয়ার দিছে দেখেন একবার। যেকিনা চিহ্নিত আওয়ামী শাহবাগী এবং প্রচন্ড রকমের ইসলামবি'দ্ব...
06/09/2025

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কার পোস্ট শেয়ার দিছে দেখেন একবার। যেকিনা চিহ্নিত আওয়ামী শাহবাগী এবং প্রচন্ড রকমের ইসলামবি'দ্বে'ষী সেই মহিউদ্দীন ওরফে গ'রু মহিউদ্দীনের পোস্ট শেয়ার দিছে আবিদকে মাইনাস করার জন্য।

এখন শুধু এ-টিমের অমি পিয়ালের পোস্ট শেয়ার দেয়া বাকি। ঐটাও সম্ভবত চোখে পড়লে শেয়ার দিয়ে দিবে রাকিব।

চট্টগ্রামের হাটহাজারীতে সং'ঘ'র্ষে'র সূত্রপাত ঘটে এই ছবিকে কেন্দ্র করে।জুলুসে অংশগ্রহণকারী এক ব্যক্তি এমন অশালীন ইঙ্গিত ক...
06/09/2025

চট্টগ্রামের হাটহাজারীতে সং'ঘ'র্ষে'র সূত্রপাত ঘটে এই ছবিকে কেন্দ্র করে।

জুলুসে অংশগ্রহণকারী এক ব্যক্তি এমন অশালীন ইঙ্গিত করেছিলেন হাটহাজারী মাদ্রাসাকে উদ্দেশ্য করে। যেটি তিনি ফেসবুকে পোস্ট করলে সেটাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জুলুস শেষে গাড়িগুলো হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় ব্যাপক বিক্ষোভ আর অবরোধের মধ্যে পড়ে। এখনো ঐ এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

06/09/2025

চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসা এলাকায় দুই পক্ষের সংঘাত ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে আছে আর বাহিরে জুলুস সমর্থকেরা বিচ্ছন্ন ভাবে অবস্থান করছেন। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি হয়ে আছে। আজকের এই সংঘাতে অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

BNP Media Cell Mirsarai tv বন্ধু বন্ধু Bondhu Highlights Tv #চাঁদাবাজবিরোধী #সাংবাদিক

বিস্তারিত আসছে..........
06/09/2025

বিস্তারিত আসছে..........

06/09/2025

বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিল্পজোন - টেকেরহাট- ভূঁঞারোড- ভাংগনি মুহুরি প্রজেক্ট- বিষুমিয়ার হাট জোরারগঞ্জ প্রধান সড়ক - সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মীরসরাই থানা আমীর জনাব নুরুল কবির, ৬নং ইছাখালী ইউনিয়ন আমীর জনাব জসীম উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ইছাখালী ইউনিয়ন শাখা।

06/09/2025

বিএনপি এসব কি শুরু করলো?
এটা কি বিএনপির দেউলিয়াপনা?

আমার বাবাকে বলা হয়েছে
আবিদ' কে ভোট দেয়ার জন্য
আবিদ কে? কোথায় লেখাপড়া করে
আমার বাবা কিছুই জানেনা।বিএনপি এসব কি শুরু করলো?
এটা কি বিএনপির দেউলিয়াপনা?

আমার বাবাকে বলা হয়েছে
আবিদ' কে ভোট দেয়ার জন্য
আবিদ কে? কোথায় লেখাপড়া করে
আমার বাবা কিছুই জানেনা।

05/09/2025

আবিদ স্যারের কঠিন যুক্তি!

শি*য়াল রাত বিরাতে যেথায়-সেথায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারলে মু*রগী কেনো পারবে না? ছেলেরা রাত তিনটায় ঘুরাফেরা করতে পারলে মেয়েরা কেন পারবে না? বাহ! চমৎকার যুক্তি....

BNP Media Cell

05/09/2025

রুহেলের ভ্রমন সঙ্গিনী নায়িকা জেফার!

৫ আগষ্ট পরবর্তী দেশ থেকে পালানোর সময় নায়িকা জেফারকে সঙ্গি করেছেন মিরসরাইয়ের সাবেক তথাকথিত এমপি মাহবুবুর রহমান রুহেল। জেফারকে নিয়ে বিমানে করে দেশ‌ত্যাগ করার সময় ভিড়িও করে রাখেন একই ফ্লাইটের অন্য যাত্রী। এমন একটি ভিডিও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র সাবেক এমপি মাহবুবুর রহমান রুহেলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

BNP Media Cell #চাঁদাবাজবিরোধী #সাংবাদিক #অস্ত্রনাশকসমাজ #সন্ত্রাসদমন

04/09/2025

অবশেষে ফাহমিদা নিজের
ভুল বুঝতে পেরে ভুল স্বীকার করেছে।
BNP Media Cell Mirsarai tv

04/09/2025

মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সং/ঘ/র্ষে/র ঘটনা ঘটেছে। এসময় এক পক্ষের কয়েকজন নেতাকর্মী আ/হ/ত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিম পার্শ্বে এই ঘটনা ঘটে। আ/হ/ত/রা হলেন মিরসরাই কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এমরান আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্ল্যাহ আল নোমান। আ/হ/ত অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আ/হ/ত/দের উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু Bondhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share