
17/08/2025
প্রাইভেট প্রতিষ্ঠান যখন যার হাতে থাকে তার। নিয়োগ প্রক্রিয়াও নিজেদের ইচ্ছেমতো হয়। এখানে বৈধ অবৈধের কিছু নেই। কাজেই যে সমস্ত ব্যাংক দক্ষতা যাচাইয়ের নামে কর্মী ছাটাইয়ের মতো ঘৃণ্য কাজে মেতে ওঠেছেন তাদের প্রতি আল্লাহর লা'নত বর্ষিত হোক।
অনিয়ম-দুর্নীতির মহান ব্যক্তি এসআলমের বিরুদ্ধে কিছু করতে পারছেন না, আসছেন নিরপরাধ গরিব-মধ্যবিত্ত পরিবারের মুখের খাবার কেড়ে নিতে।
একরাশ ঘৃণা তোদের প্রতি।
#বৈষম্য
#সিন্ডিকেট
#দালাল