18/07/2025
একবার এক ....... সম্প্রদায়ের ছেলে গেলো পাহাড়ের এক নেতার কাছে।
গিয়ে বললো স্যার, আমি গরীবের ছেলে কষ্ট করে পড়াশোনা করছি। আমাকে কিছু টাকা দিন যেনো ভার্সিটিতে ভর্তি হতে পাড়ি।
নেতা টাকাটা দিতে চাইলেন না। পাশের লোকজন নেতাকে অনুরোধ করলেন। বললেন আমরা চিনি, ওরা খুব গরীব। ওর বাবা অনেক কষ্ট করে ওকে পড়াচ্ছেন।
শেষে নেতা জিজ্ঞেস করলো কত টাকা লাগবে ভর্তি হতে, ছেলেটি বললো ৮ হাজার টাকা।
নেতা তাকে টাকা দিয়ে দিলেন। ছেলেটি দরজার কাছে গেলে নেতা তাকে ডাক দিয়ে আরো কিছু বাড়তি টাকা দিয়ে দিল।
পাশের লোকজন জিজ্ঞেস করলো, নেতা বাড়তি টাকা কি জন্য দিয়েছেন জানতে পাড়ি?
নেতা বললো ও পড়াশুনা করে বিদেশের এনজিও এবং কথিত আদিবাসী নেতাদের সাথে মিলে আমাদের যে বাঁশ দিবে, সেই বাঁশ কেনার টাকাটাও দিয়ে দিলাম।