স্বাধীন নিউজ রাউজান

স্বাধীন নিউজ রাউজান লাইক দিয়ে সাথে থাকুন আমরা সব সময় সত্য তুলে ধরবো

26/07/2025

রাউজানের নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাউজানের নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা  অনুষ্ঠিতগত (২৫ জুলাই) শুক্রবার...
25/07/2025

রাউজানের নোয়াপাড়ায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির
এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

গত (২৫ জুলাই) শুক্রবার বেলা ৩ টা হতে রাউজানের নোয়াপাড়াস্থ বৈশাখী কনভেনশন হলে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত সেমিনার এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সেমিনার
এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মোহাম্মদ বেলায়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.জালাল আহমদ, বক্তব্য রাখেন রাশেদ হায়দার মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, পবিত্র কুরআনে বলা হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে (সূরা যুমার: ৯)। জানার জন্য এবং মানার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। ইলম অর্জন যেমন জরুরী সে অনুযায়ী আমল করাও জরুরী। এলমে জাহের যেমন জরুরী তেমনি জ্ঞানের পরিপূর্ণ স্বাদ আহরণের জন্য এলমে বাতেন অপরিহার্য। পৃথিবীতে যারা এই দুই জ্ঞানের গভীরে গিয়ে জীবনের সমৃদ্ধি অর্জন করেছেন তারা একদিকে যেমন কালশ্রেষ্ঠ হয়েছেন অন্যদিকে ইতিহাস খ্যাত হয়েছেন। তেমনি একজন যুগশ্রেষ্ঠ কিংবদন্তী হলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)। এই মহান ব্যক্তিত্ব নিজে যেমন এলমে জাহেরের অফুরন্ত ভান্ডার ছিলেন তেমনি এলমে বাতেনের সুউচ্চ মকামে উপবিষ্ট হয়েছেন। শুধু তাই নয় এলমে জাহের বিতরণের জন্য কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদরাসার বানিয়ে লাসানিতে পরিণত হয়েছেন। উনার সংস্পর্শে এসে কাগতিয়া মাদরাসা আজ বিশ^ব্যাপী সমাদৃত। দৃষ্টিনন্দন পরিবেশ, আধুনিক মানের কম্পিউটার ল্যাব, সুবিশাল অবকাঠামো, উন্নত হোস্টেল সুবিধা সর্বোপরি অধ্যক্ষ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় এ মাদরাসাকে করেছে সবদিক থেকে অনন্য। সুশিক্ষা প্রসারের জন্য চট্টগ্রাম নগরীর বায়েজিদে স্থাপন করা হয়েছে কাগতিয়া কামিল এম.এ মাদরাসার মহানগর ক্যাম্পাস। হযরত গাউছুল আজম (রাঃ) এর রেখে যাওয়া মাদরাসাকে আজ তারই একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম (মাঃজিঃআঃ) পরিপূর্ণ আমানতদারীতা এবং আন্তরিকতার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছেন প্রতি বছর এ মাদরাসার ঈর্ষনীয় সাফল্য তারই প্রমান বহন করে। এ মাদরাসায় আসলে একদিকে যেমন এলমে জাহের অর্জন করা যায় অপরদিকে এলমে বাতেনের অমিয় সুধা আহরণের রয়েছে অপূর্ব সুযোগ, মাশাআল্লাহ।

মিলাদ কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

ডা: দিদারুল হক মাইজভান্ডারি  শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ছোট ভাই। ইন্তেকাল ফরমায়েছেন।ইন্নালিল্লাহি ওয়া ...
23/07/2025

ডা: দিদারুল হক মাইজভান্ডারি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির ছোট ভাই। ইন্তেকাল ফরমায়েছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

21/07/2025

নিমিষেই ঝরে গেল
অনেক তাজা প্রাণ!
নিভে গেল অনেক
স্বপ্ন

21/07/2025

উত্তরায় বিমান বি'ধ্ব'স্তের ঘটনায়
নি'হ'ত বেড়ে ২০

21/07/2025
15/07/2025
13/07/2025

ব্রেকিং নিউজ...

আজ থেকে সারা দেশে চিরুনি অ*ভিযান শুরু

১২টি ব্যাংক অ্যাকাউন্টে ১০৮ কোটি ৬৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করায় চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য  ও আওয়াম...
13/07/2025

১২টি ব্যাংক অ্যাকাউন্টে ১০৮ কোটি ৬৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করায় চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ জুলাই) দুদকের উপ-সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে আসামি ফজলে করিম চৌধুরীর নামে ১১ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ ও ১২ কোটি ১৩ লাখ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ২৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এই সম্পদ অর্জনের বিপরীতে তার ঋণ বা দায়-দেনার কোনো তথ্য পাওয়া যায়নি। আয়কর নথি পর্যালোচনায়, সম্পদ অর্জনে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১৮ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ রেকর্ডপত্রের আলোকে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৫ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের সম্পদ বেশি পাওয়া যায়। যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়।

এছাড়া তিনি ১২টি ব্যাংক হিসাবে ১০৮ কোটি ৬৪ লাখ টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন করার চেষ্টা করেছেন।

দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, ফজলে করিম চৌধুরী তার অবৈধ সম্পদ নিজ ভোগ দখলে রেখে এবং সন্দেহজনকভাবে ব্যাংক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন। দুদক তার বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী মামলা রুজু করেছে।

জানা যায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এ বি এম ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার’ সময় তাকে আটক করা হয়।

আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখল, রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এক ডজনের বেশি মামলা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

এমআর/এমএ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর খুব উত্তাল রয়েছে।এরই সাথে এই লঘুচাপের কারণে চট্টগ্রাম বিভাগসহ অন্যান জায়গায় বৃষ্টি...
09/07/2025

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর খুব উত্তাল রয়েছে।এরই সাথে এই লঘুচাপের কারণে চট্টগ্রাম বিভাগসহ অন্যান জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।এই সময়ে সমুদ্রে নামা,পাহাড়ে ভ্রমণ,নদীতে গোসল করা থেকে বিরত থাকুন।

08/07/2025

১২ ঘণ্টা পরও সন্ধান মেলেনি সমুদ্রে নিখোঁজ চবির ২ শিক্ষার্থীর

07/07/2025

রাউজানে যুবদল কর্মীকে গু'লি করে হ'ত্যা সিসি ফুটেজ

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন নিউজ রাউজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন নিউজ রাউজান:

Share