স্বাধীন নিউজ রাউজান

স্বাধীন নিউজ রাউজান লাইক দিয়ে সাথে থাকুন আমরা সব সময় সত্য তুলে ধরবো

01/12/2025

ঢাকার বায়তুল মোকাররমে ঐতিহাসিক এশায়াত সম্মেলনে লাখো আশেকে রাসূলের ঢল

ঢাকার বায়তুল মোকাররমে ঐতিহাসিক এশায়াত সম্মেলনে লাখো আশেকে রাসূলের ঢলআধ্যাত্মিকতার পুনর্জাগরণে অবিস্মরণীয় কিংবদন্তিখলিফায়...
29/11/2025

ঢাকার বায়তুল মোকাররমে ঐতিহাসিক এশায়াত সম্মেলনে
লাখো আশেকে রাসূলের ঢল

আধ্যাত্মিকতার পুনর্জাগরণে অবিস্মরণীয় কিংবদন্তি
খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.)
-মাননীয় মোর্শেদে আজম।

যুগে যুগে মানব সম্প্রদায়কে হেদায়ত করার জন্য মহান রাব্বুল আলামিন ধরার বুকে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। এ ধারার পরিসমাপ্তি ঘটে প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) এর আগমনের মধ্য দিয়ে। নবুয়তের ধারার পরিসমাপ্তির পর বেলায়তের ধারার মাধ্যমে হেদায়তের এ কাজ আউলিয়ায়ে কেরামগণ আঞ্জাম দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ধরার বুকে শুভাগমন করেন খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। যিনি প্রিয় রাসূল (দ.) এর বাতেনি নূর তাওয়াজ্জুহ প্রদান করে মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে ইনসানে কামেল তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। প্রিয় রাসূল (দ.) এর বাতেনি নূর ক্বলবে গ্রহণ করার পর এমনভাবে পরিবর্তন হয় যা রীতিমত বিস্ময়কর। নবীজি (দ.) এর বাতেনি নূরের প্রভাবে মানুষ হালাল-হারাম পৃথক করে চলতে শিখে, এবাদতে এক্বিনে এখলাসের সৃষ্টি হয়, সবর শোকরে পথ চলার পাথেয় পায়। এই বাতেনি নূর পুরুষরা সামনা সামনি বসে তাওয়াজ্জুহ বিল হাজের এর মাধ্যমে গ্রহণ করে। মহিলারা তাওয়াজ্জুহ বিল গায়েব এর মাধ্যমে নূরে বাতেন গ্রহণ করতে পারে, এ জন্য কোনো মহিলাকে দরবার শরীফে আসতে হয় না, হযরত গাউছুল আজম (রা.)-কে কখনো কোনো মহিলার সামনে যেতে হয়নি, এই নিয়ামত এখনো দরবার শরীফে অব্যাহত রয়েছে। এই তরিক্বত একদিকে যেমন আধ্যাত্মিক নিয়ামতে সমৃদ্ধ, অন্যদিকে বিজ্ঞানসম্মত এবং যুগোপযোগী। হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বতে শরীয়তের পূর্ণাঙ্গ অনুশীলনের পাশাপাশি সুন্নাতে মোস্তফা (দ.) জীবনে বাস্তবায়নের শিক্ষা দেওয়া হয়। এই তরিক্বতে রয়েছে মোরাকাবা, ফয়েজে কুরআন, জিকিরে জলী, জিকিরে খফি-সহ অনন্য সব নিয়ামতের সমাহার। এছাড়াও রয়েছে মুহাব্বতের নিয়তে দৈনিক এগারোশত এগারো বার দরূদ শরীফ আদায়ের নিয়ম যা কখনো ক্বাজা হলে চব্বিশ ঘণ্টার মধ্যে আদায় করে দিতে হয়। হযরত গাউছুল আজম (রা.) সিনা মোবারক থেকে নূরে বাতেন গ্রহণ করে ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের এমন চর্চা মানুষকে করে স্রষ্টার নিকটবর্তী, প্রিয়নবী (দ.) এর একান্ত প্রিয়জন।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ৩ টা হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।
চ.বি সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ. এম. এম. বাহাউদ্দীন, মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমেদ।
বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ সায়েম।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদি¦য়াল্লাহু তা’য়ালা আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

আগামী শনিবার রাজধানীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে ঐতিহাসিক এশায়াত সম্মেলন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্...
27/11/2025

আগামী শনিবার রাজধানীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে
ঐতিহাসিক এশায়াত সম্মেলন

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব গেইট সম্মুখস্থ ময়দানে আগামী শনিবার (২৯ নভেম্বর) কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

বেলা ৩ টা হতে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক এশায়াত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

এতে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

17/11/2025

জুলাই হ'ত্যা'কা'ণ্ডে'র মামলায় শেখ হাসিনার মৃ/ত্যু/দ/ণ্ড

17/11/2025
17/11/2025
শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইবুনালে নিরাপত্তা জোরদার
17/11/2025

শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইবুনালে নিরাপত্তা জোরদার

রাউজানের শীর্ষ সন্ত্রাসী ‘মেজর’ ইকবাল পুলিশের হাতে আটক ॥নিজস্ব প্রতিবেদক॥চট্টগ্রামের রাউজান এলাকায় দীর্ঘদিন ধরে পলাতক থ...
11/11/2025

রাউজানের শীর্ষ সন্ত্রাসী ‘মেজর’ ইকবাল পুলিশের হাতে আটক

॥নিজস্ব প্রতিবেদক॥
চট্টগ্রামের রাউজান এলাকায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা কুখ্যাত সন্ত্রাসী মো. ইকবাল হোসেন চৌধুরী, যিনি ‘মেজর ইকবাল’ নামে পরিচিত, তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।

৫২ বছর বয়সী এই আসামির বিরুদ্ধে খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে এবং তিনি রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ অপরাধীদের একজন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনা অনুযায়ী সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ইকবালকে গ্রেপ্তার করা হয়। অভিযানে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি পুলিশ দল কাজ করে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করানোর পর কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের বাসিন্দা ইকবাল আব্দুল কুদ্দুছ (কালু মেম্বার নামে পরিচিত) এর সন্তান।

থানার নথি অনুসারে, ইকবালের বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে, যার মধ্যে দাঙ্গা, মারামারি ও অপহরণ সংক্রান্ত অভিযোগ অন্তর্ভুক্ত।

তবে ওসি জানান, আটক অবস্থায় ইকবালের দেওয়া তথ্য অনুযায়ী রাউজান, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থানা এলাকায় তার বিরুদ্ধে মোট ৪০টিরও বেশি মামলা রয়েছে।

উল্লেখযোগ্য যে, ইকবাল শ্যামল হত্যা, আমান হত্যা এবং ভিপি বাবর ও মুজিব হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে।

10/11/2025

নোয়াপাড়ায় বিপুল অ'স্ত্র উ'দ্ধার, আ'টক ২

রাউজানে প্রকাশ্যে গু-লিবর্ষণকারী ইশতিয়াক প্রকাশ অভি, জনি এবং জ্যাকি
07/11/2025

রাউজানে প্রকাশ্যে গু-লিবর্ষণকারী ইশতিয়াক প্রকাশ অভি, জনি এবং জ্যাকি

03/11/2025

চট্টগ্রামের আসনগুলো থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা প্রকাশ:-

চট্টগ্রাম- ১ নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম -২ সরোয়ার আলমগীর
চট্টগ্রাম -৩ পরে ঘোষণা করা হবে।
চট্টগ্রাম -৪ মো. কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম - ৫ মীর মোহাম্মদ হেলাল
*চট্টগ্রাম - ৬ (রাউজান) পরে ঘোষণা করা হবে*
চট্টগ্রাম - ৭ হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম - ৮ এরশাদ উল্লাহ
চট্টগ্রাম - ৯ পরে ঘোষণা করা হবে
চট্টগ্রাম -১০ আমির খসরু
চট্টগ্রাম -১১ পরে ঘোষণা করা হবে
চট্টগ্রাম -১২ মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রাম -১৩ সারোয়ার জামাল
চট্টগ্রাম -১৪ পরে ঘোষণা করা হবে।
চট্টগ্রাম -১৫ পরে ঘোষণা করা হবে
চট্টগ্রাম - ১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

31/10/2025

Address

Muradpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন নিউজ রাউজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন নিউজ রাউজান:

Share