Anika tahsin

Anika tahsin আপনি থেকে তুমি
তুমি থেকে আপনি💗🤍

মাঝে মাঝে  পায়চারি করা সেই রঙিন জীবনও কেমন যেন বেরঙিন হয়ে আসে। প্রকৃতি কোনো রং তাকে স্পর্শ করতে পারে না। তবে এই সমস্যাটা...
26/01/2025

মাঝে মাঝে পায়চারি করা সেই রঙিন জীবনও কেমন যেন বেরঙিন হয়ে আসে। প্রকৃতি কোনো রং তাকে স্পর্শ করতে পারে না। তবে এই সমস্যাটা কেন হয় আমি খুঁড়ে খুঁড়ে বারংবার জানতে চেয়েছি।
কেমন যেন মন বলে আসে অনূভুতিহীন হৃদয়ের কোনো রং হয় না🤍🖤

26/01/2025

মানুষকে দেওয়া একটা সুন্দরতম উপহার হলো-- একটুকরো হেসে বলে দেওয়া সেই
❝ আপনার উপর শান্তি বর্ষিত হোক ❞
কথা টা🌼😊

সেদিন থেকে দুঃখ করা ছেড়ে দিয়েছি।যখন থেকে পেয়েছি ইয়া রব বলায় তীব্র প্রশান্তির ছোঁয়া।  স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্খা  কিংবা আকাশ ...
25/12/2024

সেদিন থেকে দুঃখ করা ছেড়ে দিয়েছি।
যখন থেকে পেয়েছি ইয়া রব বলায় তীব্র প্রশান্তির ছোঁয়া।
স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্খা কিংবা আকাশ সময় হাসোজ্জল মুখ খানা যখন মলিন হয়ে গেল, অনুভূতিরা সব আকাশে ডানা মেলে ভাসতে লাগলো তখন থেকেই আর দুঃখ নামের কোন শব্দ আমার মস্তিষ্কে স্থান পায়নি।
ফিসফিস কণ্ঠে বলতাম ইয়া আমার রব আপনি সবই জানেন,আপনি উত্তম পরিকল্পনাকারী। আপনার রহমতের কাছে নিজের সমস্ত আক্ষেপ বিসর্জন দিলাম।
বিশ্বাস করুন কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি নাড়া দিয়ে যায় তখন।
যেটা ছিল অসম্ভবের পথে সেটাও পরে সম্ভব হলো। যেটা ছিল আকাশকুসুম স্বপ্নছোয়া সেটারও দেখা মিলল। কেনো জানি বার বার মনে হয় সব আমার রহমানের অলৌকিক রহমত ছাড়া আর কিছুই না, অহংকার করে বলা মানুষের প্রত্যেকটা শব্দের দেয়ালে চিড় ধরলো।
এই কি তবে বিশ্বাস ও ভরসার পুরস্কার!
তাইতো হাজার আফসোসের মাঝেও অকপটে বলি ইয়া রব আপনি তো আছেন।
এই আপনি আছেন বলার মধ্যে শান্তি, ভরসা বিশ্বাসের তীব্রতা কতটুকু সেটা কেবল এই ধরণীর মালিক ছাড়া কেউ জানে না।
তাই বলি,
হে আমার নফস,তুমি যা চাও
তা না পেলে দুঃখ করো না....

Ani🌸

ভালবাসার উপর জোর চলে না গালিব.সেই আগুন যা জ্বালালেও জ্বলে না আবার নিভালেও নিভে না....🌼
06/12/2024

ভালবাসার উপর জোর চলে না গালিব.
সেই আগুন যা জ্বালালেও জ্বলে না আবার নিভালেও নিভে না....🌼

19/11/2024

🌿🌼🌼

14/11/2024

যেখানে থাকেনা কোনো পাক/পূণ্য
অবশেষে তারই ফলাফল হয়ে দাড়ায় শূন্য😊

----Ani

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anika tahsin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category