25/12/2024
সেদিন থেকে দুঃখ করা ছেড়ে দিয়েছি।
যখন থেকে পেয়েছি ইয়া রব বলায় তীব্র প্রশান্তির ছোঁয়া।
স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্খা কিংবা আকাশ সময় হাসোজ্জল মুখ খানা যখন মলিন হয়ে গেল, অনুভূতিরা সব আকাশে ডানা মেলে ভাসতে লাগলো তখন থেকেই আর দুঃখ নামের কোন শব্দ আমার মস্তিষ্কে স্থান পায়নি।
ফিসফিস কণ্ঠে বলতাম ইয়া আমার রব আপনি সবই জানেন,আপনি উত্তম পরিকল্পনাকারী। আপনার রহমতের কাছে নিজের সমস্ত আক্ষেপ বিসর্জন দিলাম।
বিশ্বাস করুন কেমন যেন এক অদ্ভুত প্রশান্তি নাড়া দিয়ে যায় তখন।
যেটা ছিল অসম্ভবের পথে সেটাও পরে সম্ভব হলো। যেটা ছিল আকাশকুসুম স্বপ্নছোয়া সেটারও দেখা মিলল। কেনো জানি বার বার মনে হয় সব আমার রহমানের অলৌকিক রহমত ছাড়া আর কিছুই না, অহংকার করে বলা মানুষের প্রত্যেকটা শব্দের দেয়ালে চিড় ধরলো।
এই কি তবে বিশ্বাস ও ভরসার পুরস্কার!
তাইতো হাজার আফসোসের মাঝেও অকপটে বলি ইয়া রব আপনি তো আছেন।
এই আপনি আছেন বলার মধ্যে শান্তি, ভরসা বিশ্বাসের তীব্রতা কতটুকু সেটা কেবল এই ধরণীর মালিক ছাড়া কেউ জানে না।
তাই বলি,
হে আমার নফস,তুমি যা চাও
তা না পেলে দুঃখ করো না....
Ani🌸