শিক্ষিত পাগলাগারদ

শিক্ষিত পাগলাগারদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিক্ষিত পাগলাগারদ, Digital creator, mohal khan bazat, kafco center, mohsen awliya Road, anowara, Chittagong.

সম্প্রতি বিসিবির বিশাল অনিয়ম নিয়ে টানা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছেন স্পোর্টস সাংবাদিক রিয়াসাদ আজিম। তার রিপোর্টের পর...
03/05/2025

সম্প্রতি বিসিবির বিশাল অনিয়ম নিয়ে টানা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছেন স্পোর্টস সাংবাদিক রিয়াসাদ আজিম। তার রিপোর্টের পরই বোর্ড অব ডিরেক্টরস এর অনুমোদন ছাড়া ফারুক আহমেদের ২৫০ কোটি টাকা উত্তোলন ও ২৩৮ কোটি টাকা ট্রান্সফারের খবর জাতি জানতে পারে। নি:সন্দেহ এটা বড় খবর । কার স্বার্থে বোর্ড প্রধান এই বিপুল অর্থ ট্রান্সফার একাই করলেন?

আজ খবর পেলাম স্রোতের বিপরীতে কাজ করা রিয়াসাদকে নাকি পে'টানোর পরিকল্পনা করছে ধা'ন্ধাবাজরা। কারা এসবের সাথে জড়িত, কোথায়, কিভাবে ক্লোজড ডোর মিটিংয়ে দুর্নীতির খবর বন্ধ করার পায়তারা চলছে সব উন্মোচন করা হবে। অপেক্ষা করুন।

উদঘাটন করলে ইউনুস ই করবে..এটা কোনো দলের ক্ষমতা নাই কেউই পারবেনা..ভারতের ভয়ে
16/04/2025

উদঘাটন করলে ইউনুস ই করবে..এটা কোনো দলের ক্ষমতা নাই কেউই পারবেনা..ভারতের ভয়ে

রূপপুর ঋণ: পরিশোধের সময় ২ বছর বাড়িয়েছে রাশিয়া, ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা মাফরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্যত...
16/04/2025

রূপপুর ঋণ: পরিশোধের সময় ২ বছর বাড়িয়েছে রাশিয়া, ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা মাফ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্যবহৃত ৫০০ মিলিয়ন ডলারের ঋণের বিলম্বিত কিস্তির কারণে বাংলাদেশকে ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা থেকে অব্যাহতি দিতে রাশিয়া সম্মত হয়েছে।

এছাড়াও, মস্কো ঢাকার অনুরোধে সাড়া দিয়ে মূল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ১১.৩৮ বিলিয়ন ডলারের রাশিয়ান রাষ্ট্রীয় ঋণের মেয়াদ দুই বছর বাড়িয়েছে এবং পরিশোধ শুরুর সময় ১.৫ বছর পিছিয়ে দিয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্র জানিয়েছে, মস্কো থেকে পাঠানো সংশোধিত প্রোটোকলের একটি খসড়া অনুযায়ী এখন মার্কিন ডলারের পাশাপাশি রাশিয়ান রুবলেও ঋণ পরিশোধ করা যাবে।

পূর্বে, ঋণ পরিশোধ এক মাস বিলম্বিত হলে বাংলাদেশকে ৪.৫ শতাংশ হারে জরিমানা দিতে হতো। ১৫ মার্চ ২০২২ থেকে ১৫ মার্চ ২০২৫ পর্যন্ত সময়ে সম্ভাব্যতা অধ্যয়নের ঋণের কিস্তি বকেয়া থাকলে বাংলাদেশকে প্রায় ১৬৪.১৭ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হতো। তবে সংশোধিত প্রোটোকলে উল্লেখ করা হয়েছে, এই অর্থ 'বাংলাদেশকে পরিশোধ করতে হবে না', কারণ সংশ্লিষ্ট বিধানগুলো প্রস্তাবিত চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ৭.৯০ লাখ কোটি টাকা, কমছে ৭ হাজার কোটি টাকারাজস্ব আহরণে কাক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও ...
16/04/2025

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ৭.৯০ লাখ কোটি টাকা, কমছে ৭ হাজার কোটি টাকা

রাজস্ব আহরণে কাক্ষিত অগ্রগতি না হওয়া এবং বৈদেশিক ঋণ ও অনুদান কমে যাওয়ার পাশাপাশি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ায়— আগামী অর্থবছরে ব্যয়ের পরিমাণ কমিয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, যা চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।

এটি কার্যকর হলে স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হবে। বাজেট 'বাস্তবায়নযোগ্য' করতেই আকার কমানো হচ্ছে বলে জানিয়েছেন অর্থবিভাগের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল এর মিটিংয়ে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে লেবার এমপিদের চাপের মুখে যুক্তরাজ্যফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ...
15/04/2025

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে লেবার এমপিদের চাপের মুখে যুক্তরাজ্য

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের উপর চাপ বাড়ছে। আসছে জুনে যুক্তরাষ্ট্রে এক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃত দিতে পারেন। সেক্ষেত্রে যুক্তরাজ্য যেন ফ্রান্সকে অনুসরণ করে— এই দাবি পররাষ্ট্র দপ্তরের কাছে তুলে ধরেছেন ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এতথ্য তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের নিউইয়র্ক সদর দপ্তরে আন্তর্জাতিক এই সম্মেলনের সহ-আয়োজক ফ্রান্স ও সৌদি আরব। মাখোঁ এরই মধ্যে বলেছেন, এই সম্মেলন একটি নির্ধারক মুহূর্ত হওয়া উচিত।

যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক বাছাই কমিটির চেয়ার এমিলি থর্নবেরি বলেছেন, যুক্তরাজ্যের জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এখনই সময়। আমাদের বন্ধুদের সঙ্গে, ফরাসিদের সঙ্গে মিলে এটা করতে হবে। অনেক দেশ আমাদের পথ চেয়ে বসে আছে; তাঁরা অপেক্ষা করছে।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা বিশ্ব শিগগির পদক্ষেপ না নিলে, একদিন হয়তো স্বীকৃতি দেওয়ার মতো কোনো ফিলিস্তিন আর অবশিষ্ট থাকবে না।’

আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপপর্যটননির্ভর মালদ্বীপে আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে...
15/04/2025

আইন করে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করল মালদ্বীপ

পর্যটননির্ভর মালদ্বীপে আইন করে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি ‘দৃঢ় সংকল্পের’ অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

মালদ্বীপের সংসদে মঙ্গলবার (১৫ এপ্রিল) আইনটি পাস হয়। এর প্রায় সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আইনটির অনুমোদন দেন। তার দপ্তরের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, এটি অনতিবিলম্বে কার্যকর হবে।

মোহাম্মদ মুইজ্জু বিবৃতিতে বলেছেন, “নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত নৃশংসতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।” তিনি আরও বলেছেন, “ফিলিস্তিনিদের লড়াইয়ের প্রতি মালদ্বীপ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।” দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গত বছর ইসরায়েলিদের মালদ্বীপ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে তারা।

বিশ্বরাজনীতি ইউরোপ কি ট্রাম্পের এই হুমকি বুঝতে পারছে
15/04/2025

বিশ্বরাজনীতি
ইউরোপ কি ট্রাম্পের এই হুমকি বুঝতে পারছে

This type of girl represents the moral decay of society. Their actions not only corrupt their own character but also ins...
14/04/2025

This type of girl represents the moral decay of society. Their actions not only corrupt their own character but also insult the values we hold dear. They seek attention at the cost of dignity, becoming nothing more than a stain on the fabric of decency. Don't spread their actions—don't let their influence poison others.

14/04/2025

Address

Mohal Khan Bazat, Kafco Center, Mohsen Awliya Road, Anowara
Chittagong

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801759149580

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষিত পাগলাগারদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিক্ষিত পাগলাগারদ:

Share