17/09/2025
বার্মা( মিয়ানমার)থেকে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে চট্টগ্রামে এভাবেই রিকশা চালাচ্ছে।
টাইগার পাস থেকে তার রিক্সায় উঠি, এবং তিনি জায়গা চিনেন না তাই কথার প্রসঙ্গে বলেন যে , তিনি বার্মা থেকে এসেছেন, আমি বলি যে বার্মা, মিয়ানমার থেকে? তিনি বলেন হ্যাঁ।
কথার ধারাবাহিকতায় তিনি বলেন যে, লক্ষীপুর দিয়ে এসেছেন, বাংলাদেশের একটি চক্র টাকা নিয়ে তাকে nid দেয় (ভোলা থেকে তিনি NID করেছেন)। এবং এভাবে তিনি বুক ফুলিয়ে বলেন, আমি বাংলাদেশের নাগরিক।
সবথেকে মজার ব্যাপার হলো তাকে নাকি কিছুদিন আগে সেনাবাহিনী রাস্তায় চেক করা কালে সন্দেহ করে, এবং পরবর্তীতে NID দেখে তাকে ছেড়ে দেয়। আশ্চর্যজনক ব্যাপার তার কথার ধরন সাধারণ বাঙালিদের মতোই। যেটা ভিডিওতে শুনতে পারছেন।
একটি কথা ক্লিয়ার করে বুঝতে পারিনি সেটা হচ্ছে তিনি দশ বছর ধরে বাংলাদেশে এসেছেন নাকি,যখন তার দশ বছর তখন এসেছেন।
আতঙ্কের বিষয় এটাই যে এভাবে হাজার হাজার রোহিঙ্গা, মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আমাদের সাধারণের মাঝে ছড়িয়ে পড়েছে, এবং এটার পেছনে কিছু দালাল বাঙালি এখনো কাজ করে যাচ্ছে সামান্য টাকার বিনিময়ে বাংলাদেশের সার্বভৌমত্ব একসময় হু/ম/কির মুখে পড়বে, কারণ ওরা অনেক অ/প/রাধ চক্রের সাথে জড়িত।
বিঃদ্রঃ তার থেকে কথা শুনার জন্য তাল মিলিয়ে কথা বলছিলাম।