ksif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ksif, Digital creator, Chittagong.

17/09/2024

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা 'ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮' এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা-

ধারা ৬৪: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা;

ধারা ৬৫: গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন;

ধারা ৮৩/৮৪/৮৬: ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা;

ধারা ৯৫(২): নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা;

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা;

ধারা ১০৫: সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন;

ধারা ১০৭: শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১০৯: ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা;

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১২৬: জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা;

ধারা ১২৭: বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা;

ধারা ১২৮: বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩০: বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩৩: স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

ধারা ১৪২: জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট
পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়।

15/09/2024

গুরুত্বপূর্ণ ইংরেজি Expressions:
১.চুপ করুন -Please keep quiet!
২.চুপ কর-Keep quiet.
৩.খুবই অপমানজনক!-How disgraceful!
৪.কি জঘন্য!-How disgusting!
৫.ঠিক আছে -It's alright/ok.
৬.ঠিক আছে-It's fine/Very fine.
৭.ঠিকই তো!-Yes,it is!
৮.তাই নাকি!-Is it!
৯.তাড়াতাড়ি কর-Hurry up!
১০.তাতে কি হয়েছে? ঠিক আছে!-So what? It's ok!

13/09/2024

গুরুত্বপূর্ণ ইংরেজি Expressions:
১.কি দুঃখ!-What a pity!
২.কি বাজে বোকো!-What nonsense!
৩.কি বুদ্ধি!-What an idea!
৪.কি ভয়ানক!-How terrible!
৫.কি মিষ্টি!-How sweet!
৬.কি লজ্জার !-What a shame!
৭.কি সুন্দর!-How lovely!
৮.কেন হবে না?-Why not?
৯.খুব খুশির খবর!-How joyful!
১০.খুব দুঃখের ব্যাপার!-How sad!
১১.খুব সুন্দর!-Excellent!

11/09/2024

# zeros plan # #

08/09/2024

গুরুত্বপূর্ণ ইংরেজি expressions:
১. একটুও না- Not a bit.
২. এখনি যাও- Go at once.
৩. চলে যাও- Go away.
৪. এখানে অপেক্ষা কর- Wait here.
৫. এখানে থামো-Stop here.
৬. এটাকে ভেঙো না -Don't break it.
৭. এদিকে আস-Come here.
৮. এদিকে দেখো-Look here.
৯. উপরে যাও-Go up.
১০. ওরে বাবা -Oh dear!

27/08/2024

প্রধান উপদেষ্টা - নোবেল লরিয়েট, পিএইচডি এবং অর্থনীতিবিদ
চিফ জাস্টিস - অনার্স ১ম ( ঢাবি), এম এ ( অক্সফোর্ড),
পিএইচডি ( যুক্তরাষ্ট্র)
বাংলাদেশ ব্যাংক গভর্নর -অনার্স ( ঢাবি), এম এ ( কানাডা),
পিএইচডি ( কানাডা)
ভিসি ঢাকা বিশ্ববিদ্যলয় - অল থ্রু স্টান্ড এন্ড ১ম শ্রেনীতে প্রথম
( চবি), পিএইচডি ( যুক্তরাজ্য) পোস্ট ডক
( অক্সফোর্ড)
প্রো ভিসি ঢাবি ১ - পিএইচডি (ক্যামব্রিজ)

প্রো ভিসি ঢাবি ২- মাসটার্স ( যুক্তরাজ্য) পিএইচডি (যুক্তরাজ্য)

অর্থ উপদেষ্টা- পিএইচডি ( কানাডা)
আইন উপদেষ্টা - পিএইচডি ( যুক্তরাজ্য)
পাট ও বস্ত্র উপদেষ্টা- পিএইচডি ( বাংলাদেশ)
শিক্ষা উপদেষ্টা - পিএইচডি (ক্যামব্রিজ)

মানে দেখতেই ভালো লাগে ।

এছাড়া নতুন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরূপে যারা নিয়োগ পেয়েছেন এবং বেশীর ভাগ উপদেষ্টাগণের প্রায় প্রত্যেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ।

আসলে প্রকৃত শিক্ষিত মানুষের বিকল্প নেই। প্রকৃত শিক্ষার বিকল্প নেই।

26/08/2024
ড.আবেদ চৌধুরী স্যারের পঞ্চব্রীহি ধান উদ্ভাবন।।খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন তিনি ! জমিতে একবার চা...
26/08/2024

ড.আবেদ চৌধুরী স্যারের পঞ্চব্রীহি ধান উদ্ভাবন।।

খাদ্য সংকটের বিশ্বে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিয়েছেন তিনি ! জমিতে একবার চারা রোপণ করে পাঁচবার ফলন দেয়া পঞ্চব্রীহি ধান উদ্ভাবন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। খাদ্য সংকটের আগামীর বিশ্বে যা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের এমআইটি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের সেরা সব বিজ্ঞানীদের সাথে তিনি গবেষণা করেছেন। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের স্বার্থেই তিনি বাংলাদেশেই তার সেই গবেষণা কাজে লাগিয়েছেন।
এতবড় একটা আবিষ্কার করে যিনি আমাদের মত জনবহুল একটি দেশের খাদ্যের যেন ঘাটতি না হয় সে ব্যাবস্থা করলেন আমরা সতেরো কোটি + মানুষের মধ্যে কজনইবা আমরা জানি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী স্যারকে??
বিনম্র শ্রদ্ধা জানাই এই প্রচার বিমুখ মানুষটিকে।

তথ্য সুত্র :

25/08/2024

২৭ আগষ্ট ২০১৪ বুধবার, ১৭৪ পূর্ব রাজাবাজার,গ্রীনরোড,ফার্মগেট। সন্ধ্যায় মাগরিবের নামাজ পরে আব্বা শহিদ শাইখ নুরুল ইসলাম ফারুকী (রাহঃ) ড্রইং রুমে পড়তে বসেন অন্যান্য দিনের মত। বাসায় তখন ছিলেন আমার আম্মা,নানি,একজন মহিলা মোহাম্মদপুর থেকে তার মেয়েকে নিয়ে এসেছিলেন মেয়ের বিয়ে ঠিক দোয়া নিতে তিনি অনেক আগে থেকেই আমাদের পরিচিত ছিলেন আব্বুর অনুষ্ঠান দেখতেন টেলিভিশনে সেই সুবাদে আরকি। আর ছিলো আমাদের বাসার একজন গৃহকর্মী মহিলা ও আমার আপন মামাত ভাই মারুফ হাসান যে সম্পূর্ণ ঘটনার একমাত্র পুরুষ প্রত্যক্ষ সাক্ষী।

হঠাত বাসায় বেল বেজে উঠলে দরজা খুলেন মারুফ হাসান। আমাদের বাসায় দুটো দরজা, একটি পশ্চিম দিকে যা দিয়ে সরাসরি ডাইনিং ও সেখান থেকে সরাসরি আব্বুর মাস্টার বেড এ যেখানে আব্বু ঘুমাতেন। অপর দরজাটি দক্ষিন দিকে যেটি সরাসরি ড্রইং রুমে, মেহমান আসলে সেই দরজা দিয়ে সাধারণত মেহমানদের বসতে দেয়া হত ও সেখানেই আব্বু পড়াশোনা করতেন।

মারুফ হাসান পশ্চিমের দরজা খুলে জিজ্ঞাস করলেন আপনারা কারা কি জন্য তারা বলে যে আমরা হজ্জে যেতে চাই হুজুরের এজেন্সিতে উনার সাথে কথা বলতাম। লোকগুলো সকলেই যুবক থেকে মধ্যম বয়ষ্ক ছিলো। পরনে সবারই শার্ট,গেঞ্জি,পেন্ট পরিহিত। তাদের কে এবার দক্ষিনের দরজা খুলে দিয়ে ড্রইং রুমে বসতে দেয়া হয়।সেখানে এসি ছাড়া হয় মেহমানদের জন্য সোফায় কিছু লোক বসে আর কিছু খাটে ২ জন মনে হয় দাঁড়িয়ে ছিলো। ৭ জনের মত লোক।

এবার আব্বু বললেন ভাই এ বছর তো হজ্জ শেষ আপনারা এসেই যখন পরেছেন চা খেয়ে যান সামনের বছরের হজ্জ এর জন্য প্রস্তুতি গ্রহন করুন। তারা বলল সামনের বছরই যাবো সেই নাম গুলোই এন্ট্রি করাতে এসেছি। আমাদের সাথে আরো কয়েকজন যাবেন তাদের কে কি ডেকে আনবো? আব্বা বললেন জ্বি ডাকুন! কল করে ডেকে আনলো আরো ৭-৮ জন।আব্বু থাকা কালে উনার সামনে সাধারনত নাম পরিচয় জানতে মেহমানদের বেশি জিজ্ঞাসা করলে আব্বু রাগ করতেন,নিজেই পরিচিত হতে পছন্দ করতেন।

এবার ঘর ভরে গেলো ১৪-১৫ জন মানুষে। আব্বু বললেন মারুফ ভিতর থেকে চেয়ার নিয়ে আসো সবাইকে বসতে দাও। ড্রইং রুম থেকে ডাইনিং এ আসতে যে দরজা ছিলো তা খুলে এক রুম থেকে অন্য রুমে গেলে অটো বন্ধ হত দরজা।এসিরুম থাকায় এ ব্যবস্থা ছিলো প্রতিটি দরজায় ফোম লাগানো এয়ার টাইট করা ছিলো।মারুফ হাসান চেয়ার নিয়ে ভিতরে প্রবেশ করতেই শুকনো মাটিতে আছাড় খেলো যা দেখে তা হলো, এই খনিকের মধ্যেই দুপাশে দুজন আব্বুকে মাথায় piস্তল ও চাpaTi ধরে চুপ চুপ বলতে বলতে marধর করছে ও মুহুর্তেই কয়েকজন ঘরের পর্দা বিছানার চাদর কাটছে বাধার জন্য, আর কিছু বুঝে উঠতেই মারুফ কে এক ধাক্কা দিয়ে বিছানায় আরেক মুহুর্তেই লাথি ও piস্তলের বাট দিয়ে মাথায় প্রচন্ড Aaঘাত করতে শুরু করে। এই সব কাজগুলোই কয়েক সেকেন্ডের ব্যপার ছিলো মাত্র। মুহুর্তেই মারুফকে নিস্তেজ করে মারুফ কে কয়েকজন, কয়েকজন আব্বুকে বেধে ফেলে।

বাধন পক্রিয়া ছিলো খুবই করুন।বড় বলের মত করে কাপড় মুখে পুরে দিয়ে হা করিয়ে দুই ঠোঁটের মাঝে একটি কষে বান, চোখ কষে বান, দু হাত ও দু পা পিছনে ফোল্ড করে পেছন দিকেই দু হাত ও পা একত্রে কষে বান। এবার মাস্টার বেড এ যেখানে মহিলারা সেখানে ৭-৮ জন হুর হুর করে ঢুকে যায়। হতভম্ব হয়ে আম্মু শুধু দুটি কথা বলার সুযোগ পায় তোমরা কারা এভাবে অVoদ্রের মত রুমে ঢুকে গেলে কেন? Hoত্যাকারীরা যে কথা টি বলে তা প্রায় আজ আব্বু চলে গেছেন ১০ বছর এই দশ বছরে আমরা বলতে পারিনি।সাংবাদিকরা পর্যন্ত আমাদেরকে নিষেধ করেছে যে, এই কথাটা বললে আপনারা বিচার পাবেন না।

কথাটি হলো তারা বলে আম্মুর কথার জবাবে "আমরা AwamiলীG করি তো বাইরে মিছিলে পুলিশ ধাওয়া করছে তাই আশ্রয় নিতে আসছি"। পরবর্তীতে এন্টিভি,একাত্তর টিভি,সময়, এরা নিষেধ করে ও আম্মার দেয়া বক্তব্য থেকে এই অংশ কেটে দেয়। দ্বিতীয় আম্মু বলেন তোমরা জানো আমি একজন আলেম ও ইমাম সাহেবের স্ত্রী আমার গায়ে যেন হাত না লাগে।তারা এই দুটো কথার মাঝেই সেই রুমেরও পর্দা ও চাদর কেটে মুহুর্তেই একই কায়দায় সবাইকে বেধে Oস্ত্রের মুখে জিম্মি করে ফেলে আর বলতে থাকে একটু পর পর কানের কাছে যে, "সামান্য নড়াচড়া করলে শুধু টান দিমু"।

তারা কয়েকভাগে কাজগুলো করেছে কেউ কাপড় কেটে রশি বানানোর কাজ,কেউ বাধার কাজ।এরপপ্র শুরু হয় সব লুটপাট বাসার সকল আসবাব পত্রের তালা ভেঙ্গে নগদ অর্থ স্বর্নালঙ্কার সহ মহিলাদের পরনে থাকা সব কিছুই নিয়ে যায়।হঠাত এর মাঝে ময়মনসিংহ থেকে মধ্যম থেকে মুরুব্বি ৩ জন লোক বেল বাজালে, বাসায় দক্ষিনের গেট খুলে ড্রইং রুমে থাকা Hoত্যাকারিরা তাদের কে এক ধাক্কা দেয় পশ্চিমের দরজা দিয়ে। তারা আতখা গিয়ে দক্ষিনের দরজা দিয়ে ড্রইং রুমে ঢুকে আব্বুকে করুন অবস্থায় বাধা দেখতে পেয়ে কিছু বুঝে উঠার আগেই তাদেরকেও একই কায়দায় বন্দি হতে হয়।তারা এসেছিলেন আব্বুকে মাহফিলের দাওয়াত করতে মূলত।

এদিকে মহিলারা বিশেষ করে আম্মু ভাবতেছিলেন তারা হয়ত Daকাত Luটপাট করেই চলে যাবে।দক্ষিনের ড্রইং রুমে মারুফ কে এতটাই কষে বাধা হয়েছিলো অসহ্য যন্ত্রনায় সামান্য নড়লেও তার উপর তাঁকে লাথি ও Piস্তলের বাট দিয়ে প্রচন্ড Maরা হচ্ছিলো। মারুফ তখনও কানে শুনছে। তারা খুবই ফিস্ফিসিয়ে কথা বলছিলো পরস্পরে উভয় রুমেই। এ রুমের মানুষ অরুমে কি হচ্ছে জানছেনা।

আব্বুর জীবনের শেষ কথাগুলো যা বলছেন, আমার অমুক অমুক যায়গায় চাবি আছে তোমরা যা নেয়ার নিয়ে যাও। তোমরা আমার হাত কে পিছনে বেধো না, আমার হাত পিছনে যায়না ভাঙ্গা,সামনে বাধো। মারুফকে অস্বাভাবিক Marধর করা দেখে বলেন, তাঁকে তোমরা মেরো না সে আমার ছেলে না আমার ছেলেরা কেউ বাসায় নেই। তোমরা কেন এসেছো কি চাও আমার কাছে? তারা বলে আমরা যা করতে এসেছি তা করে চলে যাব তুই জীবনের শেষ দোয়া কালাম পড়। আব্বার তখন বুঝার বাকি রইলো না। শাহাদাহ সহ বিভিন্ন দোয়া সেদিন আব্বু পড়েছিলেন।

আব্বুকে অনেক Maরে তারা,Oকথ্য ভাষায় GaলাGaলও করে তারা। একপর্যায়ে Maরতে Maরতে ড্রইং রুম থেকে মাঝখানে ডাইনিং এ এনে তারা আব্বুকে গলায় পাগড়ি পেচিয়ে দু পাশ থেকে টেনে ফাসের মত করে ধরে,হয়ত Mriত্যু কষ্টে বাবার খুব কষ্ট হচ্ছিলো।তাই তিনি ছুটতে চাইলে তার বুকের উপর Chuড়ি দিয়ে ২টা ঘা দেয়া হয় যা হয়ত উনার ছটফটানিকে কিছুটা নিস্তেজ করলে মেঝেতে লুটিয়ে পরে। পূর্ব পশ্চিম করে তারা আব্বুকে গলার এপার থেকে ওপার ছুRi চালিয়ে দেয়, ফিনকি দিয়ে রKte ভেসে যায় সাথে সাথে।

আব্বুর মুখে তখনও বড় কাপরের বল ও হাত সামনে বাধা ছিলো। Roক্তের শ্রোত ঠেকাতে কয়েক পলট করে পাগড়ী গলাতেই পেচিয়ে রেখেছিলো। আম্মু প্রথম সারাশব্দ না পেয়ে হাতের বাধন খুটে খুটে খুলতে সক্ষম হন। আর খুলেই প্রথম চোখ খুলে আব্বুর খোজে দৌড়ে মাঝের রুমে এসে দেখেন আব্বু মেঝেতে শুয়ে আছেন সামনে হাত বাধা নিথর দেহ। কিচেন থেকে একটা নাইফ এনে আগে হাতের বাধন কাটেন পরে গলার বাধন সরাতেই তখনো তাজা Roক্ত গলগলিয়ে বের হতে দেখে শুরু হয় আম্মুর বিলাপ। ঠিক তখনই প্রথম ঘরে প্রবেশ করে আমার সেঝো ভাই ফয়সাল ফারুকী।সে ধান্মন্ডি কচিং এ ছিলো এসে সে দরজা খোলা দেখতে পেয়ে ঢুকেই আম্মুর বিলাপ দেখে পাশের বাসার মানুষ সহ বাড়িওয়ালা ও সবাইকে ডাক দিয়ে আনে।

আমি ছিলাম মোহাম্মদপুর হোস্টেলে। মেঝো ভাই আহমাদ রেজা ফারুকী ছিলো সৌদি আরবে।বড়ভাই মাসুদ বিন নুর ছিলেন চাকুরীতে দেশের বাহিরে। বোনেরাও বাহিরে ছিলো... ।ততকালীন কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সেদিন গ্রীনরোডেই মিটিং এ ছিলো। আমাদের বাসা থেকে মাত্র ৩-৪০০ গজ দুরেই।তখন মূলত চাঞ্চল্যকর পরিস্থিতি ছিলো সাগর-রুনি হত্যাকান্ড নিয়ে, তাদের বিষয়ে সকল সাংবাদিক ও সর্ব মহল তোর জোর কাজ চালিয়ে যাচ্ছিলো।তারা ২০১২ সালেই ফেব্রুয়ারিতে পশ্চিম রাজাবাজারে আমাদের বেশ কাছাকাছি থাকতো,ছুড়িকাঘাতে নিহত হন এই দম্পতি।সেই ফাকে আওয়ামীদের জামাত নেতাকর্মীদের ধরপাকর ততপরতাও অনেক জোরদার ছিলো। আমাদের প্রবল ধারনা তখন থেকেই এটা ছিলো যে, সেই হত্যাকান্ডের (সাগর-রুনি) ধামাচাপা দিতেই মূলত বলির পাঠা করা হয়েছিলো আব্বাকে,নিঃস্ব করে ফেলা হয়েছিলো আমাদের পরিবারকে। কারন হত্যা দিয়ে হত্যা, ইস্যূ দিয়ে ইস্যূ ধামাচাপা দেয়ার এমন ঘৃণ্য কূটকৌশল আওয়ামীদের অনেক পুরনো নীতি।

আমাদের পরিবারের আকুল আবেদন ও দাবি অন্তর্বর্তীকালীন এই সরকার মহদয়ের কাছে, আব্বুর কেইসটি বিশেষ নির্দেশনায় পুনরায় তদন্তের মাধ্যমে বিচারিক পক্রিয়া চালু করতে মহদয়ের সুমর্জি কামনা করছি।










25/08/2024

Alhamdulillah. Alhamdulillah. Save us from all dangers and forgive us all. Ameen..💛

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ksif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share