চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24

চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24 যে কোন খবর জানান: মোবাইল: 01819979338 Email: [email protected]


https://youtube.com/?si=f5TjHGeQuWF5bLGQ

01/07/2025

বোকার মতো চেয়ে থাকি, নির্বাক হয়ে ভবতে থাকি, বেঈমানরা দেখতে কেমন, কেমন তাদের নীতিমালা

চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারীতে। নতুন রেকর্ড এ প্রতিষ্টানের।
01/07/2025

চট্টগ্রামের পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারীতে। নতুন রেকর্ড এ প্রতিষ্টানের।

30/06/2025

ভদ্রপ্রাণী

ফটিকছড়ির সন্তান ইরফান উদ্দিনের সিলিকন ভ্যালিতে চাকরি: বেতন সাড়ে ৩ কোটি টাকা=======================================ফটিক...
29/06/2025

ফটিকছড়ির সন্তান ইরফান উদ্দিনের সিলিকন ভ্যালিতে চাকরি: বেতন সাড়ে ৩ কোটি টাকা
=======================================
ফটিকছড়ি উপজেলার ছোট্ট গ্রাম ধর্মপুর থেকে শুরু হয়েছিল ইরফান উদ্দীনের যাত্রা। গ্রামের স্কুলে এসএসসি আর চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি—দুটোতেই ছিল জিপিএ ৫.০০। এরপর ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক শেষ করেন ২০১৬ সালে, তবে সিজিপিএ ছিল মাত্র ২.৯৮। দেশে থাকতে চাকরি খুঁজে কিছুদিন বেকার ছিলেন, পরে ওয়ালটনে চাকরি পেয়ে হাতে কলমে কাজ শিখতে থাকেন।
দেশেই ক্যারিয়ার গড়তে চাইলেও ইরফানের ভেতরের স্বপ্নটা ছিল বড়—সিলিকন ভ্যালিতে কাজ করার। সেই স্বপ্ন নিয়েই ব্যক্তিগত কারণে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। বড় চ্যালেঞ্জ ছিল কম সিজিপিএ আর কোনো গবেষণাপত্র না থাকা। তাই বিকল্প পথ বেছে নেন, গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই) ভালোভাবে দেন এবং ৩৩১ স্কোর তোলেন। এই স্কোরই তাঁকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াইয়োমিংয়ে ফুল ফান্ডিং স্কলারশিপে মাস্টার্সে পৌঁছে দেয় ২০২৩ সালের আগস্টে।
মাস্টার্সের শেষ সেমিস্টারে ঢুকে যায় চাকরি খোঁজার বাস্তবতা। জানুয়ারি থেকে একের পর এক আবেদন, কিন্তু সাড়া মিলছিল না। ক্লাস, পরীক্ষা আর গবেষণার ভিড়ে প্রতিদিনই দুই ঘণ্টা বরাদ্দ রাখতেন চাকরির জন্য। এক পর্যায়ে ফেব্রুয়ারি থেকে ইন্টারভিউ কল আসা শুরু হয়। তবুও প্রথম চাকরির অফার পেতে অপেক্ষা করতে হয়েছে মে মাস পর্যন্ত। এক হাজারেরও বেশি আবেদন জমা দিয়ে অবশেষে সেরা সুযোগটি পান—সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান অ্যাস্টেরা ল্যাবসে ইলেকট্রিক্যাল প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি।
এই চাকরি পেতে তাঁকে ৯ ধাপের ইন্টারভিউ দিতে হয়েছে, যার মধ্যে একদিনে টানা ৭টি ইন্টারভিউ দিতে হয়েছে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে। অনসাইট ইন্টারভিউয়ের জন্য ওয়াইয়োমিং থেকে ক্যালিফোর্নিয়া যেতে হয়েছে তাঁকে। এই দীর্ঘ ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে বুঝে গেছেন, বাংলাদেশের কাজের অভিজ্ঞতা বা দক্ষতাও বিদেশে চাকরি পেতে বড় সহায়ক হতে পারে।
সবশেষে অ্যাস্টেরা ল্যাবসের চূড়ান্ত অফার—বার্ষিক সাড়ে তিন কোটি টাকা বেতন, সঙ্গে প্রথম বেতনের সঙ্গে ৩০ লাখ টাকার সাইনিং বোনাস, শেয়ার ও অন্যান্য সুযোগ-সুবিধা। জীবনের শুরুতে গ্রামের স্কুল থেকে শুরু হওয়া এই যাত্রা অবশেষে তাঁকে নিয়ে গেছে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি জোন সিলিকন ভ্যালিতে।

ফেসবুকে র.ক্ত.মাখা ছু. রি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হু.ম.কি, ফটিকছড়িতে যুবক গ্রেপ্তার'"'''''''''''''''''''''''''''""""ফটি...
28/06/2025

ফেসবুকে র.ক্ত.মাখা ছু. রি দেখিয়ে প্রধান উপদেষ্টাকে হু.ম.কি, ফটিকছড়িতে যুবক গ্রেপ্তার
'"'''''''''''''''''''''''''''""""
ফটিকছড়ি প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে র.ক্ত.মাখা ছু*রি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ায় মো. আলমগীর (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। শুক্রবার (২৭ মে) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা একটি ধারালো ছুরি হাতে নিয়ে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। ভিডিওর সূত্র ধরে শুক্রবার রাতে আলমগীরকে আটক করা হয়। পরে তাকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।
আটক আলমগীর স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী বলে জানা গেছে। তবে তার এমন উসকানিমূলক কর্মকাণ্ডে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো উসকানি কিংবা ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আলমগীরের মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিশ্লেষণ করা হবে।

সেই সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধের নির্দেশচট্টগ্রাম ব্যুরো : নগরের পাঁচলাইশ থানার প্রবর্...
27/06/2025

সেই সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

চট্টগ্রাম ব্যুরো :

নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানা যায়।
নানা অনিয়ম অব্যবস্থাপনায় বিতর্কিত এ হাসপাতালটি। জবর দখল করে চালানো হচ্ছে চিকিৎসা সেবা। এর আগেও কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছিল সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম। আওয়ামীলীগ সরকার পরিবর্তনের পর গত ১৫ মে আবার উদ্বোধন করা হয় হাসপাতালটি।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ গঠিত যৌথ পরিদর্শন দলের প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সেখানে উল্লেখযোগ্য অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

সংশ্লিষ্ট রিপোর্টে ‘সিডিউল ক’ ও ‘সিডিউল খ’ অনুযায়ী হাসপাতালটির প্যাথলজি বিভাগে লাইসেন্স, জনবল, মান নিয়ন্ত্রণ এবং পরিকাঠামোগত নানা ঘাটতির বিষয় তুলে ধরা হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশক্রমে হাসপাতালটির ডায়াগনস্টিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের প্রয়োজনীয় ডকুমেন্ট নবায়ন না করায় প্রতিষ্ঠানটির প্যাথলজি কার্যক্রম জনস্বাস্থ্য বিবেচনায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, নানা অনিয়ম ও অসংঘতির জন্য চট্টগ্রামের প্রবর্তন মোড়ের সেন্ট্রাল সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর ধরে আবাসিক ভবন জবরদখলে রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে অবস্থিত সেন্ট্রাল সিটি হাসপাতাল কর্তৃপক্ষ। ভবন মালিককে তারা দীর্ঘদিন ধরে ভাড়া দেয় না। ভাড়া পরিশোধ না করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্রলীগের সাবেক নেতা আবু সাঈদ সুমনের দাপটে তারা দীর্ঘদিন ধরে ভবনটি দখলে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাড়ি ভাড়ার চুক্তিপত্রসহ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাসংক্রান্ত কোনো লাইসেন্স ও সরকারি বৈধতা এবং ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগপত্রের কাগজপত্র নেই প্রতিষ্ঠানটির। সবকিছু ‘নাই’-এর মধ্যেও দাপটের সঙ্গে চলছিল প্রতিষ্ঠানটি, যা গত ২০২৩ সালের ৪ জুলাই বন্ধ করে দেয় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস।

সেন্ট্রাল সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেজাউল সে সময় আওয়ামীলীগের ছত্রছায়ায় থাকলে গত আগস্টে সরকার পরিবর্তনের পর তিনিও নিজেকে পরিবর্তন করে নেন। বিএনপির ছত্রছাড়ায় এসে চসিক মেয়রকে দিয়ে পুনরায় গত ১৫ মে উদ্বোধন করে চালু করে দেন প্রতিষ্ঠানটি। এবার সিভিল সার্জন তাও বন্ধ করে দিল।

26/06/2025

উত্তর ফটিকছড়ির একজনকে চৌধুরী হাটে ব্রীজের নীচ থেকে উদ্ধার

৭০ জন দালাল আটক করা হয়েছিল। এরমধ্যে ২১জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ম্যাজিস্টে...
25/06/2025

৭০ জন দালাল আটক করা হয়েছিল। এরমধ্যে ২১জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ম্যাজিস্টেট। চমেকে আজ যা ঘটলো। 25.6.25

সিএন্ডএফ এজেন্ট সভা
22/06/2025

সিএন্ডএফ এজেন্ট সভা

20/06/2025

"গরিবের কান্না কে শুনবে? মধ্যরাতে চোরের হানায় সোনা-টাকা হারিয়ে পথে বসতে চলেছে পশ্চিম ভূজপুরের শামসুল আলমের পরিবার।
ফটিকছড়ি নিউজ ২৪

চট্টগ্রামের সাতকানিয়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক মো. কায়েম উদ্দিন রাব্বিকে (১৮) গ্...
20/06/2025

চট্টগ্রামের সাতকানিয়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক মো. কায়েম উদ্দিন রাব্বিকে (১৮) গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী।

20/06/2025

চক্ষু হাসপাতালে বিক্ষোভ

Address

Chittagong

Telephone

+8801819979338

Website

https://youtube.com/@ctgnews2492?si=f5TjHGeQuWF5bLG

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24:

Share