চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24

চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24 যে কোন খবর জানান: মোবাইল: 01819979338 Email: [email protected]


https://youtube.com/?si=f5TjHGeQuWF5bLGQ

চট্টগ্রাম জেলার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১০৬ জন চুড়ান্তভাবে নির্বাচিত। চট্টগ্রাম জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি...
18/09/2025

চট্টগ্রাম জেলার কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ১০৬ জন চুড়ান্তভাবে নির্বাচিত। চট্টগ্রাম জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, জুন-২০২৫ এর চূড়ান্ত ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা শেষে কঠোর, স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে ১০৬ জন যোগ্য প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার শুরুতে অনলাইনে ৩৩০৭ জন প্রার্থী আবেদন করেন। গত ২০–২২ আগস্ট কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় ২২০১ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৯২৯ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪ জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। কঠোর যাচাই-বাছাই শেষে সেরাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০৬ জন তরুণ-তরুণীকে পুলিশ বাহিনীর গৌরবময় যাত্রায় অন্তর্ভুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন—
“বাংলাদেশ পুলিশের এ নিয়োগ প্রক্রিয়া সর্বদা স্বচ্ছতা ও যোগ্যতার মাপকাঠিতে পরিচালিত হয়। আজ যারা নির্বাচিত হয়েছেন তারা কেবল পুলিশ বাহিনীর নয়, সমগ্র জাতির গর্ব। তাদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার মূল চালিকাশক্তি।”

চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে পুলিশ সুপার মহোদয় নবনির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন।

চট্টগ্রামে 'হাান্ডি' আর 'ধাবা' রেস্টুরেন্টে পর্দার আড়ালে ভিন্ন চিত্র, খাবারে অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর সুগন্ধি। আড়াই...
18/09/2025

চট্টগ্রামে 'হাান্ডি' আর 'ধাবা' রেস্টুরেন্টে পর্দার আড়ালে ভিন্ন চিত্র, খাবারে অননুমোদিত কেমিক্যাল ও ক্ষতিকর সুগন্ধি। আড়াই লাখ টাকা জরিমানা। ভাত মাখা মাংস ফ্রীজে।

18/09/2025

আওয়ামীলীগকে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং কর্ণফুলী উপজেলায়। পুলিশ তুমি আসলে কার ? এ কাজ করা পুলিশের দরকার কি ? আগে ঠিক এ কাজ করতে গিয়ে ৫ আগস্টের পর জনতার আদালতে শাস্তি পেতে হয়েছে পুলিশকে। পুলিশের কর্মী দের কান্না দেখেছি সে সময়। এখনও অনেক পুলিশ পলাতক।

শোক সংবাদ ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জনাব আবু তাহের সিদ্দিকী ইন্তেকাল  করেছেন ইন...
18/09/2025

শোক সংবাদ
ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য জনাব আবু তাহের সিদ্দিকী ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজেউন। ২টায় জানাজা ফটিকছড়ি কলেজ মাঠে।

প্রবাসী আইয়ুব আলীর মরদেহ পৌঁছেছে বাড়ীতে। জানাজা ১০ টায়
18/09/2025

প্রবাসী আইয়ুব আলীর মরদেহ পৌঁছেছে বাড়ীতে। জানাজা ১০ টায়

আশেকানে গাউসিয়া হক ভণ্ডারী বিবিরহাট শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিতআশেকানে গা...
17/09/2025

আশেকানে গাউসিয়া হক ভণ্ডারী বিবিরহাট শাখার উদ্যোগে
প্রস্তুতি সভা ও পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত

আশেকানে গাউসিয়া হক ভণ্ডারী বিবিরহাট শাখার উদ্যোগে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৭তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আলোচনা সভা কমিটির নিজ কার্যালয়ে মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর ২০২৫খ্রি. বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী মাষ্টার কবির আহম্মদ, মোহাম্মদ নুরুল হুদা, ডাঃ আনিছ উদ্দিন সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ এবং বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ। অত্র কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দীনের সঞ্চালনায় সভার প্রারম্ভে পবিত্র কোরআনুল করিম তিলাওয়াত ও নাতে রাসূল (দঃ) পরিবেশন করেন অত্র কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসাইন এবং শানে গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ) পরিবেশন করেন সংগঠনের সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ চিশতি (মঃজিঃআঃ)। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসাইন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অথিতি মাষ্টার কবির আহম্মদ ওরশ শরীফের দিক নির্দেশনা প্রদান করে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ও সংগঠনের প্রাণ খাদেমে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত হাফেজ মোহাম্মদ আবুল কাসেম মাইজভাণ্ডারী (রহঃ) এর স্মৃতিচারণ করেন। সমাপনি বক্ত্যব্য প্রদান করেন সভার সভাপতি মোহাম্মদ নাছির উদ্দীন। সভায় বক্তারা আসন্ন মহান ২৬শে আশ্বিন ওরশ শরীফ যথাযথ মর্যাদায় সফল করার লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেন এবং পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) এর তাৎপর্য তুলে ধরেন। এতে সেমা মাহফিল পরিবেশন করেন বিশিষ্ট কাওয়াল হাসান আলী টিপু, পরিশেষে মিলাদ শরীফ, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

17/09/2025

দাঁতমারার তাজকেরাতুন নেছাকে ৫ বছরের কারাদণ্ড #চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড হালিশহর শাখার বরখাস্তকৃত জুনিয়র ক্যাশ অফিসার তাজকেরাতুন নেছাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত তাজকেরাতুন নেছা (৪০) ভুজপুর থানার দাঁতমারা এলাকার আবদুল মজিদ খানের মেয়ে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের সরকারি কৌঁসুলি মুহম্মদ কবির হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত বিলের টাকা আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ায় আসামি তাজকেরাতুন নেছাকে দণ্ডবিধির ৪০৯ ধারায় ৩ বছর ও ৪২০ ধারায় ২ বছর কারাদণ্ড এবং ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন আদালত। আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে গ্যাস ও ওয়াসার বিল বাবদ ৬ লাখ ৬৩ হাজার ৯৫৩ টাকা সংগ্রহ করেন ইউসিবি ব্যাংকের হালিশহর শাখার বরখাস্তকৃত জুনিয়র ক্যাশ অফিসার তাজকেরাতুন নেছা। কিন্তু তিনি ওই অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

পরে জরিমানাসহ মোট ৬ লাখ ৭০ হাজার ৪২৩ টাকার মধ্যে ৩ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা ফেরত দিলেও বাকি ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা পরিশোধ করেননি।

এ ঘটনায় ২০২২ সালের ২৭ নভেম্বর দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন তৎকালীন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। মামলায় আসামির বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারায় অভিযোগ আনা হয়।

ফটিকছড়ির "গুণী প্রধান শিক্ষক" নির্বাচিত জোহরা খানমজাতীয় শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যাল...
17/09/2025

ফটিকছড়ির "গুণী প্রধান শিক্ষক" নির্বাচিত জোহরা খানম
জাতীয় শিক্ষক দিবস–২০২৫ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে “গুণী প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন ধুরুং আতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোহরা খানম।
দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার নেতৃত্বে বিদ্যালয়ে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, সৃজনশীল শিক্ষণ পদ্ধতির প্রসার এবং সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশেষ করে অসচ্ছল ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
শিক্ষক সমাজে নেতৃত্ব প্রদান, সহকর্মীদের সহযোগিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতেও অগ্রণী ভূমিকা পালন করেছেন জোহরা খানম। তার এই অনন্য অবদানকে মূল্যায়ন করেই জাতীয় শিক্ষক দিবসে উপজেলা পর্যায়ে তাকে “গুণী প্রধান শিক্ষক” হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ অর্জনে অভিভাবক, সহকর্মী ও স্থানীয় শিক্ষানুরাগীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন তার এ স্বীকৃতি অন্য শিক্ষকদেরও অনুপ্রেরণা জোগাবে।
অভিনন্দনা উপলক্ষে জোহরা খানম বলেন,
“আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে কৃতজ্ঞ। গুণী শিক্ষক হওয়ার পেছনে আমার শিক্ষার্থীরাই মূল শক্তি। যদি বিদ্যালয়, সহকর্মী ও অভিভাবকদের সহযোগিতা না পেতাম, এ স্বীকৃতি অর্জন সম্ভব হতো না। আমার একমাত্র ইচ্ছা—আমার বিদ্যালয় ও এলাকা আরও উন্নত হোক, অভিভাবকরা সন্তুষ্ট থাকুক। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে সেই বোধ জাগিয়ে তুলতে এবং শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, এই গুণী শিক্ষিকা এর আগে ২০১১, ২০১৩ ও ২০১৬ সালে তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজেক যাওয়ার পথে একই জীপে থাকা ১৩ জনের একজন শিক্ষার্থী নি*হ*ত।  অন্য ১২  সহপাঠীরা জান...
17/09/2025

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজেক যাওয়ার পথে একই জীপে থাকা ১৩ জনের একজন শিক্ষার্থী নি*হ*ত। অন্য ১২ সহপাঠীরা জানেই না তাদের একজন ইতিমধ্যে জীবনের ইতি টেনেছে। তাদের অবস্থা দেখে অজান্তেই কান্না চলে আসছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
বিঃদ্রঃ সাজেক যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ফ্রান্সে যাচ্ছে দেশী মুড়ি ও সুগন্ধি চাল  #দেশী মুড়ি ও সুগন্ধি চালের ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গুণে মানে ...
17/09/2025

ফ্রান্সে যাচ্ছে দেশী মুড়ি ও সুগন্ধি চাল #দেশী মুড়ি ও সুগন্ধি চালের ব্যাপক চাহিদা রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে। গুণে মানে ও স্বাদে অনন্য হওয়ায় বিদেশে এ দুই পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। এবার উন্নত দেশ হিসেবে খ্যাত ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছে মুড়ি-সুগন্ধি চালের চালান। তবে, সুগন্ধি চাল ও লাকড়ির চুলায় কড়াই দিয়ে হাতে ভাজা মোটা সাইজের দেশীয় মুড়ির কদর দেশেও ব্যাপক। দেশে চাহিদা থাকলেও বিদেশে রপ্তানি করে বৈদেশিক আয় বৃদ্ধিতে সহায়ক হিসেবে ভুমিকা রাখছে এ দুই পণ্য।

জানা গেছে, চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কনটেইনারে ফ্রান্সে রপ্তানি হচ্ছে ড্রাই ফুডের একটি চালান। বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড’ ১৮ হাজার কেজি ওজনের এক কনটেইনার ড্রাই ফুডের চালান ফ্রান্সে পাঠাচ্ছে। এ চালানের ৪০ ফুটের একটি কনটেইনার আগামী কয়েকদিনের মধ্যে জাহাজে তোলার কথা রয়েছে। ইতিমধ্যে পণ্যচালানটি ফ্রান্সে পাঠানোর জন্য চট্টগ্রাম বন্দরের বেসরকারি কনটেইনার ডিপো ইনকনট্রেড ডিপোতে পাঠানো হয়েছে। সেখানে মঙ্হলবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল থেকে পণ্য চালানের প্যাকেট কাভার্ড ভ্যান থেকে কনটেইনারে ভর্তি করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দরের প্রয়োজনীয় কার্যক্রম বা শুল্কায়ন শেষে কনটেইনারটি জাহাজে তোলা হবে। আগামী ৪৫ দিনের মধ্যে অথাৎ আগামী অক্টোবর মাসের ৩০ তারিখে এ পণ্য চালান ফ্রান্সের আমদানিকারক প্রতিষ্ঠানের হাতে পৌঁছবে।

ফ্রান্সের প্যারিসে অবস্থিত “ওয়াক ফুড লিমিটেড” বাংলাদেশ থেকে ১৮ হাজার কেজির এ পণ্য চালান আমদানি করছে। এ চালানে রয়েছে মুড়ি, সুগন্ধি চাল. তেজপাতা, শুকনা মরিচ, শুকনা শীমের বিচি ও ধনিয়া। এর মধ্যে চিনিগুড়া বা সুগন্ধি চাল ১৩ হাজার ৫০০ কেজি, মুড়ি রয়েছে ১৫শত কেজি, শীমের বীজ রয়েছে প্রায় এক হাজার কেজি, শুকনা মরিচ রয়েছে প্রায় এক হাজার কেজি। অন্যান্য পণ্য রয়েছে আরও এক হাজার কেজির মতো।

বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক মান নিয়ন্ত্রণ করে ড্রাই ফুড বিশ্বের অন্যান্য দেশেও পাঠানো সম্ভব। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে কোয়ালিটি পণ্য পাঠাতে হয়। পণ্যের গুণ ও মানের ক্ষেত্রে এসব দেশ কোন ধরণের ছাড় দেয় না। তাই সঠিক মান নিয়ন্ত্রণ রেখে কোয়ালিটি পণ্য ফ্রান্সে পাঠাতে হবে। কোন পণ্য চালান যেন ওই দেশ থেকে ফেরত না আসে। চালান ফেরত আসার সাথে তারা ওই পণ্য আমদানি বন্ধ করে দেয়। তাই সতর্কতার সাথে অবাধ বাণিজ্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।

এ পণ্য চালান ফ্রান্সে পাঠানের জন্য চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) প্রতিষ্ঠান স্পিড লিংক লিমিটেড রপ্তানির কার্যক্রমটি পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার হাফিজুর রহমান মিন্টু জানান, ইউরোপের বাজারে বাংলাদেশী নানা পণ্যের চাহিদা রয়েছে। এর আগে আমরা মাটির তৈরি জিনিস পত্র পাঠিয়েছিলাম। সবজির চালান পাটিয়েছিলাম। এবার যাচ্ছে চিনিগুড়া চাল বা সুগন্ধি চাল ও মুড়ি। এর সাথে অন্যান্য কিছু পণ্য রয়েছে শুকনা লাল মরিচ, তেজপাতা, শীমের বিচি ইত্যাদি। বিশ্বের নানা দেশে বাঙ্গালিরা থাকেন। তাদের থেকে দেখে বিদেশিরাও এ খাবার খেতে অভ্যস্ত হচ্ছেন।
ওয়াক অ্যান্ড এসএ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোহাম্মদ হাসান মিয়া খবরের কাগজকে বলেন, ‘ ইউরোপের দেশ ফ্রান্সে ড্রাই ফুডের চালান পাঠানো একটি বড় সফলতা। চট্টগ্রামে কোনো আন্তর্জাতিক মানের প্যাকেজিং প্রতিষ্ঠান না থাকায় নিজস্ব প্রতিষ্ঠানে বিশেষ ব্যবস্থা নিয়ে প্যাকেজিং করা হয়েছে। প্রত্যেকটি পণ্য আমদানিকারকের চাহিদা ও নির্দেশনা মতে প্যাকেট করা হয়েছে। পণ্যের প্যাকেটে যাতে বাতাস না থাকে সে ভাবে প্যাকেজিং করা হয়। এ পণ্য ক্রেতাদের হাতে পৌঁছলে টাটকা মনে হবে। বিশেষ করে মুড়ি কুড়কুড়ে মচমচে রাখার ব্যবস্থা থাকতে হয়। এছাড়াও কোয়ালিটি পণ্য অবশ্যই নির্বাচন করে পাঠাতে হয়। এ পণ্য চালানটি কনটেইনারে ভর্তি করা হয়েছে। দুই একদিনের মধ্যে জাহাজে উঠে যাবে। এই পণ্য চালান প্রায় দেড়মাস পর ফ্রান্সে পৌঁছাবে।

ওয়াক এন্ড এসএ লিমিটেডের হেড অব ফাইন্যান্স মোনাজের মো. মিনহাজ খবরের কাগজকে বলেন, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে এসব পণ্য সংগ্রহ করেছি। সঠিক পণ্য নির্বাচন করে বিদেশে পাঠানো হচ্ছে। দেশের কোন প্রতিষ্ঠান পণ্য চালান ফ্রান্সে পাঠাতে চাইলে আমরা অবশ্য সহযোগিতা করবো। আমরা চাই বিদেশের পণ্য চালান রপ্তানির মাধ্যমে দেশের রাজস্ব বৃদ্ধি পাক, আমাদের দেশ এগিয়ে যাক। আমাদের রপ্তানি করা পণ্য ফ্রান্সের বিভিন্ন মার্কেট ও সুপার শপের বিক্রি হয়। আমাদের বায়াররা যখন যেটি পাঠাতে বলে তখন সেটি আমরা পাঠায়। এতে দেশে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে।

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মোজাম্মেল হক চৌধুরী বলেন, খাবারের পণ্য চালানে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রপ্তানির ক্ষেত্রে খুবেই গুরুত্ব দিতে হবে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে। সঠিক পণ্য গুণগত মান ঠিক রেখে রপ্তানি করতে হবে। আমাদের দেশ থেকে আরও বেশি পণ্য ইউরোপে পাঠানো গেলে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পেত। দেশের উন্নয়নে অবদান থাকতো রপ্তানিকারকদের। এছাড়া বিশ্বের অন্যান্যে দেশেও যাতে ড্রাই ফুড রপ্তানি করা যায় সে উৎস খোঁজতে হবে আমাদের। কারণ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে একটি দেশের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। যে প্রতিষ্ঠান এ পণ্য চালান ফ্রান্সে পাঠাচ্ছে তারা অন্য দেশেও পাঠানোর উদ্যেগ গ্রহণ করুক। রপ্তানিকারকদেরও যাবতীয় সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দেওয়া হোক।

এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েতে বিস্কুট মুড়ি ও বিভিন্ন ড্রাই ফুড রপ্তানি হয়েছিল।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপ পরিচালক ড. মোহাম্মদ শাহ আলম খবরের কাগজকে বলেন, ড্রাই ফুডের একটি চালান ফ্রান্সে যাচ্ছে। সেখানে সুগন্ধি চাল, মুড়ি, মরিচ সহ নানা পণ্য রয়েছে। ওই চালানে ল্যাব পরীক্ষার মাধ্যমে সঠিক মান নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঠিক মানের পণ্য না হলে ফ্রান্সের বন্দরে আনলোড করতে দেয় না চালান। রপ্তানিকারকরা এগিয়ে এলে আমরা পণ্য চালান রপ্তানির বিষয়ে সহযোগিতা করে থাকি। সঠিক মান নিয়ন্ত্রণের জন্য ল্যাব পরীক্ষা আমাদের কার্যালয়ে হয়। আমরাও চাই আরও বেশি পরিমাণ ড্রাই ফুড রপ্তানি হোক।

#আবদুসসাত্তার, 01819979338, 16.9.25

চন্দনাইশে সিলিন্ডার বি স্ফো রণে আহত ১০,  চমেকে ভর্তি
17/09/2025

চন্দনাইশে সিলিন্ডার বি স্ফো রণে আহত ১০, চমেকে ভর্তি

কাস্টম হাউসের দুই কর্মকর্তা টাকাসহ দুদকের হাতে কট
16/09/2025

কাস্টম হাউসের দুই কর্মকর্তা টাকাসহ দুদকের হাতে কট

Address

Chittagong

Telephone

+8801819979338

Website

https://youtube.com/@ctgnews2492?si=f5TjHGeQuWF5bLG

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চট্টগ্রাম নিউজ ২৪ Chattogram News 24:

Share