Canvas Social Organisation

Canvas Social Organisation We work for Humanity That's a beautiful and powerful statement! How can I support your mission or goals for humanity? Let me know!

It reflects a purpose-driven approach to life and work, emphasizing service, compassion, and the betterment of society. Whether you're part of an organization, a movement, or an individual committed to making a difference, this philosophy resonates deeply with the values of kindness, inclusion, and progress.

সরকার নির্ধারিত টাকার বাহিরে এক টাকাও কেউ লেনদেন করবেন না 👇👇
04/10/2025

সরকার নির্ধারিত টাকার বাহিরে এক টাকাও কেউ লেনদেন করবেন না 👇👇

ক্যানভাসের নতুন টি শার্ট এসে গেছে।
22/09/2025

ক্যানভাসের নতুন টি শার্ট এসে গেছে।

চট্টগ্রাম পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম পরিবেশ দিবসে। এগিয়ে আসুনবিশ্ব জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে Come Forward fo...
20/09/2025

চট্টগ্রাম পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম পরিবেশ দিবসে। এগিয়ে আসুন

বিশ্ব জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে Come Forward for Tree Plantation and Biodivesity Conservation

মানববন্ধন

বৃক্ষ ও জীববৈচিত্র্য নিবনও ধ্বংস বন্ধ করুন, পলিথিন, বায়ু, পানি ও শব্দ দূষণ থেকে পরিবেশ, মানব সাজেকে ও শহর রক্ষা করুন নদী ও পুকুরের ভাঙ্গন রোধে এগিয়ে আসুন, স্থান: ওয়াসিম সর্ক, চট্টগ্রাম, তারিখ: ২০ সেপ্টেম্বর ২৫ইং শনিবার।

সহযোগিতায়

সুবাহ ও ক্যানভাস, চট্টগ্রাম

🚨🚨🚨অদ্য ২৯/০৮/২০২৫ ইং তারিখ ২১.১০ ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন পুরাতন স্টেশন বাঙালিয়ানা রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপ...
29/08/2025

🚨🚨🚨
অদ্য ২৯/০৮/২০২৫ ইং তারিখ ২১.১০ ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন পুরাতন স্টেশন বাঙালিয়ানা রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর ভিকটিম মৃত নুরুল আলম(৭৩) পিতা মিন্নাত আলী, মাতা রাফিয়া, সাং সামিদার কুয়াংগ নোয়া পাড়া গহিরা থানা রাউজান জেলা চট্টগ্রাম নামীয় একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়াছে। উক্ত লাশের পরিবার বা আত্মীয় স্বজন কারো কোন খোজ পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় উক্ত লাশের পরিবার ও নিকট আত্মীয় স্বজনকে কোতোয়ালী থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

25/08/2025

সকলের সহযোগীতা কামনা করছি,

📌সম্পূর্ণ পোস্টটি পড়ার অনুরোধ রইলো 🙏

আমি নন্দিতা , আজ আমি আমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।

আমার মা সম্প্রতি স্ট্রোক করার পর ব্রেইন টিউমার ধরা পড়ে। গত মাসে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১২ দিন ভর্তি রেখে চিকিৎসা করানো হয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পর প্রায় ১২/১৩ দিন কিছুটা সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ আবার অবস্থা খারাপ হয়ে যায়—মায়ের সেন্স চলে যায় এবং তীব্র পেইন শুরু হয়।

বর্তমানে মা মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা জানিয়েছেন, টিউমারের আশেপাশে পানি জমে যাওয়ায় অবস্থা জটিল হয়েছে এবং জরুরি অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই।

অপারেশনের খরচ প্রায় ২.৫ লাখ টাকা, যা আমাদের পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। আমি একজন বাবা-হারা মেয়ে, ছোট দুই বোন আছে। আগের চিকিৎসা ও পারিবারিক খরচের কারণে আমার কাকাদের (যারা অভিভাবকের দায়িত্ব পালন করছেন) পক্ষেও এই মুহূর্তে এত বড় অংকের টাকা বহন করা সম্ভব নয়।

আমি কখনোই কারও কাছে হাত পেতে কিছু চাইনি। কিন্তু আজ মায়ের জীবন বাঁচাতে আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে যাবে।

🙏 যারা পারবেন, অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়িয়ে দিন🙏

📌রোগীর নাম্বার: 01830959558
📌বিকাশ/নগদ নাম্বার:01754-466555

আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি।
সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। 🌸

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
22/08/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী বৃষ্টি বলয় "স্পিড"!! সম্ভাব্য সময়সীমা: ২১ আগস্ট হতে ২৫ আগস্ট পর্যন্ত সর্বোচ্চ সক্রিয় অঞ্চ...
19/08/2025

ধেয়ে আসছে ভারী থেকে অতিভারী বৃষ্টি বলয় "স্পিড"!!
সম্ভাব্য সময়সীমা: ২১ আগস্ট হতে ২৫ আগস্ট পর্যন্ত
সর্বোচ্চ সক্রিয় অঞ্চল : খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ
মাঝারি সক্রিয় অঞ্চল : রাজশাহী, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ
কম সক্রিয় অঞ্চল : রংপুর বিভাগ

বৃষ্টি বলয়ের বিস্তারিত আসছে আগামীকাল ইনশাআল্লাহ
সুতরাং সাথেই থাকুন,
ধন্যবাদ, BWOT

🌍 Join Us as a Sponsor – Be a Part of Social Change! 🌍Our organisation, Canvas Social Organisation, is working tirelessl...
19/08/2025

🌍 Join Us as a Sponsor – Be a Part of Social Change! 🌍

Our organisation, Canvas Social Organisation, is working tirelessly for causes like education, environment, health, and youth development. To continue creating positive impact in our community, we are now inviting sponsors and partners to join hands with us.

🤝 Why Sponsor Us?
✨ Contribute to meaningful social change
✨ Showcase your brand as a socially responsible leader
✨ Connect with a wide community network
✨ Gain recognition in our events, media, and publications

📢 Together, we can make a difference.
📞 +880 1866 32 97 33
📩 [email protected]

💚 Let’s build a better tomorrow. 💚


02/08/2025

বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫

29/07/2025

➤সুস্থ থাকার পরও বছরে ১ বার টেস্টগুলো করবেন :- লিভারের- লিভার ফাংশন, কিডনির-সিরাম ক্রিয়েটিনিন, রক্তের-সিবিসি, হার্টের-ইসিজি, ফুসফুসের-বুকের এক্সরে, ডায়াবেটিসের-ব্লাড সুগার এবং চর্বি ও কোলেস্টেরল-লিপিড প্রোফাইল ❤️

22/07/2025
"প্রতিটি গাছে বাঁচে প্রাণ, আসুন সবাই করি দান।"আজ ১৭ জুলাই ২০২৫, আমাদের প্রাণের সংগঠন Canvas Social Organisation এবং সহযো...
21/07/2025

"প্রতিটি গাছে বাঁচে প্রাণ, আসুন সবাই করি দান।"

আজ ১৭ জুলাই ২০২৫, আমাদের প্রাণের সংগঠন Canvas Social Organisation এবং সহযোগী সংগঠন -এর সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হলো একটি মহতী প্রয়াস — বৃক্ষরোপণ কর্মসূচি। চট্টগ্রামের প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ১৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের এই প্রয়াস শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো সবুজ সম্ভাবনা রেখে যাওয়ার অঙ্গীকার।

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অনস্বীকার্য। গাছ শুধু অক্সিজেনের যোগানদাতা নয়, বরং এটি পরিবেশকে শীতল রাখে, বাতাসের দূষণ শোষণ করে, ভূমিক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে আমাদের রক্ষার অন্যতম উপায় হলো অধিক পরিমাণে গাছ লাগানো।

এ দায়িত্ব শুধু সংগঠনগুলোর নয়, প্রত্যেক সচেতন নাগরিকের। ব্যক্তি উদ্যোগেও আমরা বাড়ির ছাদ, উঠোন, বারান্দা কিংবা ফাঁকা জায়গায় গাছ লাগাতে পারি। একেকটি গাছ মানে একটি জীবনের আশ্রয়, একটু শুদ্ধ বাতাস। ছোট ছোট উদ্যোগগুলো একদিন বড় পরিবর্তনের দিকে আমাদের নিয়ে যাবে।

তাই আসুন, সবাই মিলে শপথ করি — "নিজে একটি গাছ লাগাবো, অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো।" প্রকৃতিকে বাঁচাতে আজই গাছ লাগান। সবুজে গড়ি ভবিষ্যৎ।

https://edainikazadi.net/index.php?page=1&date=2025-07-21

Address

Kotowali
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Canvas Social Organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share