Canvas Social Organisation

Canvas Social Organisation We work for Humanity That's a beautiful and powerful statement! How can I support your mission or goals for humanity? Let me know!

It reflects a purpose-driven approach to life and work, emphasizing service, compassion, and the betterment of society. Whether you're part of an organization, a movement, or an individual committed to making a difference, this philosophy resonates deeply with the values of kindness, inclusion, and progress.

02/08/2025

বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫

29/07/2025

➤সুস্থ থাকার পরও বছরে ১ বার টেস্টগুলো করবেন :- লিভারের- লিভার ফাংশন, কিডনির-সিরাম ক্রিয়েটিনিন, রক্তের-সিবিসি, হার্টের-ইসিজি, ফুসফুসের-বুকের এক্সরে, ডায়াবেটিসের-ব্লাড সুগার এবং চর্বি ও কোলেস্টেরল-লিপিড প্রোফাইল ❤️

22/07/2025
"প্রতিটি গাছে বাঁচে প্রাণ, আসুন সবাই করি দান।"আজ ১৭ জুলাই ২০২৫, আমাদের প্রাণের সংগঠন Canvas Social Organisation এবং সহযো...
21/07/2025

"প্রতিটি গাছে বাঁচে প্রাণ, আসুন সবাই করি দান।"

আজ ১৭ জুলাই ২০২৫, আমাদের প্রাণের সংগঠন Canvas Social Organisation এবং সহযোগী সংগঠন -এর সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হলো একটি মহতী প্রয়াস — বৃক্ষরোপণ কর্মসূচি। চট্টগ্রামের প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ১৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের এই প্রয়াস শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো সবুজ সম্ভাবনা রেখে যাওয়ার অঙ্গীকার।

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অনস্বীকার্য। গাছ শুধু অক্সিজেনের যোগানদাতা নয়, বরং এটি পরিবেশকে শীতল রাখে, বাতাসের দূষণ শোষণ করে, ভূমিক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে আমাদের রক্ষার অন্যতম উপায় হলো অধিক পরিমাণে গাছ লাগানো।

এ দায়িত্ব শুধু সংগঠনগুলোর নয়, প্রত্যেক সচেতন নাগরিকের। ব্যক্তি উদ্যোগেও আমরা বাড়ির ছাদ, উঠোন, বারান্দা কিংবা ফাঁকা জায়গায় গাছ লাগাতে পারি। একেকটি গাছ মানে একটি জীবনের আশ্রয়, একটু শুদ্ধ বাতাস। ছোট ছোট উদ্যোগগুলো একদিন বড় পরিবর্তনের দিকে আমাদের নিয়ে যাবে।

তাই আসুন, সবাই মিলে শপথ করি — "নিজে একটি গাছ লাগাবো, অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো।" প্রকৃতিকে বাঁচাতে আজই গাছ লাগান। সবুজে গড়ি ভবিষ্যৎ।

https://edainikazadi.net/index.php?page=1&date=2025-07-21

"প্রতিটি গাছে বাঁচে প্রাণ, আসুন সবাই করি দান।"আজ ১৭ জুলাই ২০২৫, আমাদের প্রাণের সংগঠন Canvas Social Organisation এবং সহযো...
21/07/2025

"প্রতিটি গাছে বাঁচে প্রাণ, আসুন সবাই করি দান।"

আজ ১৭ জুলাই ২০২৫, আমাদের প্রাণের সংগঠন Canvas Social Organisation এবং সহযোগী সংগঠন -এর সম্মিলিত উদ্যোগে সম্পন্ন হলো একটি মহতী প্রয়াস — বৃক্ষরোপণ কর্মসূচি। চট্টগ্রামের প্রাণকেন্দ্র নিউ মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ১৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের এই প্রয়াস শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো সবুজ সম্ভাবনা রেখে যাওয়ার অঙ্গীকার।

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অবদান অনস্বীকার্য। গাছ শুধু অক্সিজেনের যোগানদাতা নয়, বরং এটি পরিবেশকে শীতল রাখে, বাতাসের দূষণ শোষণ করে, ভূমিক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে আমাদের রক্ষার অন্যতম উপায় হলো অধিক পরিমাণে গাছ লাগানো।

এ দায়িত্ব শুধু সংগঠনগুলোর নয়, প্রত্যেক সচেতন নাগরিকের। ব্যক্তি উদ্যোগেও আমরা বাড়ির ছাদ, উঠোন, বারান্দা কিংবা ফাঁকা জায়গায় গাছ লাগাতে পারি। একেকটি গাছ মানে একটি জীবনের আশ্রয়, একটু শুদ্ধ বাতাস। ছোট ছোট উদ্যোগগুলো একদিন বড় পরিবর্তনের দিকে আমাদের নিয়ে যাবে।

তাই আসুন, সবাই মিলে শপথ করি — "নিজে একটি গাছ লাগাবো, অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো।" প্রকৃতিকে বাঁচাতে আজই গাছ লাগান। সবুজে গড়ি ভবিষ্যৎ।

First Aid Training Session.
22/06/2025

First Aid Training Session.

সাবধান ⚠️ দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ। হ্যাঁ, তীব্র কালবৈশাখী ঝড় ও ও শক্তিশালী বজ্র বৃষ্টির পর এবার ...
09/05/2025

সাবধান ⚠️
দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ।
হ্যাঁ, তীব্র কালবৈশাখী ঝড় ও ও শক্তিশালী বজ্র বৃষ্টির পর এবার দেশের দিকে ধেয়ে আসছে পুণরায় একটি শক্তিশালী তাপপ্রবাহ। সময়সীমা ৮ মে থেকে ১৫+ মে পর্যন্ত।

এই তাপপ্রবাহের প্রভাব পড়বে দেশের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা সমূহে।
সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দেশের রাজশাহী ও খুলনা বিভাগের জেলা গুলোতে, এই তাপপ্রবাহের ফলে দেশের রাজশাহী ও খুলনার কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০°+ ছাড়াতে পারে।

সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলা গুলো এর আওতামুক্ত থাকতে পারে তবে তীব্র ভ্যাপসা গরম অনুভব হতে পারে।

তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম তবে আকস্মিক ভাবে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেরকম সম্ভাবনা তৈরি হলে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। উক্ত তাপপ্রবাহ বিদায় নেওয়ার পর দেশের উপর আরেকটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্র বৃষ্টি সক্রিয় হতে পারে। ধন্যবাদ

Source: Bangladesh Weather Observation And Forecasting Team

শ্রমিকের ঘামে গড়ে ওঠে একটি জাতির ভিত্তি।মে দিবসে শ্রদ্ধা জানাই সকল পরিশ্রমী হাতকে, যারা নীরবে গড়ছে আমাদের ভবিষ্যৎ।শুভ মে...
01/05/2025

শ্রমিকের ঘামে গড়ে ওঠে একটি জাতির ভিত্তি।
মে দিবসে শ্রদ্ধা জানাই সকল পরিশ্রমী হাতকে, যারা নীরবে গড়ছে আমাদের ভবিষ্যৎ।
শুভ মে দিবস!"

10/04/2025


Address

Kotowali
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Canvas Social Organisation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share