
09/01/2025
Collected
জনস্বার্থে পোস্ট :-
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......
১. অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
২. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (মৃত হলে অনলাইন মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি) (আবশ্যক)
৩. পিতা/মাতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে ভোটার না হয়ে থাকলে তার ভোটার না হওয়া সংক্রান্ত প্রত্যয়নপত্রের মূল কপি, অন লাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কপি, পাসপোর্টের ব্যবহৃত সকল পাতার ফটোকপি পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত)।
৪. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৫. বিয়ের নিকাহ্ নামা/প্রমাণকের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান/কমিশনার কর্তৃক অনলাইন জন্মসনদ (১৭ ডিজিট) এর সত্যায়িত ফটোকপি।
৭. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যানকমিশনার কর্তৃক জন্মসনদের Online Verification print out ফটোকপি (QR কোর্ড সম্বলিত)।
৮. শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
৯. জমির খতিয়ান/দলিলের ফটোকপি (দাদা/পিতা/নিজ নামীয়)।
১০. যাদের জমির খতিয়ান/দলিল নেই তারা কোথায় বা কোন জায়গায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন তার সুনিদিষ্ট কারণ উল্লেখ পূর্বক পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমি সংক্রান্ত প্রত্যয়নপত্রের মূল কপি।
১১. প্রবাসী হলে বৈধ Passport এর ব্যবহৃত সকল পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি, ভিসা কপি, টিকিটের কপি।
১২. ভাই, বোন, চাচা ও ফুফু তিন প্রকারের নিকটাত্মীয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
১৩. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতা ও দাদার ওয়ারিশ সনদ/উত্তরাধিকার সনদ/পারিবারিক সনদের মূলকপি।
১৪. নিকটাত্মীয় (ভাই ও বোন) ভোটারযোগ্য না হয়ে থাকলে তাদের জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।
১৫. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান/কমিশনার কর্তৃক সম্প্রতি (সর্বোচ্চ ৬ মাসের মধ্যে) প্রদত্ত জাতীয়তা সনদ/নাগরিক সনদের মূলকপি (সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সংযুক্ত থাকতে হবে)।
১৬. খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ।
১৭. হোল্ডিং প্লেটের ফটোকপি।
১৮. ইউটিলিটি বিলের কপি/ফটোকপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১৯. অস্থায়ীদের বাসিন্দাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ, ভাড়ার চুক্তিপত্র, বাড়িওয়ালার ফোন নাম্বারসহ এনআইডি কপি।
২০. বাদপড়া ভোটারের ক্ষেত্রে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক বাদ পড়ার যৌক্তিক কারণ সম্বলিত প্রত্যয়নপত্রের মূল কপি (স্মারক ও তারিখ অবশ্যই থাকতে হবে)।
২১. ব্লাড গ্রুপ নির্ণয়ের ডায়াগনষ্টিক রিপোর্টের কপি।
২২. টিআইএন সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স/পেশাগত পরিচয়পত্র (যদি থাকে)
২৩. রহিঙ্গা নয় মর্মে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্রে মূল কপি (স্মারক ও তারিখ অবশ্যই থাকতে হবে)।
অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)
Collected