Explore With Faisal

Explore With Faisal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Explore With Faisal, Video Creator, Chittagong.

Collectedজনস্বার্থে পোস্ট :-ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইংসারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত...
09/01/2025

Collected
জনস্বার্থে পোস্ট :-
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......

১. অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)

২. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি (মৃত হলে অনলাইন মৃত্যু সনদের সত্যায়িত ফটোকপি) (আবশ্যক)

৩. পিতা/মাতা দীর্ঘদিন বিদেশে অবস্থান করার কারণে ভোটার না হয়ে থাকলে তার ভোটার না হওয়া সংক্রান্ত প্রত্যয়নপত্রের মূল কপি, অন লাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি কপি, পাসপোর্টের ব্যবহৃত সকল পাতার ফটোকপি পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত)।

৪. স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫. বিয়ের নিকাহ্ নামা/প্রমাণকের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান/কমিশনার কর্তৃক অনলাইন জন্মসনদ (১৭ ডিজিট) এর সত্যায়িত ফটোকপি।

৭. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যানকমিশনার কর্তৃক জন্মসনদের Online Verification print out ফটোকপি (QR কোর্ড সম্বলিত)।

৮. শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)

৯. জমির খতিয়ান/দলিলের ফটোকপি (দাদা/পিতা/নিজ নামীয়)।

১০. যাদের জমির খতিয়ান/দলিল নেই তারা কোথায় বা কোন জায়গায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন তার সুনিদিষ্ট কারণ উল্লেখ পূর্বক পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক ভূমি সংক্রান্ত প্রত্যয়নপত্রের মূল কপি।

১১. প্রবাসী হলে বৈধ Passport এর ব্যবহৃত সকল পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি, ভিসা কপি, টিকিটের কপি।

১২. ভাই, বোন, চাচা ও ফুফু তিন প্রকারের নিকটাত্মীয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

১৩. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতা ও দাদার ওয়ারিশ সনদ/উত্তরাধিকার সনদ/পারিবারিক সনদের মূলকপি।

১৪. নিকটাত্মীয় (ভাই ও বোন) ভোটারযোগ্য না হয়ে থাকলে তাদের জন্ম সনদের সত্যায়িত ফটোকপি।

১৫. পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান/কমিশনার কর্তৃক সম্প্রতি (সর্বোচ্চ ৬ মাসের মধ্যে) প্রদত্ত জাতীয়তা সনদ/নাগরিক সনদের মূলকপি (সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সংযুক্ত থাকতে হবে)।

১৬. খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ।

১৭. হোল্ডিং প্লেটের ফটোকপি।

১৮. ইউটিলিটি বিলের কপি/ফটোকপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)

১৯. অস্থায়ীদের বাসিন্দাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রসিদ, ভাড়ার চুক্তিপত্র, বাড়িওয়ালার ফোন নাম্বারসহ এনআইডি কপি।

২০. বাদপড়া ভোটারের ক্ষেত্রে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক বাদ পড়ার যৌক্তিক কারণ সম্বলিত প্রত্যয়নপত্রের মূল কপি (স্মারক ও তারিখ অবশ্যই থাকতে হবে)।

২১. ব্লাড গ্রুপ নির্ণয়ের ডায়াগনষ্টিক রিপোর্টের কপি।

২২. টিআইএন সার্টিফিকেট/ড্রাইভিং লাইসেন্স/পেশাগত পরিচয়পত্র (যদি থাকে)

২৩. রহিঙ্গা নয় মর্মে পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্রে মূল কপি (স্মারক ও তারিখ অবশ্যই থাকতে হবে)।

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)
Collected

শহর থেকে ডিসি পার্ক শাটল বাস চলাচলের সময় সূচি-------------------------------* চট্টগ্রম শপিং কমপ্লেক্স হতে ডিসি পার্কপ্রত...
08/01/2025

শহর থেকে ডিসি পার্ক শাটল বাস চলাচলের সময় সূচি
-------------------------------

* চট্টগ্রম শপিং কমপ্লেক্স হতে ডিসি পার্ক
প্রতিদিন দুপুর ২.৩০ হতে ১৫ মিনিট পর পর
১ম বাস: দুপুর ২ঃ৩০
সর্বশেষ বাস: সন্ধ্যা ৭:০০
-----------------------------

* ডিসি পার্ক হতে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স
প্রতিদিন দুপুর ২.৩০ হতে ১৫ মিনিট পর পর
১ম বাস: দুপুর ৩:৩০
সর্বশেষ বাস: রাত ৮:০০
-----------------------------

শাটল বাসের ভাড়া
> চট্টগ্রাম শপিং কমপ্লেক্স হতে ডিসি পার্ক- ৩৫ টাকা
> ডিসি পার্ক হতে চট্টগ্রাম শপিং কমপ্লেক্স- ৩৫ টাকা
--------------------------------

08/01/2025

Asslamualaikum Shobai kemon achen???
Alhamdulillah Ami o bhalo achi

Sorry Onek mash por active holam
Kichu kaaj chilo important tai active hoite parlam na akon theke inshallah regular videos paben

খুশির খবর চাটগাঁবাসী! আগামী মাস অর্থাৎ ১ জুলাই থেকে চট্টগ্রাম শহরে চালু হচ্ছে চট্টলা চাকা এক্সপ্রেস A/c Bus   চট্টগ্রাম ...
12/06/2024

খুশির খবর চাটগাঁবাসী! আগামী মাস অর্থাৎ ১ জুলাই থেকে চট্টগ্রাম শহরে চালু হচ্ছে চট্টলা চাকা এক্সপ্রেস A/c Bus

চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাতা থেকে কাঠগড় পতেঙ্গা
আলহামদুলিল্লাহ

14/03/2024
14/03/2024

31st International Trade Fair Chattogram 2024❤️❤️❤️❤️

07/03/2024

Live Tomorrow From Chittagong 31st International Trade Fair ❤️❤️

Location -Pologround,Tigerpass,Chattogram

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি 🖤সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা 🖤
21/02/2024

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি 🖤

সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা 🖤








14/02/2024

কাল থেকে শুরু হতে যাচ্ছে ৩১ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪ ❤️❤️❤️❤️❤️❤️

ঠিকানা সিআরবি, পলোগ্রাম মাঠ, টাইগার পাস, চট্টগ্রাম

নতুন রূপে সাজ নিয়েছে  চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স (মিনি বাংলাদেশ) ❤️❤️😍😍😍বহদ্দারহাট, চট্টগ্রাম, বাংলাদেশ
14/02/2024

নতুন রূপে সাজ নিয়েছে চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স (মিনি বাংলাদেশ)
❤️❤️😍😍😍

বহদ্দারহাট, চট্টগ্রাম, বাংলাদেশ

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Only 35Tk Ticket Per PersonShopping Complex to DC Park📍❤️শপিং কমপ্লেক্স থেকে -...
31/01/2024

Alhamdulillah Alhamdulillah Alhamdulillah

Only 35Tk Ticket Per Person
Shopping Complex to DC Park📍❤️

শপিং কমপ্লেক্স থেকে - ডিসি পার্ক পর্যন্ত ভাড়া- ৩৫ টাকা
ডিসি পার্ক - শপিং কমপ্লেক্স পর্যন্ত ভাড়া- ৩৫ টাকা
www.tourismctg.gov.bd
তে ভিজিট করে পর্যটকগণ টিকেট বুকিং করতে পারবেন।

পর্যটকগণ চাইলে রিটার্ন টিকেট বুকিং করতে পারবেন।

অনলাইন বুকিংয়ের পাশাপাশি অন-স্পট টিকেট বুকিং করা যাবে।

Address

Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore With Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore With Faisal:

Share

Category