14/10/2025
জীবনের এই ইঁদুর-দৌড় খেলায় আমি মত্ত হয়ে আছি।সেই খেলায় জিতে যাওয়া র জন্য জীবন আমাকে যেভাবে নাচাক,আমি সেভাবেই নাচতে প্রস্তুত।
আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারব কি না। তবুও আমার চৈতন্য ফেরে না। একদন্ড ভাবার ফুরসত পাই না,যদি এক্ষুনি আমার মৃত্যু হয়? যদি এখনই ঢলে পড়ি রাস্তায়? যদি প্রাণবায়ু এক্ষুনি বেরিয়ে যায় আমার শরীর থেকে? আমাকে কী অসহায় হয়ে, আপসোস করে বলতে হবে-"হায়! আমি যদি পরকালের জন্য কিছু করতাম।"
বই :বেলা ফুরাবার আগে