Voice of Deen

Voice of Deen যে হৃদয় আল্লাহর জিকিরে সিক্ত,
সে হৃদয় কখনো শূন্য হয় না।

বেহায়াপনার যুগে নিজেকে আবৃত করে রাখাটাই বড় চ্যালেন্জ❤️
09/08/2025

বেহায়াপনার যুগে নিজেকে আবৃত করে রাখাটাই বড় চ্যালেন্জ❤️

দুঃসময়ে যারা তোমাকে ছেড়ে যায় তারাই প্রকৃত বন্ধু,কেননা তারা তোমাকে স্বাবলম্বী হতে শেখায় এবং তুমি চিনতে শেখো মানুষ❤️
08/08/2025

দুঃসময়ে যারা তোমাকে ছেড়ে যায় তারাই প্রকৃত বন্ধু,
কেননা তারা তোমাকে স্বাবলম্বী হতে শেখায়
এবং তুমি চিনতে শেখো মানুষ❤️

08/08/2025
😢
07/08/2025

😢

চিন্তা করো, কারণ তুমি মানুষ — তোমার অনুভব আছে, দায়িত্ব আছে, স্বপ্ন আছে। কিন্তু মনে রেখো, অতিরিক্ত দুশ্চিন্তা তোমার শক্ত...
25/07/2025

চিন্তা করো, কারণ তুমি মানুষ —
তোমার অনুভব আছে, দায়িত্ব আছে, স্বপ্ন আছে।

কিন্তু মনে রেখো, অতিরিক্ত দুশ্চিন্তা তোমার শক্তিকে খেয়ে ফেলে, তোমার মনোবল দুর্বল করে।
তাই চিন্তা করো গুছিয়ে, বাস্তবতা বুঝে। যা তোমার হাতে নেই, সেটা নিয়ে দুশ্চিন্তা করে সময় নষ্ট কোরো না। বরং যা তুমি করতে পারো,
সেটা করে যাও— বাকিটা আল্লাহর হাতে তুলে দাও।

জীবন সবসময় সহজ হবে না।
পরীক্ষা আসবে, অনিশ্চয়তা আসবে— কিন্তু এগুলোই জীবনের অংশ। এই পৃথিবীতে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, আর হবেও না। আমরা পরিকল্পনা করব, চেষ্টা করব, কিন্তু ফলাফল যেমন হবে, সেটা আল্লাহ ভালো জানেন।
তাই চিন্তাকে শক্তিতে পরিণত করো, দুশ্চিন্তা নয়।

একদিনে সব ঠিক হয়ে যাবে না—
কিন্তু একদিন নিশ্চয় ঠিক হবে, যদি তুমি ধৈর্য ধরো, কাজ করে যাও, আর আল্লাহর ওপর ভরসা রাখো। বাস্তবতাকে অস্বীকার না করে, বরং সেটা বুঝে— সচেতন থেকে চলাই ঈমানদার মানুষের পরিচয়।

সব কথা মানুষের কাছে বলা যায় না—সবাই বোঝে না।চোখের জলের ভাষা কেবল একমাত্র আল্লাহ বোঝেন।যখন মন ভেঙে পড়ে, তখন আর কোনো শব্দ ...
23/07/2025

সব কথা মানুষের কাছে বলা যায় না—সবাই বোঝে না।
চোখের জলের ভাষা কেবল একমাত্র আল্লাহ বোঝেন।
যখন মন ভেঙে পড়ে, তখন আর কোনো শব্দ দরকার হয় না।
সিজদায় নীরবে ফেলে দেওয়া চোখের জলই হয়ে যায় সবচেয়ে সুন্দর দোয়া।
আল্লাহর দরজায় ফিসফিস করে বলা না বলা কথাগুলো কখনো ফেরত যায় না।
কারণ, সিজদা এমন এক জায়গা—যেখানে হৃদয়ের কান্নাও আল্লাহ শুনে নেন।
ruba

19/06/2025

যেদিন মালাকুল মউতের কল আসবে, কোনো ব্যস্ততা দেখিয়ে এড়ানো যাবে না…!

20/04/2025

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম,আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি!'কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি!'এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিঁখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাঁদের কেউই নই।
এতোগুলো বছরে আমি একটা ঠিক মানুষ চুজ করতে পারলাম না!🤍

03/02/2025

কাউকে কষ্ট দেয়ার নিয়ত থাকলে, দেন! কোনো সমস্যা নাই!
ঠকানোর হইলে, ঠকান! কোন ব্যাপার নাহ!
কাউকে কোন প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে ফেলছেন?' গায়েও লাগাচ্ছেন না? আচ্ছা!
কারো হক নষ্ট করতেছেন 'করেন, করেন!
যা করছেন বা করতেছেন;করেন!'কিন্তু,এইসব আপনার জীবনে কয়গুণ হয়ে ফেরত আসবে এটাও চিন্তা করে রাইখেন! ❤️

It's my new Youtube Channel. So please subscribe my channel.💚💚
04/10/2024

It's my new Youtube Channel. So please subscribe my channel.💚💚

Life is very short.

এক ভাইয়ের আর্তনাদ!--------------------------------আমি শুধু হাতমোজা আর পা মোজা পেয়েছি।প্রকৃত দ্বীনদার স্ত্রী পাইনি।আমরা য...
02/10/2024

এক ভাইয়ের আর্তনাদ!
--------------------------------
আমি শুধু হাতমোজা আর পা মোজা পেয়েছি।
প্রকৃত দ্বীনদার স্ত্রী পাইনি।
আমরা যদি বাস্তবতার দিকে লক্ষ্য করি, তাহলে ভাইয়ের কথার সাথে নির্ভুল মিল পাওয়া যায়। আমাদের আশেপাশেই দেখতে পাব, এমন অনেক বোন রয়েছে যারা পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে। কিন্তু সত্যি হলেও দুঃখজনক যে, তারা পরিপূর্ণ পর্দা করেও বিভিন্ন ছেলেদের সাথে বন্ধুত্ব করে, কথা বলে, হাসি-ঠাট্টা করে, ছবি আপলোড করে। তাদের আপাদমস্তক দেখে মনেহয়, তাদের পর্দা কতই না নিখুঁত। অথচ এই আপাদমস্তকের ভিতরে রয়েছে নেক সুরতে শয়তানের ধোঁকা।
প্রিয় ভাই… বর্তমান প্রেক্ষাপটে দ্বীনদার স্ত্রী নিবার্চন করাই কঠিনসাধ্য কাজ! কারণ তাদের আপাদমস্তক দেখে বুঝার উপায় নেই যে, প্রকৃত পর্দা আসলে কোনটি!
পর্দার নামে এমন নেক সুরতে ধোঁকাকারী জীবনসঙ্গীনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের সকলকে হেফাজত করুন।

07/08/2024

নারীরা খুবই অভিমানী এক পাত্রী |

Address

Satkania, Chattogram
Chittagong
4386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Deen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share